মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া

মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, mosjide probesh er doa, masjid theke ber howar dua

মসজিদে-প্রবেশের-দোয়া-ও-মসজিদ-থেকে-বের-হওয়ার-দোয়া

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া

বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদে প্রবেশ করা ও মসজিদ থেকে বের হওয়ার একাধিক দোয়া সহীহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে। তার কয়েকটি নিম্নরূপ।

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ১

আবু উসায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে,

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্ল-হুম্মাফতাহলী আবওয়া-বা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।

আর যখন বের হবে, তখন যেন বলে,

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ: আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিং ফাযলিক।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

আবূ দাঊদ ৪৬৫, নাসায়ী ৭২৯, আহমাদ ১৬০৫৭, দারেমী ২৭৩৩, সহীহ ইবনু হিব্বান ২০৪৯, মিশকাত ৭০৩; সনদ সহীহ।

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ২

ফাতেমা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,

رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: রব্বিগফিরলী যুনুবী ওয়াফতাহলী আবওয়া-বা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।

আর যখন বের হতেন তখনও রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,

رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ

উচ্চারণ: রব্বিগফিরলী যুনূবী ওয়াফতাহলী আবওয়া-বা ফাযলিক।

অর্থ: হে আমার প্রতিপালক ! আমার পাপ সমূহ ক্ষমা করে দাও এবং তোমার অনুগ্রহের দরজাসমূহ আমার জন্য খুলে দাও।

তিরমিজি ৩১৪, মিশকাত ৭৩১; সনদ সহীহ।

মসজিদে প্রবেশের দোয়া ৩

আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন,

أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ: আউজু বিল্লা-হিল আযীম ওয়াবি ওয়াজ হিহিল কারীম, ওয়া সুলত্ব-নিহিল কদীমি মিনাশ্ শায়ত্ব-নির রজীম।

অর্থ: আমি মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সর্বদা রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী।

আবু দাউদ ৪৬৬, মিশকাত ৭৪৯, সহীহ আত তারগীব ১৬০৬; সনদ সহীহ।

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ৪

উপরোক্ত হাদিস সমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দোয়া হবে নিম্নরূপ:

أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهُ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আউযু বিল্লা-হিল আযীম ওয়াবি ওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্ব-নিহিল ক্বদীমি মিনাশ্ শায়ত্ব-নির রজীম। বিসমিল্লা-হি ওয়াস্ব স্বলা-তু ওয়াস সালা-মু আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মাফ্‌তাহলী আবওয়া-বা রহমাতিক।

আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হবে নিম্নরূপ:

بسم الله والصلاةُ والسَّلامُ عَلَى رَسُولِ اللَّهِ اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ اللَّهُم اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّحِيم

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস স্বলাতু ওয়াস সালামু আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিং ফাযলিকা আল্ল-হুম্মা আ‘সিমনী মিনাশ শায়ত্ব-নির রজীম।

মিশকাত ৭০৩, ৭৩১, ৭৪৯; সনদ সহীহ।

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া

মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া অর্থ সহ, মসজিদে প্রবেশের দোয়া আরবী, মসজিদে প্রবেশের দোয়া হাদিস, মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া আরবিতে, মসজিদে প্রবেশ ও বাহিরের দোয়া, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া আরবি, মসজিদে প্রবেশের দোয়া বাংলায়, মসজিদে প্রবেশের দোয়া বাংলা, মসজিদে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, মসজিদে ঢোকার আগে দোয়া

মসজিদ থেকে বের হওয়ার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আরবি, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়ার অর্থ, মসজিদ হতে বের হওয়ার দোয়া

mosjide probesh er doa, mosjide dhokar doya, mosjide probesh er dua, mosjide dukar dua, mosjide dhokar dua, masjid theke ber howar dua, masjid e probesh er dua, masjid e probes er dua, masjid a dukar dua, mosjid theke ber howar dua

আসতাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা. Astaghfirullah Dua Bangla meaning

রোগ থেকে মুক্তির দোয়া. Rog Theke Muktir Dua Bangla

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম. Matha bethar Dua Bangla

বাথরুমে প্রবেশ করার দোয়া ও বাথরুম থেকে বের হওয়ার দোয়া

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন যেভাবে

ইস্তেখারার দোয়া ও ইস্তেখারা নামাজের নিয়ম. Istikhara Dua

বিপদ থেকে মুক্তির দোয়া ও বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া

আলহামদুলিল্লাহ অর্থ কি? Alhamdulillah meaning in Bengali

সুবহানাল্লাহ অর্থ কি ও এর ফজিলত কি? Subhanallah meaning in Bengali

অযুর দোয়া ও ওযু করার নিয়ম কি? ওযুর ফরজ ও ওযু ভঙ্গের কারণ কয়টি?

নবিজী (সা.) মসজিদে প্রবেশ ও বের হতে যেসব দোয়া পড়তেন

মসজিদ থেকে বের হওয়ার দোয়া – News24bd.tv