কুফর সম্পর্কে বই pdf download

কুফর সম্পর্কে বই pdf download

বিসমিল্লাহির রহমানির রহিম, কুফর সম্পর্কিত বই সমূহের pdf ফাইল ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।

কাফের বলার মৌলনীতি – আব্দুল হামীদ আল মাদানী

কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব – আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল

কুফুরীর সংজ্ঞা ও প্রকারভেদ – সালেহ ইবনে ফাওযান আল ফাওযান

কুফুরের পরিণতি – জাকেরুল্লাহ আবুল খায়ের

কুফর কি

কুফর আরবী শব্দ। এর শাব্দিক অর্থ অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। পারিভাষিক অর্থে তাওহীদের কোন বিষয়কে অন্তরে অবিশ্বাস করা বা মুখে অস্বীকার করা বা কাজে অমান্য করা অর্থাৎ কোন বিষয়ে শিরককে অন্তরে বিশ্বাস করা বা মুখে স্বীকার করা বা কাজে বাস্তবায়ন করার নামই কুফর। কুফর প্রধানত দুই প্রকার। একটি হলো অন্তরের কুফর যা ঈমানের বিপরীত। অপরটি হলো প্রকাশ্য কুফর যা ইসলামের বিপরীত।

অন্তরের কুফর

অন্তরে যদি তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং শিরকে  পরিপূর্ণ অবিশ্বাস থাকে তবে তা ঈমান। আর যদি অন্তরে তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস না থাকে অর্থাৎ কোন শিরকে বিশ্বাস থাকে তবে তার নাম কুফর বা অন্তরের কুফর।

প্রকাশ্য কুফর

কথায় ও কাজে যদি তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন থাকে এবং শিরকের পূর্ণ অস্বীকৃতি ও অবাস্তবায়ন থাকে তবে তা ইসলাম। আর যদি কথায় বা কাজে তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি বা বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোন শিরকের স্বীকৃতি বা বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা প্রকাশ্য কুফর।

প্রকাশ্য কুফর দুই প্রকার। একটি হলো কথার কুফর আর অপরটি হলো কাজের কুফর।

কথার কুফর

কথায় যদি তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি না থাকে অর্থাৎ কোন শিরকের স্বীকৃতি থাকে তবে তা কুফর বা কথার কুফর।

কাজের কুফর

কাজে যদি তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোন শিরকের বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা কাজের কুফর।