ইমাম বুখারী ও সহীহ আল বুখারী pdf
Home » ইমাম বুখারী ও সহীহ আল বুখারী pdf
ইমাম বুখারী ও সহীহ আল বুখারী Pdf Book Details
ইমাম বুখারী ও সহীহ আল বুখারী Pdf
লেখক | আব্দুল হাই নদভী |
ধরন | জীবনী |
ভাষা | বাংলা |
প্রকাশক | আবদুল জব্বার ফাউন্ডেশন |
প্রকাশকাল | জুন ২০১৫ |
পৃষ্ঠা | ৬২ |
ফাইল সাইজ | ১.৩১ MB |
ফাইল টাইপ |
ইমাম বুখারী ও সহীহ আল বুখারী Pdf Book Description
হিজরী তৃতীয় শতাব্দী ছিল হাদীস শরীফ সংকলনের সোনালি যুগ। এই যুগেই সিহাহ সিত্তা-বিশুদ্ধ ছয়টি হাদীস গ্রন্থ সংকলিত হয়েছে। এসব গ্রন্থের সংকলক হচ্ছেন হাজার যুগের শ্রেষ্ঠ ইমামগণ। বংশগত তাঁরা সকলই ছিলেন আজমী (অনারব), যাদের সমকক্ষ ইমামুল হাদীস আজ পর্যন্ত আর কেউ হতে পারেনি। তাঁরা হচ্ছেন যথাক্রমে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রহ.), ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল-কুশাইরী (রহ.), ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিযী (রহ.), ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস আস-সিজিস্তানী (রহ.), ইমাম আহমদ ইবনে শু’আইব আন- নাসায়ী (রহ.) এবং ইমাম মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ (রহ.)।
উল্লেখ্য যে, ইমাম বুখারী (রহ.) ও ইমাম মুসলিম (রহ.)-এর তুলানামূলক আলোচনা আমাদের প্রকাশিত হাদীস শরীফ পরিচিতি ও পরিক্রমা গ্রন্থে আলোচিত হয়েছে। তাই এখানে পুনঃউল্লেখ করা হলো না। তাঁদের জীবন ও কর্মের ওপর আরবিসহ বিভিন্ন ভাষায় ব্যাপক গ্রন্থ ও তথ্য থাকলেও বাংলা ভাষায় এরূপ তথ্যবহুল গ্রন্থ দুর্লভ ও বিরল। তাই ছাত্র- শিক্ষক, গবেষক ও জ্ঞানপিপাসু সর্বশ্রেণীর পাঠক-পাঠিকাদের উপযোগী তাদের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্তভাবে এই গ্রন্থটি রচনা করা হলো। এতে নির্ভুলভাবে তথ্য ও তত্ত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য যে, বিশুদ্ধ ছয়টি হাদীস শরীফ ও ইমামুল হাদীস নামে পর্যালোচনা গ্রন্থাকারে পৃথকভাবে স্বনামধন্য গাজী প্রকাশনী হতে প্রকাশ করা হয়েছে। সম্মানিত পাঠক-পাঠিকার চাহিদা ও সুবিধার্থে বিখ্যাত ছয় ইমামের জীবন, কর্ম ও তাঁদের সংকলিত গ্রন্থ নিয়ে ১-৬ পর্যন্ত পৃথকভাবে প্রকাশ করা হলো। এ গ্রন্থটি পাঠে পাঠক উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে। মহান আল্লাহ আমাদের শ্রম কবুল করুন এবং মহান সম্মানিত ইমামগণের ফয়েজ বরকত অর্জন এবং জ্ঞান ও আদর্শ ধারণ করার তওফীক দিন। আমীন।
ইমামুল হাদীস ইমাম মুহাম্মদ ইবনে ইসামঈল আল-বুখারী (রহ.) জীবন ও কর্ম: হিজরী তৃতীয় শতকে যে সকল হাদীসবিদগণের অক্লান্ত পরিশ্রমে হাদীস শাস্ত্র সর্বাপেক্ষা উন্নতি, অগ্রগতি, প্রসার লাভ করেছে তাদের মধ্যে ইমাম বুখারী (রহ.) ছিলেন অন্যতম। তিনি ছিলেন একাধারে হাদীসের হাফিয, হাদীসে ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে অভিজ্ঞ, আবিদ, যাহিদ, ফকীহ, ইতিহাস ও সনদ সম্পর্কে অভিজ্ঞ। তাঁর সংকলিত আল-জামিউস সহীহ গ্রন্থটি হাদীসশাস্ত্রে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে প্রসিদ্ধ। ইমাম বুখারী (রহ.) একটি বিশেষ পদ্ধতিতে এ গ্রন্থে হাদীস সন্নিবেশন করেন। তিনি নিজেই বলেন, ‘আমি এই সহীহ গ্রন্থে এক একটি হাদীস লিপিবদ্ধ করার পূর্বে ওযূ ও গোসল করে দু’রাকাআত নফল নামায আদায় করতাম। আমি ওযু ছাড়া ও বিশুদ্ধ নয় একটি হাদীসও এতে লিপিবদ্ধ করিনি।’ আল-জামি’ গ্রন্থটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী একটি হাদীস গ্রন্থ। এ গ্রন্থের গুরুত্ব উপলব্ধি করে যুগে যুগে হাদীস বিশারদগণ এর অসংখ্য শহার বা ব্যাখ্যা গ্রন্থ প্রণয়ন করে আসছেন।
ইমাম বুখারী ও সহীহ আল বুখারী Pdf Writer Description
- More Details- আব্দুল হাই নদভী
Read the Pdf Book ইমাম বুখারী ও সহীহ আল বুখারী
Share the Pdf Book ইমাম বুখারী ও সহীহ আল বুখারী
Rate the Pdf Book ইমাম বুখারী ও সহীহ আল বুখারী
Rating Summary
0.0
0.0 out of 5 stars (based on 0 reviews)
Excellent0%
Very good0%
Average0%
Poor0%
Terrible0%
Latest Reviews
There are no reviews yet. Be the first one to write one.