ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

ইমাম আবু হানিফা জীবনী pdf, আবু হানিফা রহঃ এর জীবনী pdf, imam abu hanifa jiboni bangla pdf, imam abu hanifa biography pdf

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম আবু হানিফা রহঃ এর জীবনী সংক্রান্ত বই এর pdf ফাইল ডাউনলোড করতে আপনার পছন্দের বইয়ের নামের নিচে DOWNLOAD লেখার উপর ক্লিক করুন; তারপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করুন।

ইমাম আবু হানিফা রহঃ ও ইলমে হাদীস – মাওলানা যুবায়ের হোসাইন

ইমাম আবু হানিফা রহঃ এর সংক্ষিপ্ত জীবনী – মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী

নাম নোমান, উপনাম আবু হানিফা। বংশনামা : “নুমান বিন সাবিত বিন যুত্বাই আল খাযায আল কুফী। তিনি কাপরের ব্যবসায়ী ছিলেন, তাই আল খাযায বলে পরিচিত এবং তিনি কুফা নগরীতে জন্মলাভ করেছেন ও সেখানে জীবন-যাপন করেছেন এজন্য আল-কুফী বলে পরিচিত। বংশগতভাবে তিনি আত্‌-তাইমী, অর্থাৎ তাঁর দাদা “যূত্বাই” রাবীয়া বংশের উপগোত্র বনী তাইমিল্লাহ বিন ছা’লাবার অধিনস্ত ছিলেন, এ সূত্রেই তিনি বংশগতভাবে আত্‌-তাইমী বলে পরিচিত।

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

জম্ন ও প্রতিপালন : বিশুদ্ধ মতে ইমাম আবূ হানীফা (রহ.) কুফা নগরীতে ৮০ হিঃ সনে জন্ম গ্রহণ করেন। তিনি কুফা নগরীতে প্রতিপালিত হন এবং জীবনের শুরুতেই তিনি গার্মন্টেস ব্যবসায় পেশা হিসাবে গ্রহণ করেন এবং সততার সাথে ব্যবসায় পরিচালনা করায় তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কাহিনী pdf. রাসুল (সাঃ) এর জীবনী গ্রন্থ pdf

শিক্ষা জীবন : ইমাম আবূ হানীফা (রহ.) জীবনের প্রাথমিক পর্যায় ব্যবসায়ী কর্মে আত্মনিয়োগ করেন, শিক্ষা-দিক্ষায় মনোনিবেশ হননি। ইমাম শা’আবী (রহ.)-এর সাথে সাক্ষাত ঘটলে তাঁর পরামর্শে তিনি শিক্ষামুখী হন। ইমাম আবূ হানীফা (রহ.) নিজেই বলেন : “আমি একদিন ইমাম শা’আবীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন, তুমি কার কাছে যাচ্ছ? আমি তাকে উস্তায সম্বোধন করে বললাম যে, আমি বাজারে যাচ্ছি। ইমাম শা’আবী (রহ.) বললেন : “তোমার বাজারে যাওয়ার কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করলাম কোন আলিমের কাছে যাচ্ছ?” জবাবে ইমাম আবূ হানীফা (রহ.) বললেন, “আসলে আলিমদের সাথে আমার যোগাযোগ খুবই কম।”

ইমাম শা’আবী (রহ.) বললেন : “না তুমি এরূপ করো না, বরং তুমি শিক্ষামুখী হও এবং আলিমদের সাথে উঠাবসা শুরু কর, কারণ আমি তোমার মাঝে ভাল আলামত দেখছি।” ইমাম আবূ হানীফা (রহ.) বলেন : ইমাম শা’আবীর এ উপদেশ আমার হৃদয়ে রেখাপাত করল, ফলে আমি বাজারে যাওয়া বন্ধ করলাম এবং জ্ঞান গবেষণামুখী হলাম। আল্লাহ তা’আলা তাঁর উপদেশের মাধ্যমে আমাকে উপকৃত করেছেন।

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

এভাবেই আবূ হানীফা (রহ.) শিক্ষা জীবন শুরু করেন। শিক্ষা জীবন শুরু করে তিনি কালাম শাস্ত্র ও তর্কবিদ্যা শিক্ষালাভ করে ভ্রান্ত মতবাদের প্রতিবাদে তর্ক সংগ্রাম চালিয়ে তার্কিক হিসাবে পরিচিতি লাভ করেন। কিন্তু এ তর্ক চর্চা কুরআন, সুন্নাহ ও ফিকাহ্ শাস্ত্রে বিঘ্নতা সৃষ্টি করলে তর্ক চর্চা বর্জন করে কুরআন, সুন্নাহ ও ফিকাহ্ চর্চায় মনোনিবেশ করেন।

হযরত আবু বকর রাঃ এর জীবনী pdf

ইমাম আবূ হানীফার (রহ.) শিক্ষকবৃন্দ : ইমাম আবু হানীফা (রহ.) ছোট বয়সে দু’একজন সাহাবীর সাক্ষাত লাভ করেন, যেমন-

আনাস বিন মালিক, কিন্তু তাদের কাছ থেকে তেমন কিছু শিক্ষা গ্ৰহণ করতে পারেননি, কারণ তিনি প্রাথমিক যুগে ব্যবসায়ী কর্মে নিয়োজিত ছিলেন, অতঃপর ইমাম শা’আবীর অনুপ্রেরণায় দ্বীন শিক্ষায় আন্তনিয়োগ করেন।৫৩ ইমাম আল ম্যিী (রহ.) ইমাম আবূ হানীফা (রহ.) যাদের কাছে শিক্ষালাভ করেছেন তাদের বর্ণনা দিতে গিয়ে মোট পঞ্চাশ জন শাইখ এর নাম উল্লেখ করেন। নিম্নে তাদের প্রসিদ্ধ কয়েক জনের নাম উল্লেখ করা হল :

১. হাম্মাদ বিন আবী সুলাইমান আল আশয়ারী (রহ.)।

২. যায়িদ বিন আলী আল হাশেমী (রহ.)।

৩. ইমাম আতা বিন আবী রাবাহ আল কারশী (রহ.)।

৪. আবদুল মালিক বিন আবিল মাখারিক আল মাসরী (রহ.)।

৫. আদী বিন ছাবিত আল আনসারী (রহ.)।

৬. ইমাম কাতাদাহ বিন দা’য়ামাহ আস সাদুসী (রহ.)।

৭. মুহাম্মদ বিন আলী আল হাশেমী (রহ.) ইত্যাদি।

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

ইমাম আবূ হানীফা (রহ.)-এর ছাত্রবৃন্দ : ইমাম আবূ হানীফা (রহ.) হতে অনেক গুণীজন দ্বীনী জ্ঞান শিক্ষা লাভ করেন। ইমাম মিথী (রহঃ ইমাম আবূ হানীফা (রহ.)-এর ছাত্রদের বর্ণনা দিতে গিয়ে সত্তর জনের নাম উল্লেখ করেন। নিম্নে তাদের প্রসিদ্ধ কয়েক জন :

১. জারীর বিন আবদুল হামীদ আল কুফী (রহ.)।

২. হাম্মাদ বিন আবী হানীফাহ আল কুফী (রহ.)।

৩. আল হাকাম বিন আব্দুল্লাহ আল বালখী (রহ.)।

৪. ইমাম আব্দুল্লাহ বিন মুবারক আল হানযালী (রহ.)।

৫. ইমাম মুহাম্মদ বিন হাসান আশ্শায়বানী (রহ.)।

৬. ইমাম নূহ বিন আবী মারয়াম আল মারওয়াযী (রহ.)।

৭. ইমাম ইয়াকুব বিন ইবরাহীম আবূ ইউসূফ আল কাযী (রহ.) ইত্যাদি।

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

জ্ঞান গবেষণায় ইমাম আবূ হানীফা (রহ.) : ইমাম কাবীসাহ বিন উকবাহ (রহ.) বলেন : “ইমাম আবূ হানীফা (রহ.) প্রথম পর্যায়ে তর্কবিদ্যায় পারদর্শী হয়ে বিদ’আতী বাতিল পন্থীদের সাথে তর্কে লিপ্ত হন, এভাবে তিনি অপ্রতিদ্বন্দ্বী তার্কিকে পরিণত হন। অতঃপর তিনি তর্কচর্চা বর্জন করে ফিকাহ্ ও সুন্নাহ চর্চায় লিপ্ত হন এবং একজন ইমামে পরিণত হন।

হযরত ওমর রাঃ এর জীবনী pdf. Hazrat Umar er jiboni Bangla pdf

ফিকাহ্ শাস্ত্রে ইমাম আবূ হানীফা (রহ.) : ফিকাহ্ শাস্ত্রে আবূ হানীফা (রহ.)-এর অবস্থান ও অবদান সম্পর্কে বলার অপেক্ষা রাখেনা, কারণ তিনি ফিকাহ্ শাস্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ইমাম সাহেবের অন্যতম ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনু মুবারক (রহ.) বলেন, “ইমাম আবূ হানীফা (রহ.) স্বীয় যুগে ফিকাহ্ শাস্ত্রে অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি ছিলেন”।” তিনি সমযুগে প্রসিদ্ধ তাবেঈ যেমন- আত্বা বিন রাবাহ, নাফি, মাওলা ইবনু ওমার ও কাতাদাহ প্রভৃতি তাবেঈদের (রাহিমাহুমুল্লাহ) হতে ফিকাহ্ শাস্ত্রে পশুত্ব অর্জন করেন।৫৭ তাঁর হতেও অসংখ্য জ্ঞানপিপাসু ফিকাহ্ শাস্ত্ৰ শিক্ষা লাভ করেন। তাবে ফিকাহ্ শাস্ত্রে ইমাম সাহেবের উল্লেখযোগ্য কোন রচিত গ্রন্থ পাওয়া যায় না।

উল্লেখ্য যে, ইমাম আবূ হানীফা (রহ.) ফিকাহ্ শাস্ত্রে পাণ্ডিত্ব অর্জন করেন এবং বহু জ্ঞান পিপাসুকে ফিকাহ্ শিক্ষাদান করেন, কিন্তু প্রচলিত সমাজে যেমন- ইমাম সাহেবের বরাত দিয়ে প্রকাশ্য হাদীসকে বর্জন করে ফিকাকে প্রাধান্য দেয়া হয়। ইহা কখনও ইমাম সাহেবের স্বভাব নয় এবং মাযহাবও নয়। “সুন্নাতে রাসূল অনুসরণে ইমাম আবূ হানীফা (রহ.)-এর অবস্থান” পরিচ্ছেদে আমরা এ বিষয়টি প্রমাণসহ আলোকপাত করব ইন্‌শাআল্লাহ।

ইমাম আবু হানিফা জীবনী pdf. Imam Abu Hanifa Jiboni Bangla pdf

ইমাম আবু হানিফা জীবনী pdf, আবু হানিফা রহঃ এর জীবনী pdf, imam abu hanifa jiboni bangla pdf, imam abu hanifa biography pdf

আবু হানিফা

ইমাম আবু হানিফা (রা.) জীবন ও কর্ম: আবুল হাসানাত কাসিম

ইমাম আবু হানিফা রহঃ ও ইলমে হাদীস – মাওলানা যুবায়ের হোসাইন

ইমাম আবু হানিফা রহঃ এর সংক্ষিপ্ত জীবনী – মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী

Similar Posts