Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ফি আমানিল্লাহ অর্থ কি? Fi Amanillah meaning Bangla

ফি আমানিল্লাহ অর্থ কি? Fi Amanillah meaning Bangla Info

Join us on Telegram

ফি আমানিল্লাহ অর্থ কি? Fi Amanillah meaning Bangla Description

ফি-আমানিল্লাহ-অর্থ-কি-Fi-Amanillah-meaning-Bangla

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফি আমানিল্লাহ অর্থ কি, ফি আমানিল্লাহ কখন বলতে হয় বা কেন বলা হয়, ফি আমানিল্লাহ এর জবাব বা এর উত্তরে কি বলতে হয়, ফি আমানিল্লাহ বলা যাবে কি।

ফি আমানিল্লাহ অর্থ কি

ফি আমানিল্লাহ ‘في أمان الل’ একটি আরবি শব্দগুচ্ছ, যা দুইটি শব্দ দ্বারা গঠিত। প্রথম শব্দ ফি হলো একটি অব্যয়, যার অর্থ ‘তে’ বা ‘য়’। দ্বিতীয় শব্দ আমানিল্লাহ এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তা। অতএব ফি আমানিল্লাহ অর্থ হলো আল্লাহর নিরাপত্তায়।

পারিভাষিক অর্থে ফি আমানিল্লাহ মানে হচ্ছে ‘আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম’।

ফি আমানিল্লাহ কখন বলতে হয় বা কেন বলা হয়

ফি আমানিল্লাহ মানে হচ্ছে ‘আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম’। কারো জন্য ফি আমানিল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে তার জন্য আল্লাহর নিরাপত্তা কামনা করা বা আল্লাহর নিকটে প্রার্থনা করা যে, তিনি যেন ব্যক্তিটিকে নিরাপত্তা দান করেন বা নিরাপদে রাখেন। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কারও জন্য দোয়া করতে উক্ত কথাটি বলা হয়ে থাকে। তার কয়েকটি নিচে উল্লেখ করছিঃ-

কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করতে ফি আমানিল্লাহ বলা হয়।

সফরে যাচ্ছে বা নিজ ঠিকানায় ফিরে যাচ্ছে এমন কাউকে বিদায় জানানোর সময় দোয়া করতে ফি আমানিল্লাহ বলা হয়।

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে ফি আমানিল্লাহ বলা হয়।

ফি আমানিল্লাহ কথাটি অর্থগত দিক থেকে সুন্দর, ভালো। তাই কারো জন্য দোয়া করতে কথাটি বলা যাবে কিন্তু সুন্নাত মনে করা যাবে না বা সুন্নাত মনে করে বলা যাবে না। কারন রাসুল সঃ এবং তার সাহাবীরা এমনটি বলেননি। কোন সহীহ হাদিস দ্বারা তা সাব্যস্ত নয়। অতএব ফি আমানিল্লাহ বলা যাবে কিন্তু সেটা সুন্নাত হবে না। আর আমাদের উচিত সুন্নাত মোতাবেক আমল করা। তাই ফি আমানিল্লাহ না বলে রাসুল সঃ যে দোয়া শিক্ষা দিয়েছেন তা পাঠ করা আমাদের জন্য বেশি কল্যাণকর। যে সকল ক্ষেত্রে বেশি পরিমাণ ফি আমানিল্লাহ বলা হয় সে সকল ক্ষেত্রে রাসুল সঃ কি দোয়া পাঠ করতেন তা নিচে দেয়া হলোঃ-

১. কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া

আল্লাহুম্মাকছির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্বিল ওমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাক্বতাহু।

হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান ও বয়স বেশি করে দিন। আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন।

সিলসিলা সহিহা

২. সফরে যাচ্ছে বা নিজ ঠিকানায় ফিরে যাচ্ছে এমন কাউকে বিদায় জানানোর দোয়া

আসতাওদি‘উল্লা-হা দীনাকুম ওয়া আমা-নাতাকুম ওয়া খাওয়া-তীমা আ‘মা-লিকুম।

আমি আপনার বা আপনাদের দ্বীন ও আমানত সমূহ এবং শেষ আমল সমূহকে আল্লাহর হেফাযতে ন্যস্ত করলাম।

তিরমিযী, আবুদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/২৪৩৫।

এছাড়া নিম্নোক্ত দোয়াটিও পড়া যায়

ফী হিফযিল্লাহ ওয়া ফী কানাফিল্লাহ।

আল্লাহর হেফাযতে ও তাঁর রহমতের ছায়া তলে।

দারেমী হা/২৬৭১, ২৭১৩

৩. অসুস্থ ব্যক্তির জন্য দোয়া

লা-বাসা তুহুরুন ইংশা-আল্লহ

ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এ রোগ তোমার পবিত্র হবার কারণ হয়ে দাঁড়াবে।

বুখারী ৩৬১৬, ৫৬৫৬, ৫৬৬২, মিশকাত ১৫২৯

ফি আমানিল্লাহ এর জবাব বা এর উত্তরে কি বলতে হয়

ফি-আমানিল্লাহ এর কোন জবাব নেই। ফি আমানিল্লাহ এর অর্থ হল আল্লাহর নিরাপত্তায়। তাই এখানে ফি আমানিল্লাহ বলার পর কোন ধরনের জবাব দিতে হবে না।

ফি আমানিল্লাহ আরবি

في أمان الل

ফি আমানিল্লাহ ইংরেজি বানান

Fi Amanillah

Similar Posts

Related posts

Latest Tafsir

Latest Book

Scroll to Top