সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ pdf – ইমাম গাজ্জালী

বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম গাজ্জালী লিখিত বই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ pdf

লেখকইমাম গাজ্জালী
ধরনআহকাম
ভাষাবাংলা
প্রকাশকমোহাম্মদী লাইব্রেরী
প্রকাশকাল২০০১
পৃষ্ঠা১৪৯
ফাইল সাইজ৭ MB
ফাইল টাইপPDF

আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মুসলমানদের একটি অন্যতম ধর্মীয় কর্তব্য! হক্কানী ওলামায়ে কেরাম ও মুসলিম ধর্মতত্ত্ব বিদগণ বিভিন্ন উপায়ে এই আদেশ ও নিষেধের উপর আমল করিতেছেন। তাছাড়া দাওয়াত ও তাবলীগের নামে পৃথিবীর প্রায় সকল দেশে উহার উপর আমল হয়েছে।

সাধারণভাবে মনে করা হয়- মানুষকে সত্য, কল্যাণ ও দ্বীনের পথে আহ্বান করার নামই “সৎ কাজের আদেশ” এবং পাপ, অকল্যাণ ও গোমরাহীর পথ থেকে বিরত থাকতে বলার নামই “অসৎ কাজের নিষেধ”। অথচ ইসলামের এই মৌলিক ও গুরুত্বপূর্ণ আমলটির আরো কোন ব্যাখ্যা-বিশ্লেষণ আছে কিনা এবং এই কার্যক্রমটি বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন নীতিমালা ও দিক নির্দেশনা আছে কিনা, এই বিষয়ে আমাদের সকলের ধারণা অত্যন্ত সীমিত।

“সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” এর উপর আমল করার যোগ্য ব্যক্তিকে এই কাজের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যের অধিকারী হওয়া আবশ্যক, এই কাজের ক্ষেত্র ও সীমা কতটুকু, কোন্ কোন্ ক্ষেত্রে এই কাজ ক্ষতিকর ও নিষিদ্ধ – ইত্যাদি সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রশ্নের প্রামাণিক জবাবসম্বলিত এই কিতাবটি ইমাম গায্যালীর এক অমূল্য অবদান। এই বিষয়ের উপর কোরআন-হাদীসের দলীলসহ এমন যুক্তিপূর্ণ ও বিশ্লেষণাত্মক কিতাব ইমাম গায্যালীর আগে বা পরে অপর কেহ রচনা করিয়াছে বলিয়া আমাদের জানা নাই।

সুতরাং কোন প্রকার অতিশয়োক্তি না করিয়াই বলা চলে- সংশ্লিষ্ট প্রঙ্গের উপর ইহাই সর্বকালের সেরা কিতাব! ইতিপূর্বে ভারতের প্রখ্যাত আলেম হযরত মাওলানা নামীদ আল ওয়াজেদী মূল শীরোনামে এই কিতাবটির উর্দু তরজমা করেন। আমরা উর্দু হইতে বাংলায় তরজমা করিয়া কিতাবটির নাম দিয়াছি “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ”।

সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ pdf