Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন

রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন Info

রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন Description

রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন

ই-রমাদান কর্মপরিকল্পনাটি হচ্ছে একটি এডিটেবল পিডিএফ ফাইল। এটি অ্যান্ড্রোয়েড মোবাইল ও কম্পিউটার দুইটিতেই ব্যবহার করা যাবে।

এটি ব্যবহারে Adobe এর যে কোন Reader Application / Software প্রয়োজন। যেমন: Adobe Reader, Adobe Acrobat Reader ইত্যাদি। সবগুলো ফিচার ভালোমত ব্যবহারের জন্য লেটেস্ট ভার্সন ব্যবহার করা যেতে পারে।

পুরো ফর্মটি কম্পিউটারে বাংলায় (অভ্র বা ইউনিকোডে) ও মোবাইলে যে কোন বাংলা কি-বোর্ড দ্বারা পূরণ করা যাবে।

অ্যান্ড্রোয়েডে আলাদা করে সেভ করার প্রয়োজন নেই। তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত সেভ করতে হবে।

ফাইলের যে কোন টপিকে সরাসরি যাওয়ার জন্য করণীয়: কম্পিউটার থেকে ব্যবহারের সময় সফটওয়্যারের ‘Bookmarks’ অপশন এবং মোবাইলে ব্যবহারের সময় অ্যাপের ‘Contents’ অপশনে সকল টপিকের নাম পাওয়া যাবে। কাঙ্ক্ষিত টপিকের উপর ক্লিক করলেই সে টপিক স্ক্রিনে চলে আসবে।

রমাদান কর্ম পরিকল্পনা pdf

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বজগতের প্রতিপালক। আমরা কেবল তাঁরই প্রশংসা করি, তাঁরই কাছে সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা সব ধরনের পাপাচার, অন্যায় ও অনাচার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে সঠিক পথ থেকে বিচ্যুত করেন, কেউ তাকে হেদায়েত করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই; আর হজরত মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সুন্দর জীবনব্যবস্থা যার নাম ইসলাম। ইসলামের মৌলিক পাঁচটি বুনিয়াদের একটি রোজা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন-

‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর; যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (আল বাকারা-২ : ১৮৩)

রমাদান মাসের প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এই মাসটি আমাদের জন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া এবং তাঁর সাথে সম্পর্ক সুদৃঢ় করার সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদের জানিয়েছেন-

রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য। তাই আমি নিজেই এর প্রতিদান দেবো। (বুখারি : ১৭৮৩, মুসলিম : ২৫৭৭)

রোজার এই উপবাস ও কামনা বাসনা থেকে বিরত থাকা হলো আল্লাহভীতির একটি বহিঃপ্রকাশ যা আল্লাহর নৈকট্য লাভের একটি বড়ো প্রচেষ্টা। আমাদের চেষ্টা করতে হবে এই দিনগুলোকে যেন সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে পারি।

রমাদান কর্ম পরিকল্পনা pdf download

যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু গুনাহসমূহ মাফ করাতে পারল না রাসূল তাকে হতভাগা বলেছেন। এ মাসের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করা আমাদের সকলের কর্তব্য। আর রমাদানের প্রতিটি দিনকে কাজে লাগানোর সর্বোত্তম উপায় হতে পারে একটি ‘রমাদান কর্মপরিকল্পনা’ প্রণয়ন করা। পরিকল্পনামাফিক কাজ না করতে পারলে মূলত কোনো কিছু করেই কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় না ।

রমাদান শুরুর আগে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করুন তাহলে আপনি নিজে কতটুকু সংশোধিত হতে পারলেন কিংবা ইবাদতের ব্যাপারে আপনার প্রত্যাশা কতটুকু আর আমল কতটুকু করতে পেরেছেন তা যাচাই করা সহজ হয়ে যাবে। এই কর্মপরিকল্পনাটি আপনাকে সাহায্য করবে রমাদানকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে। রমাদানের পবিত্র চেতনাকে গোটা মাস ধরে। এমনকী রমাদান পরবর্তী বছরের বাকি সময়গুলোতেও ধরে রাখতে সহায়ক হবে এই পরিকল্পনা । মনে রাখবেন, রমাদান আপনাকে সেই বিশেষ সুযোগটি এনে দিয়েছে যাতে আপনি নির্ণয় করতে পারেন যে, দিন শেষে নিজেকে কতটা উন্নত করতে পেরেছেন।

আপনি যখন পৃষ্ঠাগুলো পূরণ করবেন, তখন প্রতিটি পৃষ্ঠার ওপর নিজের দৈনিক পর্যালোচনা ও অর্জন লিখতে ভুলবেন না। এই মাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন যাতে অনেকগুলো কাজের ভার আপনার ঘাড়ে না এসে পড়ে; বরং আপনি দৈনিক যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন সেগুলো পূরণ করার জন্যই সময় ব্যয় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই মাসে আমাদের অফুরন্ত নিয়ামত পাওয়ার যে সুযোগ করে দিয়েছেন তা অর্জন করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা ও একনিষ্ঠতা যাতে সবসময় সঠিকভাবে থাকে তা নিশ্চিত করুন।

মহান আল্লাহ এই রমাদানকে আমাদের জন্য কল্যাণকর, ইতিবাচক এবং শরীর ও আত্মার পরিশুদ্ধতার মাস হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের মনের সব চাওয়া পূরণ করুন, সব ইবাদত কবুল করুন, আমাদের বলিষ্ঠ রাখুন এবং বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিকভাবে আগামী রমাদান অবধি উজ্জীবিত থাকার সুযোগ করে দিন।

আসুন, পরিকল্পনা শুরু করি।

Rate the Post

Latest Book

Latest Post

Latest Post

Scroll to Top