আমাদের সম্বন্ধে

বিসমিল্লাহির রহমানির রহিম

তাওহীদের বাণী মানুষের কাছে পৌছে দেওয়ায় আমাদের উদ্দেশ্য। আজ আমরা দেখতে পাচ্ছি যে, মানুষ তাওহীদকে ভুলে শিরকের দিকে দৌঁড়াচ্ছে। সুন্নাতকে বাদ দিয়ে বিদআতকে আঁকড়ে ধরছে। মানুষ জামাতবদ্ধতা বাদ দিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছে। কুরআন ও সুন্নাহকে ছেড়ে মানুষের মতামতকে প্রাধান্য দিচ্ছে। আজ মানুষ সত্যকে মনে করছে মিথ্যা আর মিথ্যাকে মনে করছে সত্য। তাই দ্বীনের সঠিক কথাগুলোকে মানুষের বোধগম্য করানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ কবুল করুক, আমিন।

Scroll to Top