বিসমিল্লাহির রহমানির রহিম, জসীম উদ্দীন রহমানী লিখিত বই কিতাবুস সাওম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
লেখক | জসীম উদ্দীন রহমানী |
ধরন | বিষয়ভিত্তিক তাফসীর |
ভাষা | বাংলা |
প্রকাশক | খান প্রকাশনী |
প্রকাশকাল | ২০১১ |
পৃষ্ঠা | ১১২ |
ফাইল সাইজ | ১ MB |
ফাইল টাইপ |
কিতাবুস সাওম pdf
শাহরু রামাজান। ইসলামে একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এ মাসেই রয়েছে লাইলাতুল কদর – যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসেই খুলে দেয়া হয় জান্নাতের দরজাসমূহ। বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাসমূহ। শয়তান ও দুষ্ট জীনদেরকে শেকলাবদ্ধ করা হয় এই মাসে। অসংখ্য পাপীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় রমজানে। এটি দু’আ কবুলের মাস। যিকির-আজকার, তাসবীহ-তাহলীল, তাওবা-ইস্তিগফার ও কুরআন তিলাওয়াতের মাস। সহমর্মিতার মাস। আত্মসংযমের মাস। এটি জিহাদের মাস। এ মাসেই সংগঠিত হয়েছিলো ঐতিহাসিক বদর যুদ্ধ ও মক্কা অভিযানের মতো গুরুত্বপূর্ণ জিহাদ।
এ মাসেই ফরজ করা হয়েছে সিয়াম। যা ইসলামের পঞ্চবেনার একটি। এই সিয়ামের পুরস্কার দিবেন মহান আল্লাহ (সুবঃ) নিজ হাতে। কিন্তু এই সিয়ামকে যথাযথ মূল্যায়ন করার ক্ষেত্রে রয়েছে নানান অজ্ঞতা, বিভ্রান্তি ও কুসংস্কার ও জাহালত। আবার কেউ রমজানকে বরণ করছে মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে জিনিষ-পত্রের দাম বাড়িয়ে দিয়ে। কেউবা পয়সার বিনিময়ে খতমে কুরআন, খতমে তাহলীল, খতমে খাজেগান, দুরূদে নারিয়া, দুরূদে তাজ, দুরূদে হাজারীসহ ইবাদতের নামে তৈরী করা বিভিন্ন বিদ’আতের মাধ্যমে। বিশেষ করে লাইলাতুল কদরে হাদিয়া নামক টাকার বিনিময়ে হুজুরকে দিয়ে বিভিন্ন খতম বখশানোর মাধ্যমে।
Kitabus Saum pdf
আবার কেউবা রমজানকে বরণ করছে আল্লাহর কাছে প্রার্থনা করার পরিবর্তে বিভিন্ন মাজারে, খানকায়, দরগায়, পীরের আস্তানায় গিয়ে খাজাবাবা, গাঁজাবাবা, লেংটাবাবা ও মাজার ওয়ালার কাছে প্রার্থনা করার মাধ্যমে। গরীব-দু:খী, অসহায় এতীম-মিসকীনদেরকে দান-খয়রাত করার পরিবর্তে বিভিন্ন মাজারে ওরশে ও কোটিপতি পীরদেরকে টাকা- পয়সা, গরু-ছাগল-মুরগী, আগরবাতি-মোমবাতি, শিরনী-জিলাপী দানের মাধ্যমে। আবার কেউবা ইফতার মাহফিলের নামে রাজনৈতিক কর্মসূচীর মাধ্যমে।
রমজানের সিয়াম সাধনার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সঠিক শিক্ষার অবর্তমানে সৃষ্ট এই নারকীয় পরিস্থিতি হতে মুক্তি পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে কুরআন ও সুন্নাহর দিকে। জানতে হবে সিয়ামের মূল লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে। চলতে হবে রাসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কিরাম রা. এর অনুসৃত পথে।
এই কিতাবের মাধ্যমে আমরা উপরোক্ত বিষয়গুলোই কুরআন ও সহীহ হাদীসের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। নিম্নে শাহরু রামাদান ও সিয়াম সম্পর্কে প্রয়োজনীয় মাসায়েল, ফাজায়েল ও এ মাসে করণীয়- বর্জনীয় বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।