বিসমিল্লাহির রহমানির রহিম, গোলাম আহমাদ মোর্তজা লিখিত ইতিহাস গ্রন্থ ইতিহাসের ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | গোলাম আহমাদ মোর্তজা |
| ধরণ | ইতিহাস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | মদীনা পাবলিকেশান্স |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৪৪১ |
| ফাইল সাইজ | ১৫ MB |
| ফাইল টাইপ |
ইতিহাসের ইতিহাস pdf: ভূমিকা সাধারণত গ্রন্থকারকেই লিখতে হয়। যদি বলি রাতেস্বপ্ন দেখলাম একজন আমায় বলছেন- ‘আমি একটা নতুন ইতিহাস তোমায় বলছি তুমি লিখেনাও আমি তাই ‘লিখে ফেললাম। কিছু প্রশ্নও করেছিলাম, যেমন আমাদের দেশের খ্যাতনামা ঐতিহাসিকগণ যে তথ্য দিয়েছেন আপনার সঙ্গে তার যে অনেক অমিল। শ্রী বিনয় ঘোষকে আমরা তো শ্রদ্ধাই করি তাঁর প্রতিভার জন্য। কিন্তু আপনি যা বলছেন তাতে তাঁর ওপর পাঠক-পাঠিকাদের মন অপ্রসন্ন হয়ে উঠবে না কি? Itihaser Itihas pdf
ইতিহাসের ইতিহাস pdf
উত্তরে তিনি বললেন, “বিনয় ঘোষ যে পণ্ডিত ও ইতিহাসজান্তা অধ্যাপক, ধর তা মেনেই নিলাম কিন্তু সরকারের তরফ হতে তাঁকে ঐ ইতিহাস লেখানো হয়েছে, তিনি স্বাধীনভাবে লিখতে পারেননি। প্রমাণস্বরূপ ঐ “ভারতজনের ইতিহাস”-এর ভূমিকায় সাত পৃষ্ঠায় তিনি লিখেছেন, “ভারতজনের ইতিহাস” উচ্চ ঐ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাঠ্য বই। পাঠ্য বই মাত্রেরই কতকগুলো বাঁধা ধরা নিয়ম মেনে চলতে হয়, লেখক সম্পূর্ণ স্বাধীনভাবে লিখতে পারেননি। এই সব নিয়মের বন্ধন মেনে এবং নির্দিষ্ট পাঠ্যবস্তুর মধ্যে আবদ্ধ থেকে যতদূর সম্ভব এই ইতিহাস রচনা সুখপাঠ্য, সহজবোধ্য ও আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের ইতিহাস pdf download
পাঠ্য বইয়ের বন্ধনের ইতিহাসের জন্য হয়তো সম্পূর্ণ সার্থক হয়নি, কিন্তু মনে হয় কিছুটা হয়েছে..।” তা হলে ১৯৬২ খ্রিস্টাব্দে নভেম্বর মাসের প্রথম সংস্করণের ভূমিকায় তাঁর এই উক্তিই প্রমাণ করে যে, সরকারের আদেশ মত তাঁর ইচ্ছার বিরুদ্ধেই তাঁকে লিখতে হয়েছে এই ইতিহাস। তাই তাঁর মতেও খাঁটি সত্য ও প্রকৃত তথ্যপূর্ণ নয়। দ্বিতীয় প্রশ্ন করলাম, আমরা যদি পরীক্ষার খাতায় আপনার দেওয়া তথ্য লিখে যাই তাহলে কি পাস করতে পারবো? উত্তরে তিনি বললেন- যদি সূর্যের মত আলোকময় ও সত্য সুন্দর প্রমাণসহ লেখা যায় আর তা যদি কোন দেশের পরীক্ষকগণ গ্রহণ না করেন তাহলে ইতিহাস নিয়ে প্রহসন কেন? অতএব তাঁদের সারা দেশ হতে ইতিহাসের উচ্ছেদ করাই উত্তম। ইতিহাসের ইতিহাস গোলাম আহমাদ মোর্তজা pdf
কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস বই pdf download
ইতিহাসের ইতিহাস: আল্লামা গোলাম আহমাদ মোর্তজা – Itihaser Itihas
