পরিপূর্ণ কুফর কি এবং পরিপূর্ণ কাফের কারা?

পরিপূর্ণ-কুফর-কি।-পরিপূর্ণ-কাফের-কারা

পরিপূর্ণ কুফর কি এবং পরিপূর্ণ কাফের কারা?

বিসমিল্লাহির রহমানির রহিম; আজকে আলোচনা করব পরিপূর্ণ কুফর কি এবং পরিপূর্ণ কাফের কারা সেই সম্পর্কে। পরিপূর্ণ কুফর কি তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কুফর কত  প্রকার ও কি কি এবং কুফরের রূপ কয়টি ও কি কি। পরিপূর্ণ কাফের কি তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কাফির কত  প্রকার ও কি কি। তাই প্রথমে এই সম্পর্কে আলোচনা করব তারপর পরিপূর্ণ কুফর ও পরিপূর্ণ কাফের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।

কুফর কত প্রকার ও কি কি

কুফর দুই প্রকার। যথাঃ

১. অন্তরের কুফর

২. প্রকাশ্য কুফর

অন্তরের কুফর কি

অন্তরে যদি তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং শিরকে পরিপূর্ণ অবিশ্বাস থাকে তবে তা ঈমান। আর  যদি অন্তরে তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস না থাকে অর্থাৎ কোন শিরকে বিশ্বাস থাকে তবে তার নাম কুফর বা অন্তরের কুফর।

প্রকাশ্য কুফর কি

কথায় ও কাজে যদি তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন থাকে এবং শিরকের পূর্ণ অস্বীকৃতি ও অবাস্তবায়ন থাকে তবে তা ইসলাম। আর  যদি কথায় বা কাজে তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি বা বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোন শিরকের স্বীকৃতি বা বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা প্রকাশ্য কুফর।

কুফরের রূপ কয়টি ও কি কি

কুফর দুই প্রকার হলেও এর রূপ তিনটি। যথাঃ

১. নিফাক 

২. বাহ্যিক কুফর 

৩. পরিপূর্ণ কুফর।

আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পরিপূর্ণ কুফর যেটি কুফরের তিনটি রূপের একটি।

পরিপূর্ণ কুফর কি

যখন অন্তরের কুফর ও প্রকাশ্য কুফর উভয়ই বিদ্যমান থাকে তখন তাকে পরিপূর্ণ কুফর বলে।

কাফের কত প্রকার

কুফরের রূপভেদে কাফির তিন প্রকার।

১. মুনাফিক

২. বাহ্যিক কাফির

৩. পরিপূর্ণ কাফির

পরিপূর্ণ কাফের কাকে বলে

যার মধ্যে অন্তরের কুফর ও প্রকাশ্য কুফর উভয়ই বিদ্যমান থাকে তাকে পরিপূর্ণ কাফির বলে। 

পরিপূর্ণ কাফের কত প্রকার

পরিপূর্ণ কাফির দুই প্রকার। যথাঃ

১. স্পষ্ট কাফির

২. অস্পষ্ট কাফির

স্পষ্ট কাফের

যার কাফির হওয়াটা স্পষ্ট অর্থাৎ যে নিজেকে মুসলিম মনে করে না, নিজেকে মুসলিম দাবী করে না এবং মুসলিম হিসাবে পরিচিত নয়, অমুসলিম অর্থাৎ কাফির হিসাবে পরিচিত সেই স্পষ্ট কাফির।এক কথায় অমুসলিমরাই স্পষ্ট কাফির।

অস্পষ্ট কাফের

যার কাফির হওয়াটা অস্পষ্ট অর্থাৎ যে নিজেকে মুসলিম মনে করে, নিজেকে মুসলিম দাবী করে এবং মুসলিম হিসাবে পরিচিত, অমুসলিম বা কাফির হিসাবে পরিচিত নয় অথচ মূলত সে কাফির এমন ব্যক্তিই হচ্ছে অস্পষ্ট কাফির। এক কথায় মুসলিমদের মধ্যে যার ভেতরে কুফর বিদ্যমান সেই অস্পষ্ট কাফির।

youtube video

Similar Posts