বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম আহমদ ইবনে হাম্বল রহ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ মুসনাদে আহমাদ এর সব খন্ড এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
সূচিপত্র
Toggleমুসনাদে আহমদ ইসলামিক ফাউন্ডেশন pdf
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মুসনাদে আহমদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
মুসনাদে আহমাদ বাংলাদেশ ইসলামিক সেন্টার pdf
বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত মুসনাদে আহমদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
হাদীসে রাসূল (সা) সংগ্রহ ও সংরক্ষণের জন্য যে সকল শ্রদ্ধেয় ইমাম প্রাণান্ত পরিশ্রম করে গেছেন; ইমাম আহমদ ইবনে হাম্বল (র) (মৃ. ৮৫৫ খ্রি.) তাদের মধ্যে অন্যতম; হাদীসের এই মুজতাহিদ হাদীসের শরীয়তী মাসআলা-মাসায়েল সংগ্রহ অপেক্ষা প্রিয় রাসূল (সা)-এর হাদীস যাতে সঠিক অবস্থায় সংরক্ষণ করা যায়; এ ব্যাপারে দৃষ্টি দেন; সুতরাং হাদীস সংকলনের ক্ষেত্রে তিনি বিষয়ভিত্তিক বিন্যাস না করে বরং বর্ণনাকারী তথা সাহাবায়ে কিরাম (রা)-এর নাম অনুসারে হাদীস সন্নিবেশ করেছেন; ফলে একই সাহাবী বর্ণিত বিভিন্ন বিষয়ক হাদীস সংশিষ্ট সাহাবী (রা)-এর শিরোনামেই সংকলন করা হয়েছে এবং এর বিপরীতে একই বিষয়ের হাদীস বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হওয়ায় ভিন্ন ভিন্ন শিরোনামে সংকলিত হয়েছে। আটাশ কিংবা উনত্রিশ হাজার হাদীসের বিশাল এক সংকলন ‘মুসনাদে আহমদ’-যাকে ইলমে হাদিসের বিশ্বকোষও বলা হয়।
পরবর্তীতে আহমদ ইবনে আবদুর রহমান ইবন মুহাম্মদ আল-বান্না (র) আহমদ ইবনে হাম্বল (র)-এর মুসনাদকে অপরাপর সহীহ হাদীস সংকলনের ন্যায় বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করেন এবং এর নামকরণ করেন ‘আল-ফাতহুর রাব্বানী ফী তারতীবি মুসনাদি আল-ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শায়বানী; মুসনাদে আহমদের এ সংস্করণটি ‘আল-ফাতহুর রাব্বানী’ নামে সমধিক পরিচিত; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে সিহাহ সিত্তাহ ভুক্ত হাদীস গ্রন্থগুলোর বাংলায় অনুবাদ করে সুধী পাঠকবর্গের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে; এরই ধারাবাহিকতায় ‘মুসনাদে আহমদ’ অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং এ ক্ষেত্রে সম্মানিত পাঠকবৃন্দের চাহিদার কথা বিবেচনায় এনে ফাতহুর রাব্বানী’কেই বেছে নেয়া হয়-যাতে পাঠক ও গবেষকগণ এর দ্বারা উপকৃত হতে পারেন।