মুক্ত বাতাসের খোঁজে বই pdf download. Mukto Bataser Khoje: এই পিডিএফ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। এর জন্য ভুলেও কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। এই পিডিএফ ছাড়া অন্য যেসব পিডিএফ আছে বা হবে সেগুলোর ব্যাপারে কোন অনুমোদন নেই, এবং এগুলো আমাদের না জানিয়ে, বিনা অনুমতিতে ছাড়া হয়েছে বা হবে।
পিডিএফ তো পড়বেন অবশ্যই, কিন্তু যারা লস্ট মডেস্টির কাজ সাপোর্ট করেন তারা বই কেনার মাধ্যমে আমাদের পথচলা সহজ করতে পারবেন, যাতে করে আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ।
মুক্ত বাতাসের খোঁজে pdf
আমাদের জন্য প্রচুর দু’আ করবেন। আমরা যেন রিয়া মুক্ত থেকে সকল মিথ্যে মাবুদের গোলামি ছেড়ে এক আল্লাহর দ্বীনের খেদমত করে যেতে পারি আজীবন। অনুরোধ থাকবে পিডিএফটি বেশি বেশি শেয়ার করার। আপনি যদি আপনার দশ জন বন্ধুকে এই পিডিএফ এর ব্যাপারে জানান তাহলে ইনশা আল্লাহ বাংলার প্রত্যেক পর্ন মাস্টারবেশনে আসক্তদের হাতে একদিন এই বই পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। “মুক্ত বাতাসের খোঁজে” – এর দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে। অল্প সময়ে বইটি গ্রহণযোগ্যতা পেয়েছে। বইটির প্রথম সংস্করণের ব্যাপারে পাঠকদের যে আগ্রহ ও চাহিদা দেখা গেছে, তা আমাদের ধারণাতীত ছিল। তবে এসবই শত সহস্র মাইল যাত্রার প্রথম কয়েক কদম কেবল। ঐক্যবদ্ধ সামাজিক প্রচেষ্টা ছাড়া পর্নোগ্রাফি নামক নীরব মহামারির মোকাবেলা প্রায় অসম্ভব। তাই আমরা আশা করি “মুক্ত বাতাসের খোঁজে” – এর বার্তাটি সাধ্যমত পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পাঠক সাধ্যমত চেষ্টা করবেন, আর নিঃসন্দেহে সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।
প্রথম সংস্করণের বেশ কিছু বানান ও মুদ্রণজনিত ভুল এ সংস্করণে সংশোধন করা হয়েছে। যোগ করা হয়েছে কিছু রেফারেন্স। এছাড়া পাঠক ও শুভানুধ্যায়ীদের পরামর্শ অনুযায়ী পৃষ্ঠাসজ্জা ও বিন্যাসগত কিছু পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী ও সাইয়্যিদ মুহাম্মাদ এর ওপর, তাঁর পরিবারের ওপর, তাঁর সাহাবিগণের ওপর।