Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তাসাউফ ও আত্মশুদ্ধি pdf

তাসাওউফ ও আত্মশুদ্ধি Pdf Book Details

তাসাওউফ ও আত্মশুদ্ধি Pdf
লেখক আল্লামা তকী উসমানী
ধরণ আত্মশুদ্ধি
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবাতুল আশরাফ
প্রকাশকাল এপ্রিল ২০২২
পৃষ্ঠা ৩৯৫
ফাইল সাইজ ৫২.৬ MB
ফাইল টাইপ PDF

তাসাওউফ ও আত্মশুদ্ধি Pdf Book Description

তাসাউফ ও আত্মশুদ্ধি বই pdf free download. Tasauf o Attoshuddhi pdf

বেশ কয়েক বছর আগের কথা। শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম বাংলাদেশ সফরে এসেছেন। সন্ধ্যায় হাঁটতে গেলেন ঢাকার একটি পার্কে। এসময় আমাদের এক সাথী আমাকে দেখিয়ে হযরতকে বললেন, ‘হযরত! আমাদের হাবীব ভাই তার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ থেকে আপনার সফরনামাসহ অনেক কিতাবের খুবই উন্নত বঙ্গানুবাদ প্রকাশ করেছেন। মাশাআল্লাহ সারাদেশের উলামায়ে কেরাম এ সকল কিতাবকে খুবই পছন্দ করছেন।

হযরত একথা শুনে খুব দু’আ দিলেন। সেসময় থেকেই হযরতের সাথে সম্পর্ক আরো মজবুত হলো। এ সফরেই অথবা অন্য কোন সফরে আমি হযরতকে জিজ্ঞাসা করেছিলাম, এ পর্যন্ত হযরতের যত কিতাবের অনুবাদ প্রকাশ করা হয়েছে সেগুলো ছিলো আমাদের নির্বাচন, হযরতের দৃষ্টিতে কোন্ কিতাবের অনুবাদ হলে এদেশের সাধারণ মুসলমানের জন্য বেশি উপকারী হবে? হযরত সামান্য সময় চিন্তা করে উত্তর দিলেন, আমার মতে ‘আসান নেকীয়া’ ও ‘ইসলাহী খুতবাত’-এর অনুবাদ সাধারণ লোকদের জন্য বেশী উপকারী হবে।

তাসাউফ ও আত্মশুদ্ধি pdf

হযরতের এ পরামর্শের পর থেকেই আমরা হযরতের খুতবাত অনুবাদ করার পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু মূল খুতবাত গভীরভাবে পর্যবেক্ষণ করার পর আমার মনে হলো, এসকল বয়ানকে যদি বিষয়ভিত্তিক সাজানো যেতো তাহলে সাধারণ মানুষের জন্য এ কিতাব থেকে উপকৃত হওয়াটা তুলনামূলক সহজ হতো।

এ চিন্তা থেকেই আমাদের কয়েকজন অনুবাদক বন্ধুকে খুতবাতসমূহ বিষয়ভিত্তিক বিন্যস্ত করতে বলি। কেউ কেউ কিছু কিছু কাজ করলেও তাকে পরিপূর্ণতায় পৌঁছানো হয়ে ওঠেনি। ইতোমধ্যে আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে পাকিস্তানের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইদারায়ে ইসলামিয়্যাত’-এর তত্ত্বাবধানে জনাব মাওলানা ওয়ায়েস সরওয়ার ছাহেব, হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুমের সকল উর্দু রচনা হতে সাধারণ মুসলমানের জন্য উপকারী বিষয়সমূহ এবং ইসলাহী বয়ানসমূহ বিষয়ভিত্তিক বিন্যস্ত করেন এবং আপাতত চৌদ্দ খণ্ডে তা প্রকাশ করেন।

এ কিতাবের প্রথম খণ্ড : ইসলামী আকীদা বিষয়ক, দ্বিতীয় খণ্ড : ‘ইবাদাত-বন্দেগী-এর স্বরূপ’, তৃতীয় খণ্ড : ‘ইসলামী মু’আমালাত’, চতুর্থ খণ্ড : ‘ইসলামী মু’আশরাত’, পঞ্চম খণ্ড : ইসলাম ও পারিবারিক জীবন’, ষষ্ঠ খণ্ড : ‘তাসাওউফ ও আত্মশুদ্ধি’, সপ্তম খণ্ড : ‘মন্দ চরিত্র ও তার সংশোধন’, অষ্টম খণ্ড : উত্তম চরিত্র ও তার ফযীলত’, নবম খণ্ড : ‘ইসলামী জীবনের সোনালী আদাব’,

তাসাউফ ও আত্মশুদ্ধি বই pdf free download

দশম খণ্ড : দৈনন্দিন জীবনের সুন্নাত ও আদাব’, একাদশ খণ্ড : ইসলামী মাসসমূহের ফাযায়েল ও মাসায়েল’, দ্বাদশ খণ্ড : সীরাতুন্নবী ও আমাদের জীবন’, ত্রয়োদশ খণ্ড : “উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য’ এবং চতুর্দশ খণ্ড : ইসলাম ও বর্তমানকাল’ সম্পর্কে। গ্রন্থনাকালে হযরত মাওলানা ওয়ায়েস সরওয়ার ছাহেব এমন কিছু বিশেষ খেদমত আঞ্জাম দিয়েছেন যাতে কিতাবের মান আরো উন্নত হয়েছে।

ক. তিনি সকল কুরআনী আয়াতের সূরার নাম উল্লেখপূর্বক আয়াত নম্বর লাগিয়েছেন।

খ. সকল আয়াত ও হাদীসে হরকত লাগিয়েছেন।

গ. হাদীসসমূহের ক্ষেত্রে কিতাবের নাম, পৃষ্ঠা ও হাদীস নম্বর দিয়েছেন।

ঘ. এ সংকলনে এমন অনেক খুতবা আছে যা পূর্বে ছাপা হয়নি।

আল্লাহপাক তাঁকে উত্তম বিনিময় দান করুন।

Tasauf o Attoshuddhi book pdf download

আমরা সবগুলো খণ্ডই অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ! প্রথম খণ্ড : ‘ইসলামী আকীদা-বিশ্বাস’, দ্বিতীয় খণ্ড: ইবাদাত-বন্দেগী : হাকীকত ফযীলত ও আদব’ তৃতীয় খণ্ড : ‘ইসলামী মু’আমালাত’ চতুর্থ খণ্ড : ‘ইসলামী মু’আশারাত’ এবং পঞ্চম খণ্ড : ইসলাম ও পারিবারিক জীবন’ নামে পূর্বেই প্রকাশিত হয়ে সম্মানিত পাঠকের ভূয়সী প্রসংশা কুড়িয়েছে। আমাদের বর্তমান আয়োজন এ ধারারই ষষ্ঠ খণ্ড : ‘তাসাওউফ ও আত্মশুদ্ধি প্রকাশিত হচ্ছে। আল্লাহপাক অবশিষ্ট খণ্ডসমূহও দ্রুত প্রকাশ করার তাওফীক দান করুন।

আমরা আমাদের সামর্থ অনুযায়ী এ গ্রন্থকে ত্রুটিমুক্ত ও সর্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করেছি। তারপরও কোন ভুল-ত্রুটি (বিশেষত হরকতের ভুল) থেকে যাওয়া বিচিত্র নয়। যদি কারো দৃষ্টিতে কোন অসংগতি ধরা পড়ে, তাহলে আমাদেরকে অবগত করলে ইনশাআল্লাহ পরবর্তি সংস্করণে সংশোধন করে নিবো।

আমাদের ধারণা উলামা-তলাবা, খতীব-ইমাম, ওয়ায়েয ও সাধারণ মুসলমানসহ সকলের জন্য এ গ্রন্থ অতীব উপকারী হবে ইনশাআল্লাহ। এ গ্রন্থ প্রকাশে অনেকেই অনেকভাবে আমাদের সহযোগিতা করেছেন। আল্লাহপাক তাঁদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। এবং মূল গ্রন্থকার, সংকলক, অনুবাদক ও প্রকাশক, পাঠকসহ সকলের জন্য নাজাতের উসীলা বানান। আমীন! ইয়া রাব্বাল আলামীন।

তাসাউফ ও আত্মশুদ্ধি – আল্লামা তকী উসমানী

তাসাওউফ ও আত্মশুদ্ধি Pdf Writer Description

নাম : মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী ইবনে হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী সাহেব (রহ), মুফতী আযম, পাকিস্তান ও প্রতিষ্ঠাতা, জামিয়া দারুল উলূম করাচী।

জন্ম : ৫ শাওয়াল ১৩৬২ হিজরী, মোতাবেক অক্টোবর ১৯৪৩ ঈসায়ী।

শিক্ষা : (ক) দাওরা-ই হাদিস, দারুল উলূম করাচী থেকে ১৩৭৯ হিঃ মোতাবেক ১৯৬০ ঈসায়ী। (খ) ফাযেলে আরবি, ১৯৫৮ সালে পাঞ্জাব বোর্ড থেকে মেধা তালিকার শীর্ষে। (গ) বি, এ, করাচি ইউনিভার্সিটি থেকে ১৯৬৪ ঈসায়ী। (ঘ) এল, এল, বি, করাচি ইউনিভার্সিটি থেকে ১৯৬৭ ঈসায়ী মেধা তালিকার শীর্ষে। (ঙ) এম, এ আরবী, পাঞ্জাব ইউনিভার্সিটি হতে ১৯৭০ সালের মেধা তালিকার শীর্ষে।

শিক্ষকতা : হাদীছ শরীফ ও ফিকাহ সহ অন্যান্য ইসলামী উলূম শিক্ষাদান ১৯৬০ ঈসায়ী থেকে অদ্যাবধি, দারুল উলূম করাচী।

সাংবাদিকতা : মাসিক আল বালাগ (উর্দু) সম্পাদনা ১৯৬৭ থেকে অদ্যাবধি মাসিক আল বালাগ (ইংরেজি) সম্পাদনা ১৯৮৯ থেকে অদ্যাবধি। নিয়মিত কলামিস্ট, দৈনিক জঙ্গ (করাচি)।

পদ ও দায়িত্ব : ভাইস প্রিন্সিপাল, দারুল উলূম করাচী ১৯৭৬ থেকে। তত্ত্বাবধায়ক, রচনা ও প্রকাশনা বিভাগ, দারুল উলূম করাচী। বিচারপতি, শরয়ী আদালত, পাকিস্তান সুপ্রিম কোর্ট। ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক ফিকহ একাডেমী জেদ্দা সৌদি আরব। বিভিন্ন ইসলামী ব্যাংকের শরয়ী তত্ত্বাবধায়ক বোর্ডের সদস্য।

সিন্ডিকেট সদস্য, করাচি ইউনিভার্সিটি।

Share the Pdf Book তাসাওউফ ও আত্মশুদ্ধি

Rate the Pdf Book তাসাওউফ ও আত্মশুদ্ধি

Related posts

Scroll to Top