ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ, ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন, ইন্নালিল্লাহ অর্থ কি, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না-লিল্লাহ অর্থ, inna lillahi wa inallah-e-raji’oon bangla, inna lillahi wa inna ilayhi raji’un bangla, innalillahiwainnailaihirojiun bangla

ইন্নালিল্লাহি-ওয়াইন্নইলাহি-রাজিউন-অর্থ-কি

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি?

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন এর অর্থ ও ফজিলত এবং এটা কখন পড়তে হয়।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অর্থ: আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব।

মহান আল্লাহ বলেন,

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡهُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیۡهِ رٰجِعُوۡنَ

যারা তাদের উপর বিপদ আসলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। (সূরা বাকারা আয়াত নং ১৫৬)

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা।

বাংলা অর্থ : আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়

মহান আল্লাহ বলেন, 

وَ لَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡهُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیۡهِ رٰجِعُوۡنَ

আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। (সূরা বাকারা আয়াত নং ১৫৫)

যারা তাদের উপর বিপদ আসলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। (সূরা বাকারা আয়াত নং ১৫৬)

উপরে উল্লেখিত আয়াত দুটি থেকে বুঝা যায় যে, বান্দা যে কোন বিপদ আপদে পড়লেই বলবে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। অনেকেই মনে করেন শুধুমাত্র কারও মৃত্যুতে এই দোয়া পড়তে হয় কিন্তু বিষয়টি এমন নয়। যে কোন সময় যে কোন বিপদে বা বালঅ মসিবতে এই দোয়া পাঠ করতে হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার (উপর) কোন মুসিবত পৌঁছে, অতঃপর আল্লাহ তাকে যেরূপ নির্দেশ দিয়েছেন সেরূপ বলে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা’ অর্থ ‘আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।’ তবে আল্লাহ তার সাথে সেরূপ করবেন। (মুয়াত্তা ইমাম মালিক: ৫৪৬)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফজিলত

– و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَقَالَ كَمَا أَمَرَ اللهُ { إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ } اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَعْقِبْنِي خَيْرًا مِنْهَا إِلَّا فَعَلَ اللهُ ذَلِكَ بِهِ قَالَتْ أُمُّ سَلَمَةَ فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَ قُلْتُ ذَلِكَ ثُمَّ قُلْتُ وَمَنْ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ فَأَعْقَبَهَا اللهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَزَوَّجَهَا.

নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্নী উম্মে সালমা (রা) থেকে বর্ণিত:

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার (উপর) কোন মুসিবত পৌঁছে, অতঃপর আল্লাহ তাকে যেরূপ নির্দেশ দিয়েছেন সেরূপ বলে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা’ অর্থ ‘আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এই বিপদে বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন।’ তবে আল্লাহ তার সাথে সেরূপ করবেন। উম্মে সালমা (রা) বলেন, আবূ সালমা (রা)-এর ওফাতের পর আমি উক্ত দু’আ পাঠ করলাম, আর বললাম, আবূ সালমা (রা) হতে ভাল কে হবেন? ফলে তার পরিবর্তে আল্লাহ আমাকে তাঁর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রদান করলেন, অতঃপর তিনি আমাকে বিবাহ করেন। (মুয়াত্তা ইমাম মালিক: ৫৪৬)

হাদিসের মান: সহিহ হাদিস

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি? Inna lillahi wa inna ilayhi raji’un Bangla

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ, ইন্নালিল্লাহ অর্থ কি, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফজিলত, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন আরবী, ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন সূরার আয়াত, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা অর্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্না লিল্লাহ অর্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন মানে, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন কোন সূরার আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন সূরার আয়াত, ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন অর্থ, ইন্না লিল্লাহি অর্থ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, ইন্নালিল্লাহি অর্থ কি, ইন্নালিল্লাহ কখন পড়তে হয়

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন, ইন্না-লিল্লাহ অর্থ

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি? Inna lillahi wa inna ilayhi raji’un Bangla

inna lillahi wa inallah-e-raji’oon, inna lillahi wa inna ilayhi raji’un, inna lillahi wa inallah-e-raji’oon bangla, inna lillahi wa inna ilayhi raji’un bangla, inna lillahi wa inallah-e-raji’oon in bangla, inna lillahi wa inna ilayhi raji’un in arabic, inna lillahi wa inna ilayhi raji’un meaning, inna lillahi wa inallah-e-raji’oon in arabic, inna lillahi wa in allah-e-rajioon in arabic, inna lillahi wa inallah-e-raji’oon bangla meaning, inna lillahi wa inna ilayhi raji’un arabic, inna lillahi wa inna ilayhi raji’un in bangla

innalillahiwainnailaihirojiun bangla, innalillahiwainnailaihirojiun meaning, innalillahi wainnailaihi rojiun, innalillahiwainnailaihirojiun in arabic

বিপদ থেকে মুক্তির দোয়া ও বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া

আলহামদুলিল্লাহ অর্থ কি? Alhamdulillah meaning in Bengali

সুবহানাল্লাহ অর্থ কি ও এর ফজিলত কি? Subhanallah meaning in Bengali

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন – উইকিপিডিয়া

‘ইন্না লিল্লাহ’র বাংলা অর্থ ও উচ্চারণ – News24bd