Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কুরআনীয় আরবি শিক্ষা pdf

কুরআনীয় আরবি শিক্ষা Pdf Book Details

কুরআনীয় আরবি শিক্ষা Pdf Book Description

কুরআন হল রাসুল (সঃ)-এর প্রাণবন্ত অলৌকিক ঘটনা। এতে জিব্রাইল (আঃ) এর মাধ্যমে আল্লাহর বাণী রাসুল (সঃ) এর কাছে প্রকাশ ব্যতীত অন্য কিছু অন্তর্ভুক্ত নাই। এতে বলা হয়েছে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, মৃত্যুর পরে আমাদের কি হবে। কুরআন আমাদের জান্নাত নামক চিরস্থায়ী পরম সুখের স্থানে নিয়ে যাবার সরল পথ প্রদর্শন করে এবং যে সমস্ত বাঁকা পথ জাহান্নাম নামক চিরস্থায়ী নরক ভোগের স্থানে নিয়ে যায় তা অনুসরণ করা থেকে আমাদেরকে সতর্ক করে দেয়। এটা যেমন ব্যক্তির জন্য তেমন রাষ্ট্রের জন্যও নৈতিক নিয়মাবলী প্রদান করে। যে কুরআনকে তার পথ প্রদর্শক করে নেয় সে বিপথে যেতে পারে না। কুরআনের পথ প্রদর্শন অগ্রাহ্য করে কেউ সমৃদ্ধি লাভ করতে পারে না।

কুরআনকে অবশ্যই আমাদের পথ প্রদর্শক ও নেতৃত্বদানকারী বানাতে হবে। আমাদের অবশ্যই এটা আরবি ভাষায় পড়ে অর্থ বুঝতে হবে ও শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও অবশ্যই শেখাতে হবে। জ্ঞান আহরণ করা প্রত্যেক মুসলিম নরনারীর কর্তব্য প্রায়ই উদ্ধৃত হাদিসে কুরআন পড়তে শেখা এই জ্ঞানের একটি অংশ। এই জ্ঞান অর্জন করতে হলে একজনের সর্বাগ্রে যা অবশ্যই প্রয়োজন তাহল ব্যবহৃত শব্দাবলি, ব্যাকরণ, রূপকালঙ্কার এবং বাগ্‌বৈশিষ্ঠ্যসহ ক্লাসিকাল (প্রাচীন কালে ব্যবহৃত) আরবি ভাষার উপর বলিষ্ঠ কর্তৃত্ব অর্জন করা।

কুরআনীয় আরবি শিক্ষা

আমাদের দেশের বেশীর ভাগ মুসলমান পরিবারে ছোট বেলাতেই ছেলে মেয়েদের কুরআন পড়া শিক্ষা দেওয়া হয়। কিন্তু আরবি ভাষার ব্যাকরণ ও শব্দার্থ শেখানো হয় না। ফলে এই ছেলেমেয়েরা কুরআনের অর্থ জানতে ও শিখতে পারে না। যে সব ছেলেমেয়েদেরকে মাদরাসায় ভর্তি করা হয় তারা ব্যতীত অন্যান্য সাধারণ লাইনে পাঠরত শিক্ষার্থীদের আর কুরআনের সঙ্গে সংশিষ্টতা থাকে না। এই সব শিক্ষার্থীরা পরবর্তিকালে উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে যায়। এদের অনেকে সারা জীবন ধরে নামায পড়লেও এবং কুরআন আবৃত্তি করলেও সূরা কির-আতের অর্থ না বুঝে মন্ত্রের মত পড়ে যায়।

ফলে কুরআনের জ্ঞান তাদের অন্তরে প্রবেশ করে না। বয়সকালে যখন বোধোদয় হয় তখন অনেকে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেন কুরআনের ভাষা শেখার জন্য। কিন্তু আমাদের দেশে এই ধরণের সাধারণ লাইনে বাংলা ইংরেজি শিক্ষায় শিক্ষিত বয়স্ক নরনারীদের আরবি ভাষা ও ব্যাকরণ শেখার জন্য উপযুক্ত কোনো আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান নাই এবং পাঠ্যক্রমও নাই। প্রবীন ব্যক্তিবর্গ স্ব-উদ্যোগে কুরআনের আরবি ভাষা শেখার প্রচেষ্টা গ্রহণ করলেও মাদরাসায় যে সব ব্যাকরণ শেখানো হয় সেগুলি এই সব বয়স্ক শিক্ষার্থীদের কাছে দুর্বোধ্য মনে হয়, ফলে অচিরেই তারা আগ্রহ হারিয়ে ফেলেন।

একবার এই প্রসঙ্গে আলোচনাকালে বিদেশে চাকরীরত আমার ছেলে প্রকৌশলী আবু সাঈদ বয়স্ক শিক্ষাক্রম হিসাবে বিদেশে ইংরেজি – আরবি ভাষায় সফলভাবে পরিচালিত এবং বহু জনপ্রিয়তা অর্জন করেছে এমন একটি পাঠ্যক্রম সম্বন্ধে উল্লেখ করে। অতঃপর অপ্রতিষ্ঠানিক বয়স্ক শিক্ষাক্রম চালু করার পরামর্শ দিয়ে সে তিনটি বই আমার কাছে পাঠিয়ে দেয়। এই পাঠ্যক্রমটির মাধ্যমে আবদুল হামিদ ওয়াহিদ নামে জনৈক লেখকের Access to Qur’anic Arabic- Text Book, Work Book এবং Selection Book শীর্ষক তিনটি পুস্তক পড়ানো হয়।

কুরআনীয় আরবি শিক্ষা pdf

উক্ত কোর্সটি পরীক্ষামূলকভাবে কর্মজীবন হতে অবসরপ্রাপ্ত কয়েকজন প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে চালু করা হলে এই বইগুলির জনপ্রিয়তা ও চাহিদা বাড়তে থাকে। এরপর বেশ কিছু শিক্ষিতা মহিলা এই শিক্ষাক্রমে অংশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন এবং ইংরেজি-আরবিতে রচিত বইগুলি বাংলা আরবি ভাষায় অনুবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন। অর্থসহকারে কুরআনের জ্ঞান অর্জন করার এই উৎসাহে সাড়া দিয়ে Access to Qur’anic Arabic- Text Book, Work Book এবং Selection Book পাঠ্যক্রমের তিনটি বই বাংলায় অনুবাদ করে বাংলাদেশে প্রকাশ করার জন্য বইটির মূল লেখক আব্দুল ওয়াহিদ হামিদ সাহেবের কাছে অনুমতি চাইলে তিনি সানন্দে অনুমতি দেন এবং এই মহতি উদ্যোগের সাফল্য কামনা করেন। অতঃপর পাঠ্যক্রমের প্রথম বইটি যথা Text Book বাংলায় অনুবাদ করে নাম দেওয়া হল : কুরআনীয় আরবি শিক্ষা।

আমরা অনেকেই ইংরেজি ও বাংলা ব্যাকরণের সংজ্ঞা ভুলে গিয়েছি। এই জন্য পাঠ্যক্রমটি সহজবোধ্য করার লক্ষ্যে মূল বইটিতে ব্যবহৃত ইংরেজি ও আরবি পরিভাষাগুলির যথাযথ বাংলা সংজ্ঞা সংযোজনীতে পরিবেশন করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বইটিতে আরবি ভাষার ব্যাকরণগত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি সংযোজনী আকারে পরিবেশন করা হয়েছে। এই বইটি সম্পাদনা করেছেন অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা প্রকৌশলী জনাব মোহাম্মাদ ইয়াহিয়া, যিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে কুরআনীয় আরবি ভাষায় জ্ঞানার্জন করেছেন এবং কুরআনীয় ব্যাকরণের একজন বিশেষজ্ঞ হিসাবে গত প্রায় ১৮/২০ বৎসর ধরে অপ্রতিষ্ঠানিক পর্যায়ে কুরআন বুঝে পড়ার শিক্ষাক্রমে দক্ষতার সঙ্গে অধ্যাপনার কাজ অব্যাহত রেখেছেন।

এই বইটি প্রণয়ন, মুদ্রণ ও পরিবেশনার কাজে প্রকৌশলী আবু সাঈদ, জনাব রুহুল আমিন ও তাঁর ধর্মনিষ্ঠ সহধর্মিণী জনাবা সালমা আমীন, মেজর (অবঃ) সৈয়দ আবদুল মান্নান, প্রকৌশলী জনাব মঞ্জুর হাসান, জনাব নুরুল হুদা, প্রকৌশলী জনাব মোহাম্মদ ইয়াহিয়া, প্রকৌশলী জনাব আবুল হুসেন, ডাক্তার তানভীর হাসান, জনাব শফিউল আলম এবং আরও অনেকে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। হাফেয আবু আহমেদ, জনাব সিদ্দিকুর রহমান এবং জনাব সাজেদুর রহমান আমাকে পান্ডুলিপি প্রণয়নে সহযোগিতা করেছেন। আমি এদের সবার কাছে এবং বিশেষ করে এই পাঠ্যক্রমটির মূল লেখক জনাব আব্দুল ওয়াহিদ হামিদ যিনি বাংলায় অনুবাদ, মূদ্রন ও প্রকাশনার অনুমতি দিয়েছেন তার কাছে কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়রুন।

কুরআনীয় আরবি শিক্ষা pdf

আল্লাহ যেন আমাদের এই নেক প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং উদ্যোগী শিক্ষার্থীগণকে এই পুস্তকের মাধ্যমে কুরআনের জ্ঞান অর্জন ও অর্থ বুঝে পড়ার প্রচেষ্টাকে সহজ করে দেন এই মোনাজাত করি। আমাদের সকলের উপর আল্লাহর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আমীন।

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ (সঃ) এর উপর, তাঁর সহধর্মিনী, বংশধর, সহচরবৃন্দ ও কিয়ামত পর্যন্ত তাঁর পদাঙ্ক অনুসরণকারীদের উপর।

কুরআন আমাদের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের সংবিধান। তাই কুরআনকে পুনঃপুন ভাল করে বুঝে পড়ে, কুরআন হতে শিক্ষা গ্রহণ করে, আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই কারণে কুরআন বুঝে পড়া আমাদের জন্য জরুরী। যেহেতু কুরআনের ভাষা আরবি, কুরআন বুঝতে হলে আরবি ভাষা জানতে হবে। আমাদের দেশের মাদরাসায় আরবি শিখানো হয়। কিন্তু যেহেতু মাদ্রাসার শিক্ষাপ্রণালী একটি দীর্ঘ মেয়াদী পাঠ্যক্রম অনুসরণ করে সেহেতু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত লোকজনের পক্ষে মাদরাসায় ভর্তি হয়ে আরবি শেখা অথবা ঐ পাঠ্যক্রম অনুসরণ করে নিজে নিজে আরবি শেখা খুব কঠিন। তাই সাধারণ শিক্ষিত লোকদের জন্য কুরআন বুঝে পড়ার সুবিধার্থে আল্লাহর বিশেষ রহমতে কুরআনীয় আরবি শেখার জন্য ইংরেজি ভাষায় আব্দুল ওয়াহিদ হামিদ কর্তৃক ৩ খন্ডে প্রণীত Access to Qur’anic Arabic শীর্ষক আলোড়ন সৃষ্টিকারী পাঠ্যক্রমটির প্রথম খন্ড (Text Book) বাংলায় প্রকাশ পেতে যাচ্ছে। এই বইটির বাংলা নাম দেওয়া হয়েছে- ‘কুরআনীয় আরবি শিক্ষা’।

কুরআনীয় আরবি শিক্ষা বই

আলোচ্য পাঠ্যক্রমটি আরবি ভাষায় কথা বলা বা অনুবাদ করা শিক্ষা দেবার জন্য প্রণীত নয়, মূলত কুরআনীয় আরবির অর্থ শেখার জন্য কুরআনীয় শব্দ, বাগ্‌বৈশিষ্ট্য ও বাক্যসমূহ ব্যবহার করে আরবি ভাষার মৌলিক ব্যাকরণ ও কাঠামো সম্বন্ধে পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। মূল ইংরেজি বই তিনটিতে ‘উসমানী মূদ্রাক্ষর’ (Uthmani Script) ব্যবহার করে আরবি লেখা হয়েছে। কিন্তু আমাদের উপমহাদেশে প্রচলিত কুরআন ‘মাযিদী মূদ্রাক্ষরে’ (Majidi Script) লিখিত বিধায় শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলায় অনূদিত এই পাঠ্যপুস্তকটির আরবিও মাযিদী মূদ্রাক্ষরে লেখা হয়েছে। উলেখ্য যে দুই ধরণের মূদ্রাক্ষরে লেখার পদ্ধতিগত কিছুটা ভিন্নতা থাকলেও উচ্চারণের বেলায় কোনো হেরফের নাই অর্থাৎ দুই পদ্ধতির মূদ্রাক্ষরের উচ্চারণ একই।

শিক্ষার্থীদের সুবিধার্থে মূল ইংরেজি বইতে যে সব ইংরেজি ও আরবি ব্যাকরণগত পরিভাষিক শব্দাবলি ব্যবহার করা হয়েছে সেগুলির কয়েকটির সংজ্ঞা ও তাদের যথাযথ বাংলা ব্যাকরণগত পরিভাষা এই বইটির শেষে সংযোজনী আকারে পরিবেশন করা হয়েছে।

আমরা মনে করি বইখানি প্রকাশিত হলে আগ্রহী শিক্ষার্থীরা যারা মাদরাসায় লেখাপড়া না করে সাধারণ লাইনে শিক্ষিত হয়েছেন এবং কোনো আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে না গিয়ে নিজে নিজে অধ্যয়ন করে (Self study এর মাধ্যমে) কুরআন পড়তে ও অর্থ বুঝতে ব্রতী হবেন তারা অবশ্যই এই বইটি অনুসরণ করে বিশেষভাবে উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই।

এই বইটি অনুবাদ, মূদ্রণ ও প্রকাশ করতে যাদের বিভিন্নভাবে সংশ্লিষ্টতা রয়েছে তাদের এবং এই বইটি অনুসরণ করে যে সব মুসলিম নরনারী উপকৃত হবেন তাদের সকলকে ইহকালে ও পরকালে আল্লাহ উপযুক্ত পুরস্কার প্রদান করুন। আল্লাহুম্মা আমীন।

কুরআনীয় আরবি শিক্ষা Pdf Writer Description

Share the Pdf Book কুরআনীয় আরবি শিক্ষা

Rate the Pdf Book কুরআনীয় আরবি শিক্ষা

Rating Summary

0.0
0.0 out of 5 stars (based on 0 reviews)
Excellent0%
Very good0%
Average0%
Poor0%
Terrible0%

Latest Reviews

There are no reviews yet. Be the first one to write one.

Latest Book