১১৪ সূরা আন নাস বাংলা অনুবাদ সহ

Bismillahir-rahmanir-rahim

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১.

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

২.

مَلِكِ النَّاسِ

মানুষের অধিপতির,

৩.

إِلَٰهِ النَّاسِ

মানুষের মা’বুদের

৪.

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

৫.

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

৬.

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

 

Related Posts