বিসমিল্লাহির রহমানির রহিম, গোলাম আহমদ মোর্তজা লিখিত ইতিহাস গ্রন্থ বাজেয়াপ্ত ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | গোলাম আহমদ মোর্তজা |
| ধরণ | ইতিহাস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল আমিন রিসার্চ একাডেমি |
| প্রকাশকাল | ২০১১ |
| পৃষ্ঠা | ৩১০ |
| ফাইল সাইজ | ১৬ MB |
| ফাইল টাইপ |
আমি আমার এই বক্তব্য সম্বলিত পুস্তকটির ‘বাজেয়াপ্ত ইতিহাস’ নাম দিলাম এইজন্য যে, আমার লেখা ইতিহাসের ইতিহাস’ নামক ৮১২ পৃষ্ঠার যে গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছে সেই প্রসঙ্গেই এটি লেখা। অল্পই ছাপা হয়েছিল বইটি। মোটকথা প্রকাশের কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত কপি। চারিদিক থেকে বইয়ের চাহিদা জানিয়ে আসতে থাকে চিঠিপত্র। পুনর্মুদ্রণের প্রস্তুতি নিতে সময় লাগে।
অবশেষে যখন ছাপবো ছাপবো করছিলাম ঠিক সেই সময় [সেপ্টেম্বর ১৯৮১] রেডিও আকাশবাণীর বিশেষ বার্তায় ঘোষিত হয় বইটির বাজেয়াপ্ত হবার সংবাদ। দৈনিক কাগজগুলোতেও প্রকাশিত হয় ঐ একই সংবাদ। সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ আমাকে পত্র লেখেন, কেউবা দেখা করেন সরাসরি। সকলেরই প্রশ্ন, কেন নিহত হতে চলেছে এই গ্রন্থটি ? তাঁরা জানতে আগ্রহী যে আমি এর জন্য কী করতে চাই?
‘বন্ধু-বান্ধব ও পাঠক-পাঠিকাদের নানান প্রশ্নের উত্তরের পরিবর্তে পুস্তক প্রকাশ করে ভিতরের কথা জানিয়ে দিতেই ছিল আমার এই পদক্ষেপ। এবারে প্রকাশিত হচ্ছে চতুর্থ সংস্করণ।
আমাদের ভারত রেডিও এবং সংবাদপত্র শুধু ‘ইতিহাসের ইতিহাস’ পুস্তকের বাজেয়াপ্ত হওয়ার সংবাদই ঘোষণা করেনি বরং বলা হয়েছে, তা ধর্ম ও জাতি বা কোন এক শ্রেণীর বিরুদ্ধে নাকি লেখা। আমি পরিষ্কার করে জানাতে চাই যে, গ্রন্থটি অহেতুক কোন শ্রেণী, ধর্ম ও বর্ণ বিরোধী তো নয়ই বরং যাতে মিলেমিশে সকলে বসবাস করতে পারেন, চিরস্থায়ী ভেদবুদ্ধির অবসান যাতে ঘটে, ভারতবর্ষ আজ ত্রিখণ্ডে খণ্ডিত, অদূর বা সুদুর ভবিষ্যতে আর যেন খণ্ডিত না হয়, সেই উদ্দেশ্যেই তা লেখা।
সাম্প্রদায়িকতার ভেদবুদ্ধি ও হিন্দু মুসলমানে দাঙ্গার মূলে আছেন সাম্প্রদায়িক মনোভাবের কিছু লেখক। সেই লেখা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই অশান্তি সহজেই দূরীভূত হবে। এখন দেখা যাচ্ছে আমার বক্তব্য আর সংবাদ মাধ্যমগুলোর বক্তব্য দুটো পরস্পর বিরোধী। যাঁরা বইটা পড়েননি তাঁরা কোন্টা বিশ্বাস করবেন?
বাজেয়াপ্ত ইতিহাস pdf
