বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল হাসান আলী নদভী লিখিত বই ঈমান যখন জাগলো pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | সাইয়েদ আবুল হাসান আলী নদভী |
| ধরণ | আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ১৯৮৮ |
| পৃষ্ঠা | ২৮৫ |
| ফাইল সাইজ | ১৪ MB |
| ফাইল টাইপ |
ইসলামের ইতিহাসে যখনই ঈমানের প্রবল বাতাস বয়েছে, ‘আকীদা, *আমল ও আখলাক–এই তিন শাখাতেই তখন বিস্ময়কর ঘটনাবলী বরং আশ্চর্য সব বিষয়ের প্রকাশ ঘটেছে। শৌর্য ও বীর্য, সুদৃঢ় বিশ্বাস ও প্রত্যয়, সাধুতা ও আমানতদারী, আত্মত্যাগ ও আত্মহনন, সহমর্মিতাবোধ ও সেবামূলক প্রেরণা, ঈমান ও আত্মজিজ্ঞাসা, বাহ্যিক সাজ-সজ্জা ও সৌন্দর্যের প্রতি নির্লিপ্ততা, আত্মবিশ্বাস ও উচ্চ দৃষ্টিভঙ্গি— অধিকন্তু ন্যায় ও সুবিচার, দয়ার্দ্র চিত্ততা ও স্নেহ-মমতা, বিশ্বস্ততা ও জীবন উৎসর্গের এমন সব দুর্লভ নমুনা ও প্রাণবন্ত নজীর কিংবা প্রতিচ্ছবি লোকের সামনে এসেছে যা মান- বতার স্মৃতি থেকে ক্রমান্বয়ে লোপ পেতে চলেছিল এবং যার পুনরুজ্জীবন ও পুনরুদ্ধারের কোন আশা-ভরসাই আর অবশিষ্ট ছিল না।
ঈমানের এই হৃদয়াপ্লুত বেগ ইতিহাসের বিভিন্ন বিরতি ও অধ্যায়ে চলেছে । কখনো স্বল্প সময়ের জন্য, আবার কখনো বা দীর্ঘ সময়ের জন্য। তথাপি কোন হেমন্তকালই এগুলো থেকে খালি কিংবা মুক্ত ছিল না। নব- জাগরণ ও পুনরুজ্জীবন এবং ইসলামী দাওয়াতের ইতিহাসে এ সবেরই রেকর্ড অতি উত্তমভাবে সংরক্ষিত আছে।
ভারতবর্ষের বুকে ঈমানের এই ভোরের হাওয়া ও বসন্ত বাতাস হিজরী ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভেই বইতে শুরু করে, যখন সৈয়দ আহমদ শহীদ (র) এবং তাঁর উচ্চ মনোবলসম্পন্ন সাথীরা এদেশে তওহীদ, ধর্মীয় নব- জাগরণ ও জিহাদ ফি সাবীলিল্লাহ বা আল্লাহর পথে সংগ্রামের পতাকা উত্তোলন করেন । তাঁরা ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোর স্মৃতিকে পুনরায় নতুনভাবে জাগিয়ে তোলেন। সৈয়দ সাহেব বিশুদ্ধ ও নির্ভেজাল ধর্মের দাওয়াতের উপর আপন কর্মপন্থার বুনিয়াদ রাখেন।
ঈমান যখন জাগলো pdf
