ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর অর্থ ও ফজিলত

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ অর্থ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ অর্থ, ya hayyu ya qayyum birahmatika astaghees bangla

ইয়া-হাইয়ু-ইয়া-কাইয়ুম-এর-অর্থ-ও-ফজিলত

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর অর্থ ও ফজিলত

আলী ইবনে আবি তালিব (রা.) বলেন, বদরের যুদ্ধের দিন আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি- নবীজি সাঃ সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন-

يَا حَيُّ يَا قَيُّوْمُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম

অর্থ : হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী

এর বেশি কিছুই বলছেন না।’ এরপর আলি (রা.) আবার যুদ্ধ করতে চলে যান। আবার ফিরে আসেন; এসে দেখেন— নবীজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা নবী (সা.)-কে বিজয় দান করেন। (ইমাম হাইসামি, মাজমাউয যাওয়াইদ, হাদিস : ১০/১৪৭; ইমাম হাইসামি (রহ.) বলেন, হাদিসটির সনদ হাসান)।

আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি নিম্নোক্ত দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৫২৪)

يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিস।

অর্থ : হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আপনার রহমতের অসিলায় আমি সাহায্য কামনা করছি।

ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে হিব্বান এবং হাকীম হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি একবার রাসূলুল্লাহ (সা) এর মজলিসে বসা ছিলেন। এক ব্যক্তি নামায পড়লো এবং নামাযের পর দুআ করলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা বি-আন্না লাকাল হা’মদু লা-ইলা-হা ইল্লা-আনতা ওয়াহ’দাকা লা-শারিকা লাকাল মান্না-ন, ইয়া বাদিআ’স্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি। কারণ তুমিই প্রশংসার যোগ্য। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি হান্নান ও মান্নান (দয়ালু ও দাতা)। তুমিই আসমান-যমীনের স্রষ্টা। হে শ্রেষ্ঠত্ব ও বদান্যতার অধিকারী। হে চিরঞ্জীব। হে বিশ্ব জাহানের ব্যবস্থাপক।

এই দুআ শুনে রাসূলুল্লাহ (সা) বললেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। যার দ্বারা দুআ করলে তা কবুল করা হয় এবং কিছু প্রার্থনা করলে তা প্রদান করা হয়।

জামে তিরমিযী, দুআ অধ্যায়, হাদীস: ৩৫৪৪। সুনানে আবু দাউদ, কিতাবুস সালাত, হাদীস: ১৪৯৫।

ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ ও ফজিলত কি?

ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ সহ. Isme Azam Dua Bangla

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর অর্থ ও ফজিলত

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ অর্থ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস এর অর্থ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের ফজিলত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ আরবী, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অর্থ কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ এর ফজিলত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নাস্তাগীস এর অর্থ, হাইয়ুল কাইয়ুম অর্থ কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ফজিলত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ অর্থ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা

ya hayyu ya qayyum birahmatika astaghees, ya hayyu ya qayyum birahmatika astaghees bangla, ya hayyu ya qayyum meaning, ya hayyu ya qayyum dua, ya hayyu ya qayyum meaning in bengali, ya hayyu ya qayyum birahmatika astaghees meaning, ya hayyu ya qayyum birahmatika astaghees meaning in bengali

অস্থিরতায় পাঠ করার দোয়া – Kaler Kantho

কোনো বিপদে পড়লে যে দোয়া পড়বেন

দুঃশ্চিন্তা ও বিষন্নতায় আল্লাহর সাহায্য লাভের দোয়া