বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ।
সূচিপত্র
Toggleরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা
অর্থ: হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
মহান আল্লাহ বলেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
সূরা বনী ইসরাইল আয়াত নং ২৩ – ২৪
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা কখন পড়তে হয়
“রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা” দোয়াটি কুরআনী দোয়া তাই এটি নামাজের সিজদায় পড়া যাবে না! দোয়ায়ে মাসুরার পর সালাম ফিরানোর পূর্বে পড়া উত্তম। এছাড়াও যেকোন সময় এটি পড়া যায়।
অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আরবি বাংলা অর্থসহ
আজানের জবাব ও আযানের দোয়া. Azaner Jobab & Dua
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ. Ayatul Kursi Bangla
আসতাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা. Astaghfirullah Dua Bangla