সালাত শব্দের অর্থ কি বা সালাত কাকে বলে

সালাত শব্দের অর্থ কি, সালাত কাকে বলে, সালাত অর্থ কি, সালাত কি, সালাত শব্দের বাংলা অর্থ কি, সালাত শব্দের অর্থ কী, সালাত শব্দের আভিধানিক অর্থ কি, আরবি সালাত শব্দের অর্থ কি, সালাত অর্থ কী

সালাত-শব্দের-অর্থ-কি-বা-সালাত-কাকে-বলে

সালাত শব্দের অর্থ কি বা সালাত কাকে বলে?

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত শব্দের অর্থ কি এবং সালাত কাকে বলে।

সালাত শব্দের অর্থ কি

সালাত এর আভিধানিক অর্থ দোআ, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থে শরিয়ত নির্দেশিত ক্রিয়া-পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বা নামাজ বলা হয়, যা তাকবীরে তাহরীমা দ্বারা শুরু হয় ও সালাম দ্বারা শেষ হয়।

আবু দাউদ, তিরমিযী, দারেমী, মিশকাত হা/৩১২ পবিত্রতা অধ্যায়-৩; মুসলিম, মিশকাত হা/৭৯১ ছালাত অধ্যায়-৪, সালাতের বিবরণ অনুচ্ছেদ ১০।

নামাজ বা সালাতের বিধান

নবুয়ত প্রাপ্তির পর থেকেই নামাজ ফরজ হয়। তবে তখন নামাজ ছিল কেবল ফজর ও আছরে দু’ দু’ রাকাত করে (কুরতুবী)। যেমন আল্লাহ স্বীয় রাসূলকে বলেন,আপনি আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন সূর্যাস্তের পূর্বে ও সূর্যোদয়ের পূর্বে। (গাফির/মুমিন ৪০/৫৫; মিরআত ২/২৬৯)

আয়েশা (রাঃ) বলেন, শুরুতে নামাজ বাড়ীতে ও সফরে ছিল দু’ দু’ রাকাত করে। 

মুসলিম হা/৬৮৫; আবুদাউদ হা/১১৯৮; ফিক্বহুস সুন্নাহ ১/২১১।

এছাড়া রাসূল (ছাঃ)-এর জন্য অতিরিক্ত ছিল তাহাজ্জুদের নামাজ (ইসরা/বনু ইসরাঈল ১৭/৭৯)। সেই সাথে সাহাবীগণও নিয়মিতভাবে রাত্রির নফল নামাজ আদায় করতেন। 

মুযযাম্মিল ৭৩/২০; তাফসীরে কুরতুবী

মিরাজের রাত্রিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

মুত্তাফাক্ব আলাইহ, মুসলিম, মিশকাত হা/৫৮৬২-৬৫ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায়-২৯, ‘মিরাজ’ অনুচ্ছেদ-৬।

উক্ত পাঁচ ওয়াক্ত নামাজ হল- ফজর, যোহর, আছর, মাগরিব ও এশা। 

আবু দাউদ হা/৩৯১, ৩৯৩ ছালাত অধ্যায়-২, অনুচ্ছেদ-১।

এছাড়া রয়েছে জুম’আর ফরয ছালাত, যা সপ্তাহে একদিন শুক্রবার দুপুরে পড়তে হয়।

জুমা ৬২/৯; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/১৩৫৪, ‘জুম’আ অনুচ্ছেদ-৪২

ফিক্বহুস সুন্নাহ ১/২২৭।

সালাত শব্দের অর্থ কি বা সালাত কাকে বলে?

সালাত শব্দের অর্থ কি, সালাত কাকে বলে, সালাত অর্থ কি, সালাত কি, সালাত শব্দের বাংলা অর্থ কি, সালাত শব্দের অর্থ কী, সালাত শব্দের আভিধানিক অর্থ কি, আরবি সালাত শব্দের অর্থ কি, সালাত অর্থ কী

নামাজের নিয়ম নিয়ত ও দোয়া সমূহ. নামাজ পড়ার সঠিক নিয়ম সহীহ হাদিস

নামাজ – উইকিপিডিয়া

পবিত্র কোরআনে সালাতের ১২ অর্থ – কালের কণ্ঠ

Leave a Comment