Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী

ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী Description

ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী

জাবালে নূর পাহাড়ের পবিত্র গুহাটির নাম ‘হেরা’। গুহার মধ্যে ধ্যানমগ্ন জগতের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব ‘মুহাম্মাদ’। একদিন সেই গুহায় সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম-এর আগমন ঘটে। সবচেয়ে সম্মানিত ফেরেশতা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর মহিমান্বিত আসমানী গ্রন্থ ‘আল-কুরআন’ নিয়ে আবির্ভূত হন। এই গ্রন্থ সর্বপ্রথম নাযিল হয় পবিত্র রামাদান মাসে। মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাসে।

ভালোবাসার রামাদান pdf

রামাদান, বছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আল-কুরআন যা পুরো মানবজাতির জন্য হিদায়াতের রশ্মি। এই রশ্মির ফলে আলোকিত হয়ে ওঠা পথ ধরে মানবজাতি পৌঁছাতে পারবে সাফল্যের চূড়ান্ত শিখরে। এমন আলোকবর্তিকার আবির্ভাব, নাযিল যেই মাসে, সেই মাসটা সবচেয়ে সেরা মাস হিসেবে ভূষিত হবে—এটাই তো স্বাভাবিক।

রামাদান হলো আত্মশুদ্ধির মাস। তাকওয়ার মাস। সবরের মাস। সর্বোপরি নিজেকে পরিশুদ্ধ করার মাস। এই মাসে একজন ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সালাত, যিকির, দুআ এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা চেষ্টা করে আল্লাহর প্রিয় হয়ে উঠতে। এতদিনকার নিজের কৃত পাপ আর গুনাহের সাগর থেকে উঠে আসতে বান্দা এই মৌসুমকে বসন্ত মৌসুম হিসেবে ধরে নেয়। এই মাস হলো রহমত, মাগফিরাত ও নাযাতের মাস।

এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই মাসেই অভিশপ্ত শয়তানের পায়ে শিকল পরিয়ে তাকে বন্দী করে রাখা হয়। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে-রাত হাজার মাসের চেয়েও উত্তম। যে-রাতের ইবাদাত হাজার মাসের ইবাদাতের চেয়েও শ্রেষ্ঠ। এই রাত হলো ক্বদরের রাত। যে-রাতে জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে প্রথম হেরা গুহায় মুহাম্মাদ -এর কাছে আবির্ভূত হয়েছিলেন।

ভালোবাসার রামাদান pdf download

রামাদান মাস হলো বান্দার জন্য গুনাহ মাফ করিয়ে নেওয়ার সেরা সুযোগ। আল্লাহর অধিক প্রিয় হয়ে ওঠার সুবর্ণ সময়। তাই এই মাসের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, মিনিট এবং ঘণ্টাকে খুব সতর্কতার সাথে, খুব যত্নের সাথে কাটানো উচিত। রামাদান মাসের ফযীলত নিয়ে বাংলাভাষায় বেশ বইপত্র আমরা দেখতে পাই। তবে, খুব আন্তরিকতা এবং যত্নের সাথে, প্রিয় মানুষের মতোন করে রামাদানের হাকীকত, আমল এবং আবশ্যিকতাগুলো গুছিয়ে, বুঝিয়ে বলা আছে—এমন বইপত্র একেবারে হাতেগোনা।

এক্ষেত্রে আরব বিশ্বের প্রখ্যাত দাঈ ড. আরিফ আল-কারনি হাফিজাহুল্লাহ কর্তৃক লিখিত সালাসুনা দারসান লিস-সয়িমীন বইটা নিয়ে আমরা কাজ করেছি, আলহামদু লিল্লাহ। বইটাকে ভালোবাসার রামাদান নামে বাংলাভাষী পাঠকদের জন্য অনুবাদ করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী, আমাদের রামাদানগুলোকে আরো সুন্দর, আরো স্বপ্নময় করে তুলতে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইন শা আল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রামাদানকে স্বপ্নময় করে তুলুন। রামাদানকে নিয়ে আমরা সবাই বুকের মধ্যে যে স্বপ্ন আঁকছি, তা যেন বাস্তবায়িত হয়—এই প্রত্যাশা নিরন্তর।

ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী

বই ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী

ভালোবাসার রামাদান pdf, ভালোবাসার রমাদান, ভালোবাসার রামাদান

Rate the Post

Latest Book

Latest Post

Latest Post

Scroll to Top