Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী Info

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী Description

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী

হিজরি বর্ষপঞ্জিকায় ১২টি চন্দ্রমাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান। এটা মুমিনদের জন্য বরকতময় ইবাদতের মৌসুম। আল্লাহর নৈকট্যলাভের এক উত্তম সময়।

কৃষকদের কাছে ফসল কাটার মৌসুম সবচেয়ে আনন্দের। সারাটি বছর সে এ সময়ের জন্য সশ্রম অপেক্ষা করে। তদ্রূপ একজন মুমিনের কাছে রমজান হলো ফসলের ভরা মৌসুম। সাধারণ সময়ের তুলনায় রমজানে ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়।

রহমত, বরকত, ক্ষমা-মাগফিরাত, সবর, শোকর ও ইবাদতের বার্তা নিয়ে রমজান আসে আমাদের দোরগোড়ায়। রমজানের রোজা ইসলামের মূল স্তম্ভসমূহের অন্যতম একটি, যাকে মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। রমজান আসে মাগফিরাতের দ্বার উন্মোচিত করতে। রমজান আসে পাপ-পঙ্কিলতা দূর করে মুমিন জীবনকে বিশুদ্ধ ও সুশোভিত করার তরে। জাহান্নামিদের মুক্ত করে জান্নাতে প্রবেশের বার্তা দেওয়ার জন্য রমজানের আগমন। কোনো কাজের প্রস্তুতি ছাড়া ভালোভাবে তা সম্পন্ন করা যায় না। তাই রমজান আসার আগেই আমাদের পথ ও পাথেয় সংগ্রহ করা উচিত।

রমজানের সওগাত pdf

রমজানের এত গুরুত্ব থাকার কারণে এর প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার আছে। প্রস্তুতি ছাড়া কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। ‘শাবান’ মাসকে বলা হয় রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। রমজানের পরে শাবান মাসে রাসূলুল্লাহ (সা.) সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমরা লক্ষ করলে দেখতে পাই, পৃথিবীতে বৃষ্টি হওয়ার আগে একটা ঠান্ডা বাতাস বইতে থাকে। এই বাতাসটা হলো রহমতের বৃষ্টির আগমনি বার্তা। সাথে সাথে যেন ঘোষণা করে যায়—আসছে সেই বৃষ্টি, যার প্রতীক্ষা করছিল মানুষ। তেমনি রমজান হলো সেই মাস, যার জন্য প্রতীক্ষা করে মুত্তাকি বান্দাগণ। রমজানের দুই মাস আগে থেকেই রাসূল (সা.) দুআ করতেন—

اللهم بارك لنا في رعب والغبان وبلغنا رمضان

“হে আল্লাহ! আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করো এবং রমজানে আমাদের পৌঁছাও।’

অনেক সালাফ তো ছয় মাস আগে থেকেই দুআ শুরু করতেন। বিশিষ্ট তাবেয়ি মুআল্লা ইবনে ফজল (রহ.) বলেন—’তাবেয়িগণ রমজানের ছয় মাস আগ থেকেই দুআ করতেন, আল্লাহ যেন তাঁদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। এরপর রমজান মাস চলে গেলে পরের ছয় মাস দুআ করতেন, যেন রোজা কবুল করে নেন।”

অনেক তাবেয়ি এভাবেও দুআ করতেন—

اللَّهُمَّ قَدْ أَطْلَّنَا شَهْرُ رَمَضَانَ وَحَضَرَ فَسَلِّمُهُ لَنَا وَسَلِّمُنَا لَهُ ، وَارْزُقْنَا صِيَامَهُ وَقِيامَهُ ، وَارْزُقْنَا فيه الجد والاجتهاد والتقاط وأهلنا فيه من الفتي

হে আল্লাহ! আমাদেরকে রমজানে উপনীত করুন। তাকে আমাদের কাছে উপস্থিত করুন এবং আমাদেরকে উপস্থিত করুন তার মাঝে। তাতে রোজা রাখার, কিয়ামুল লাইলের এবং একাগ্রতা, পরিশ্রম ও উদ্যমের সাথে ইবাদাতে আত্মনিয়োগের তাওফিক দিন। আর তাতে আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন।

আবার ইচ্ছে করলে এ দুআও পড়া যায়—

اللَّهُمَّ سَلَّمْنِي إِلى رَمَضَانَ وَسَلِّمْ فِي رَمَضَانُ وَتَسَلَّمْهُ مِنِّي مُتَقَبَّلاً

রমজানের সওগাত pdf download

হে আল্লাহ! আমাকে রমজানে পৌঁছে দিন এবং রমজানকে আমার কাছে উপনীত করুন। আর তার (রোজা ও কিয়াম)কে আমার পক্ষ থেকে কবুল করুন। ২

নেক হায়াতের দুআ সব সময়ই করা যায়। বিশেষত রমজানের ছয় মাস অন্তত দুই মাস আগে বারবার এ দুআ করা যেতে পারে। কারণ, রমজান হলো অবারিত রহম ও ক্ষমার মাস। বিশেষত আল্লাহর দরবারে এই আরজু পেশ করা–আপনার রহমতে এতদিন বাঁচলাম আর দুটো মাস বাঁচলে তো রমজান পেয়ে সৌভাগ্যবান হতে পারি।

রমজানের আত্মশুদ্ধিমূলক প্রস্তুতি দুই রকমের হয়—শারীরিক ও মানসিক। কেননা, রোজা এমন একটি ইবাদত—যার জন্য শারীরিক ত্যাগ ও মানসিক দৃঢ়তা তথা ঈমানি মনোবল প্রয়োজন। শারীরিক কোনো সমস্যা থাকার দরুন ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন অনুভূত হলে রমজানের আগেই তা করা উচিত। পারিবারিক বা ব্যক্তিগত কোনো ঝামেলা থাকলে রমজানের আগেই তা সমাধান করে নেওয়া জরুরি। যাতে একনিষ্ঠচিত্তে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দেওয়া যায়। সমস্যাগুলো সমাধান না হলে তো কেবল ফরজ রোজা রাখাই মুশকিল; নফল ইবাদত করা আরও কষ্টকর। অনেকে রমজানের অর্ধেক সময় কেবল কেনাকাটা

(শুআবুল ঈমান : ৩৫-৩৪; মুসনাদে আহমাদ : ২৩৪৬) ইবনে রজব হাম্বলি (রহ.) রচিত লাতায়েফুল মাআরেফ, খ-১, পৃ.-১৪৮

করেই কাটিয়ে দেয়। ফলে ইবাদত করার সময় পায় না। সুতরাং যাবতীয় ঝামেলা রমজানের আগেই শেষ করা উচিত। এটাই রমজানের মূল প্রস্তুতি। রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস জীবনে কয়বায় পাবে মানুষ !

রমজানের সওগাত pdf free download

রমজানকে স্বাগত জানানোর জন্য মিছিল ও র‍্যালি করার প্রচলন শুরু হয়েছে। এভাবে স্বাগত জানানোর মধ্যে বিশেষ কোনো ফজিলত নেই; বরং পুণ্য কাজের প্রস্তুতির মাধ্যমে স্বাগত জানাতে হবে। সারা বছরের সাধারণ রুটিনের চেয়ে রমজানের রুটিন একটু ভিন্ন হওয়া চাই। সাধারণত অন্যান্য মাসে দুনিয়াবি কাজের ব্যস্ততা থাকে বেশি। তাই রমজানের রুটিনে ইবাদতের জন্য একটু বেশি সময় নির্ধারণ করা প্রয়োজন। এটাই প্রকৃত প্রস্তুতি ও স্বাগত জানানোর পদ্ধতি।

শুধু সালফে সালেহিন নয়; বরং নিকট অতীতের বুজুর্গদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই—বৃদ্ধ বয়সেও তাঁরা যেভাবে রমজান কাটিয়েছেন, যেভাবে ইবাদত করেছেন, তা অনন্য অতুলনীয়।

একটি সুন্দর রমজান আমাদের কাম্য, আমাদের পরম আরাধ্য। আমরা চাই সুন্দর একটি রমজান কাটাতে। দুনিয়া তো দারুল আসবাব। উপকরণ দিয়ে সবকিছু হয়। আর মানুষের মনও ধাবিত হয় উপকরণের প্রতি। যথেষ্ট উপকরণ থাকলে হৃদয় থাকে শান্ত ও দুশ্চিন্তামুক্ত। তাই আসুন আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। সেজন্য আমরা এ কাজগুলো করতে পারি— যাবতীয় কেনাকাটা করে রাখা : আমাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পোশাক-পরিচ্ছদ কেনাকাটা করতে অনেক সময় ব্যয় হয়। আমরা সাধারণত দুই ধরনের কেনাকাটা করি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। যেমন : তেল, চাল, ডাল ইত্যাদি পচনশীল দ্রব্যাদি আগেই মজুদ করে নিতে পারি। একত্রে অন্তত এক মাস বা ১৫ দিনের সংরক্ষণ করা যেতে পারে। মাছ-গোশত কিনে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। অফিসে বা দোকানপাটে যাওয়া-আসার সময় প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে নিয়ে আসতে পারি।

রমজানের সওগাত pdf ডাউনলোড

খেয়াল রাখব, যেন কোনোভাবেই সময় নষ্ট না হয়। আরেক ধরনের কেনাকাটা হলো- পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার বস্তু যেমন: জুয়েলারি, প্রসাধনী, কসমেটিকস, শো-পিসসহ যাবতীয় গৃহ শোভাবর্ধনকারী সৌখিন জিনিসপত্র। আমরা পারিবারিক মিটিং করে সবার মতামতের ভিত্তিতে সুচিন্তিত পরিকল্পনা নিতে পারি। এর ফলে কাজগুলো হবে অনেক গোছালো ও পরিপাটি। পারিবারিক সদস্যের চাহিদা, গরিব প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের জন্য একটা চাহিদা ফর্দ তৈরি করে নিতে পারি। তারপর সাশ্রয়ে পাওয়া যায়, এমন শপিংমল থেকে কেনাকাটা করতে পারি। টেইলার্সে বানানোর মতো হলে আগেই অর্ডার দিয়ে রাখা ভালো। অনেকেই রমজান শুরু হওয়ার আগে কেনাকাটা করে। এর ফলে সে এক চিন্তামুক্ত ও ইবাদত উপযোগী রমজান উপভোগ করতে পারে।

গরিবদের জন্যও বরাদ্দ : রমজান মাসে প্রায় সবার বাড়িতেই মেহমানদারির আয়োজন করা হয়। আমরা অনেকেই সওয়াবের আশায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের দাওয়াত দিই। তবে মনে রাখতে হবে, এভাবে বিশাল একটি অনুষ্ঠান করে খাওয়ানোর চেয়ে উত্তম পন্থা রয়েছে।

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী

রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf

Rate the Post

Latest Book

Latest Post

Latest Post

Scroll to Top