বিসমিল্লাহির রহমানির রহিম, শায়খ আহমাদুল্লাহ লিখিত বই রমাদান প্ল্যানার (Ramadan Planner) এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
লেখক | শায়খ আহমাদুল্লাহ |
ধরন | রমজান |
ভাষা | বাংলা |
প্রকাশক | আস সুন্নাহ ফাউন্ডেশন |
প্রকাশকাল | ২০২১ |
পৃষ্ঠা | ৪২ |
ফাইল সাইজ | ১৩ MB |
ফাইল টাইপ |
১ রামাদ্বানকে ফলপ্রসূ করার জন্য রামাদ্বান প্ল্যানার তৈরি করা হয়েছে। এটা কুরআন-সুন্নাহ দ্বারা নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রামাদ্বানকে স্বার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে রামাদ্বানের আমল করতে পারেন।
২ প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে। যথা- দিনের আয়াত, দিনের হাদীস, দিনের দু’আ, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ।
রমাদান প্ল্যানার পিডিএফ
৩ প্রতিদিন একটি করে কুরআনের আয়াত, একটি হাদীস ও একটি দিনের দু’আ মুখস্থ করার জন্য দেওয়া হয়েছে। মুখস্থ করতে না পারলে কুরআন-হাদীসের উদ্ধৃতি পাঠ করে ইলম হাসিল ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অর্থসহ দু’আ পাঠ করে আল্লাহর নিকট প্রার্থনা করুন।
৪ কোন কাজটা কখন করবেন তা আপনার সময়ানুযায়ী ভাগ করে নিন। কখন আয়াত মুখস্থ করবেন, কখন হাদীস মুখস্থ করবেন, কখন দু’আ মুখস্থ করবেন তার জন্য আপনার সুবিধামত সময় নির্ধারণ করে নিন। মুখস্থ করার পরিকল্পনার অংশ হিসেবে যা মুখস্থ করবেন তা অন্যের সাথে শেয়ার করুন।
৫ দু’আর জন্য রাহে বেলায়েত, হিসনুল মুসলিম, রাসূল এর সকাল-সন্ধ্যার দু’আ ও যিক্র বইটির সহায়তা নিতে পারেন।
৬ সালাত ট্র্যাকারে দুইটি বৃত্ত থাকবে। একটি ফরয সালাতের জন্য আর একটি সুন্নাত সালাতের জন্য। পুরুষরা যদি ফরয সালাতগুলো জামা’আতের সাথে আদায় করে থাকেন, তাহলে বৃত্তের মধ্যে ডাবল ক্লিক করুন আর একাকী আদায় করলে সিঙ্গেল ক্লিক করুন
রমাদান প্ল্যানার pdf download
৭ কুরআন বুঝে পড়ার চেষ্টা করুন। তাদাব্বুর করুন। তাদাব্বুর দ্বারা উদ্দেশ্য হলো, মর্ম অনুধাবনের চেষ্টা করা।
৮ যারা কুরআন পড়তে পারেন না, তারা সম্পূর্ণ মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করুন।
৯ প্রতিদিন কুরআনুল কারীমের কিছু না কিছু অংশ বুঝে পড়ার চেষ্টা করুন।
১০ আল্লাহর গুণবাচক নামসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। অতএব প্রতিদিন কমপক্ষে আল্লাহর তিনটি গুণবাচক নাম ও তার অর্থ মুখস্থ করুন ও অনুধাবন করুন। রাসূল বলেন, “নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি সে নামগুলো মুখস্থ করবে (উপলব্ধি করবে ও ঈমান আনবে), সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম-২৬৭৭, বুখারী-২৭৩৬)
১১ পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন। আগামীকাল আপনার জন্য কী কী চ্যালেঞ্জ রয়েছে, তা আজই দেখে নিন এবং সে অনুসারে পরিকল্পনা করে আপনার দিনের আমলগুলো করে নিন। কোনো আমল সময়মত করতে না পারলে পরবর্তী সময়ে এমনকি পরবর্তী দিনে হলেও করে নিন।
১২ ইফতারের সময় দু’আ করুন এবং আযানের জবাব দিন।
Ramadan planner pdf free download
১৩ টাইম কিলার ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কমানোর পরিকল্পনা করুন। আপনি সারাদিন কতক্ষণ এবং কোন্ সময় দীনী উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন তা নির্ধারণ করুন। পারলে রামাদ্বান মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর শা’বান মাসেই পরীক্ষা করুন কতক্ষণ সময় আপনি এখাতে ব্যয় করবেন।
১৪ দৈনিক চেকলিস্টের কাজগুলো নিয়মিত করার চেষ্টা করুন। যে কাজগুলো করেছেন দিন শেষে সেগুলোতে টিক দিন।
১৫ দিনের কাজটি মনযোগ দিয়ে করুন।
১৬ রামাদ্বানের শেষ মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। ঈদের কেনাকাটায় তা যেন নষ্ট না হয়। এ জন্য কিছু কেনাকাটা থাকলে রামাদ্বান শুরুর আগেই করে ফেলুন।
১৭ পরিবারের সদস্যগণ প্যানার পূরণে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হোন। স্বয়ং আল্লাহ ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ করেছেন।