Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম Info

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম Description

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

আল্লাহ তাআলার নৈকট্যলাভের মধুরতম একটি মাস হচ্ছে রামাদান। এ মাসে সকল শ্রেণির সকল বয়সী মুসলিম দ্বীনের প্রতি অনেক বেশি উৎসাহী এবং উদ্যমী হয়ে ওঠে। এতে করে শরিয়তের বিধি-নিষেধগুলো মেনে চলা তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া, রামাদান মাসে শয়তানের পায়ে শেকল পরানো হয়। তাকে বন্দি করে রাখা হয় কারাগারে। এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য দৈনন্দিন ইবাদতগুলো সম্পন্ন করা সহজ করে দেন।

সেরা হোক এবারের রামাদান pdf

রামাদানে সিয়াম রাখা প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। (সুরা বাকারা, আয়াত: ১৮৩) কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান পুঁজিবাদী সমাজে মহিমান্বিত এ মাসটিকে কেবল ব্যবসা-বাণিজ্যের মাসে পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সিয়াম পালনের মূল উদ্দেশ্য সবাই এখন ভুলতে বসেছে। তাকওয়া অর্জনের পরিবর্তে মূল লক্ষ্য যেন জমকালো পোশাকের হরদম বেচাকেনা, বাহারি খাবার তৈরির হীন প্রতিযোগিতা, ইফতার ও সাহারি পার্টির মাধ্যমে ইবাদতে জল ঢালা এবং নানাবিধ হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করে দেওয়া। অথচ হওয়ার কথা ছিল এর উলটোটা। ভোগবিলাসী জীবন নয়; বরং সংযমী হওয়ার মাস হচ্ছে রামাদান।

বছর ঘুরে সেই মাসটি আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। হতে পারে এই রামাদানের পর আর কোনো রামাদান আসবে না জীবনে। হতে পারে নিজেকে বদলানোর সুযোগ আর হবে না কোনোদিন। জীবনের ডায়েরি থেকে আর কোনো মহিমান্বিত মাস যেন হারিয়ে না যায় বিনা আমলে, বিনা ইবাদতে। তাই এ রামাদান থেকেই শুরু হোক আমাদের সর্বাধিক প্রচেষ্টা, সকল প্রস্তুতি। ইলমে, আমলে আমরা নিজেদের এগিয়ে রাখতে চাই। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই।

আশা করি, সেরা হোক এবারের রামাদান গ্রন্থের লেখাগুলো পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে এবং রামাদানের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবাতে উদ্বুদ্ধ করবে, ইনশা আল্লাহ। আল্লাহ যেন এই রামাদানকে আমাদের জীবনের শেষ রামাদান না করেন এবং ইবাদত ও উপলব্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করে নব উদ্যমে জীবন শুরু করার তৌফিক দান করেন। আমিন।

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

Rate the Post

Latest Book

Latest Post

Latest Post

Scroll to Top