১১৪ সূরা আন নাস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, ২. مَلِكِ النَّاسِ মানুষের অধিপতির, ৩. إِلَٰهِ النَّاسِ মানুষের মা’বুদের ৪. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, ৫. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ যে কুমন্ত্রণা দেয় মানুষের … বিস্তারিত পড়ুন

১১৩ সূরা আল ফালাক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, ২. مِنْ شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, ৩. وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, ৪. وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ গ্রন্থিতে ফুঁৎকার … বিস্তারিত পড়ুন

১১২ সূরা আল ইখলাস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক, ২. اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী, ৩. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ৪. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এবং তার সমতুল্য কেউ নেই।  

১১১ সূরা আল লাহাব বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, ২. مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। ৩. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে ৪. وَامْرَأَتُهُ … বিস্তারিত পড়ুন

১১০ সূরা আন নাসর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. 110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ২. 110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, ৩. 110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন … বিস্তারিত পড়ুন

১০৯ সূরা আল কাফিরুন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 109:1 قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ বলুন, হে কাফেরকূল, 109:2 لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। 109:3 وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি 109:4 وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। 109:5 وَلَا أَنْتُمْ … বিস্তারিত পড়ুন

১০৮ সূরা আল কাওসার বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 108:1 إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। 108:2 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। 108:3 إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

১০৭ সূরা আল মাউন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 107:1 أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? 107:2 فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় 107:3 وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। 107:4 فَوَيْلٌ لِلْمُصَلِّينَ অতএব দুর্ভোগ সেসব নামাযীর, 107:5 الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ … বিস্তারিত পড়ুন

১০৬ সূরা আল কুরাইশ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 106:1 لِإِيلَافِ قُرَيْشٍ কোরাইশের আসক্তির কারণে, 106:2 إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। 106:3 فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার 106:4 الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

১০৫ সূরা আল ফীল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? 105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? 105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, 105:4 تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ যারা … বিস্তারিত পড়ুন

১০৪ সূরা আল হুমাযাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 104:1 وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, 104:2 الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে 104:3 يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! 104:4 كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে … বিস্তারিত পড়ুন

১০৩ সূরা আল আসর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 103:1 وَالْعَصْرِ কসম যুগের (সময়ের), 103:2 إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; 103:3 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

১০২ সূরা আত তাকাসুর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 102:1 أَلْهَاكُمُ التَّكَاثُرُ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, 102:2 حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। 102:3 كَلَّا سَوْفَ تَعْلَمُونَ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। 102:4 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে। 102:5 كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ কখনই নয়; … বিস্তারিত পড়ুন

১০১ সূরা আল কারিয়া বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 101:1 الْقَارِعَةُ করাঘাতকারী, 101:2 مَا الْقَارِعَةُ করাঘাতকারী কি? 101:3 وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ? 101:4 يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত 101:5 وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত। 101:6 فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ অতএব যার পাল্লা ভারী … বিস্তারিত পড়ুন

১০০ সূরা আল আদিয়াত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 100:1 وَالْعَادِيَاتِ ضَبْحًا শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, 100:2 فَالْمُورِيَاتِ قَدْحًا অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের 100:3 فَالْمُغِيرَاتِ صُبْحًا অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের 100:4 فَأَثَرْنَ بِهِ نَقْعًا ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে 100:5 فَوَسَطْنَ بِهِ جَمْعًا অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে- 100:6 إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি … বিস্তারিত পড়ুন

৯৯ সূরা আল যিলযাল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 99:1 إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, 99:2 وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا যখন সে তার বোঝা বের করে দেবে। 99:3 وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا এবং মানুষ বলবে, এর কি হল ? 99:4 يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, 99:5 بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا কারণ, আপনার … বিস্তারিত পড়ুন

৯৮ সূরা আল বাইয়্যিনাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 98:1 لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। 98:2 رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা, 98:3 فِيهَا … বিস্তারিত পড়ুন

৯৭ সূরা আল কদর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 97:1 إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ আমি একে নাযিল করেছি শবে-কদরে। 97:2 وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? 97:3 لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 97:4 تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ এতে প্রত্যেক কাজের জন্যে … বিস্তারিত পড়ুন

৯৬ সূরা আল আলাক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 96:1 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন 96:2 خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। 96:3 اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, 96:4 الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, 96:5 عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ শিক্ষা … বিস্তারিত পড়ুন

৯৫ সূরা আত তীন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 95:1 وَالتِّينِ وَالزَّيْتُونِ শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের, 95:2 وَطُورِ سِينِينَ এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, 95:3 وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ এবং এই নিরাপদ নগরীর। 95:4 لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। 95:5 ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে। 95:6 إِلَّا الَّذِينَ … বিস্তারিত পড়ুন

৯৪ সূরা আল ইনশিরাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 94:1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? 94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ আমি লাঘব করেছি আপনার বোঝা, 94:3 الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। 94:4 وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। 94:5 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। 94:6 إِنَّ … বিস্তারিত পড়ুন

৯৩ সূরা আদ্ব দ্বোহা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 93:1 وَالضُّحَىٰ শপথ পূর্বাহ্নের, 93:2 وَاللَّيْلِ إِذَا سَجَىٰ শপথ রাত্রির যখন তা গভীর হয়, 93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। 93:4 وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। 93:5 وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ আপনার পালনকর্তা সত্বরই আপনাকে … বিস্তারিত পড়ুন

৯২ সূরা আল লাইল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 92:1 وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, 92:2 وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ শপথ দিনের, যখন সে আলোকিত হয় 92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, 92:4 إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। 92:5 فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ অতএব, যে দান … বিস্তারিত পড়ুন

৯১ সূরা আশ শামস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 91:1 وَالشَّمْسِ وَضُحَاهَا শপথ সূর্যের ও তার কিরণের, 91:2 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, 91:3 وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, 91:4 وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, 91:5 وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا শপথ আকাশের এবং যিনি তা … বিস্তারিত পড়ুন

৯০ সূরা আল বালাদ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 90:1 لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ আমি এই নগরীর শপথ করি 90:2 وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই। 90:3 وَوَالِدٍ وَمَا وَلَدَ শপথ জনকের ও যা জন্ম দেয়। 90:4 لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি। 90:5 أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ … বিস্তারিত পড়ুন

৮৯ সূরা আল ফজর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 89:1 وَالْفَجْرِ শপথ ফজরের, 89:2 وَلَيَالٍ عَشْرٍ শপথ দশ রাত্রির, শপথ তার, 89:3 وَالشَّفْعِ وَالْوَتْرِ যা জোড় ও যা বিজোড় 89:4 وَاللَّيْلِ إِذَا يَسْرِ এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে 89:5 هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। 89:6 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ … বিস্তারিত পড়ুন

৮৮ সূরা আল গাশিয়াহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 88:1 هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? 88:2 وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত, 88:3 عَامِلَةٌ نَاصِبَةٌ ক্লিষ্ট, ক্লান্ত। 88:4 تَصْلَىٰ نَارًا حَامِيَةً তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। 88:5 تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। 88:6 لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا … বিস্তারিত পড়ুন

৮৭ সূরা আল আলা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 87:1 سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন 87:2 الَّذِي خَلَقَ فَسَوَّىٰ যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। 87:3 وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন 87:4 وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন, 87:5 فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ অতঃপর করেছেন তাকে … বিস্তারিত পড়ুন

৮৬ সূরা আত তারিক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 86:1 وَالسَّمَاءِ وَالطَّارِقِ শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। 86:2 وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? 86:3 النَّجْمُ الثَّاقِبُ সেটা এক উজ্জ্বল নক্ষত্র। 86:4 إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। 86:5 فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে … বিস্তারিত পড়ুন

৮৫ সূরা আল বুরুজ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 85:1 وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের, 85:2 وَالْيَوْمِ الْمَوْعُودِ এবং প্রতিশ্রুত দিবসের, 85:3 وَشَاهِدٍ وَمَشْهُودٍ এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় 85:4 قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ, 85:5 النَّارِ ذَاتِ الْوَقُودِ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা; 85:6 إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ যখন তারা তার কিনারায় … বিস্তারিত পড়ুন

৮৪ সূরা আল ইনশিকাক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 84:1 إِذَا السَّمَاءُ انْشَقَّتْ যখন আকাশ বিদীর্ণ হবে, 84:2 وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত 84:3 وَإِذَا الْأَرْضُ مُدَّتْ এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। 84:4 وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে। 84:5 وَأَذِنَتْ … বিস্তারিত পড়ুন

৮৩ সূরা আল মুতাফফিফীন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 83:1 وَيْلٌ لِلْمُطَفِّفِينَ যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, 83:2 الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় 83:3 وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। 83:4 أَلَا يَظُنُّ … বিস্তারিত পড়ুন

৮২ সূরা আল ইনফিতার বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 82:1 إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ যখন আকাশ বিদীর্ণ হবে, 82:2 وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, 82:3 وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, 82:4 وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, 82:5 عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং … বিস্তারিত পড়ুন

৮১ সূরা আত তাকভীর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 81:1 إِذَا الشَّمْسُ كُوِّرَتْ যখন সূর্য আলোহীন হয়ে যাবে, 81:2 وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, 81:3 وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ যখন পর্বতমালা অপসারিত হবে, 81:4 وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে; 81:5 وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, 81:6 وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ যখন … বিস্তারিত পড়ুন

৮০ সূরা আবাসা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 80:1 عَبَسَ وَتَوَلَّىٰ তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। 80:2 أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। 80:3 وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, 80:4 أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। 80:5 أَمَّا مَنِ اسْتَغْنَىٰ … বিস্তারিত পড়ুন

৭৯ সূরা আন নাযিয়াত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 79:1 وَالنَّازِعَاتِ غَرْقًا শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, 79:2 وَالنَّاشِطَاتِ نَشْطًا শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; 79:3 وَالسَّابِحَاتِ سَبْحًا শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, 79:4 فَالسَّابِقَاتِ سَبْقًا শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং 79:5 فَالْمُدَبِّرَاتِ أَمْرًا শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, … বিস্তারিত পড়ুন

৭৮ সূরা আন নাবা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 78:1 عَمَّ يَتَسَاءَلُونَ তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? 78:2 عَنِ النَّبَإِ الْعَظِيمِ মহা সংবাদ সম্পর্কে, 78:3 الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ যে সম্পর্কে তারা মতানৈক্য করে। 78:4 كَلَّا سَيَعْلَمُونَ না, সত্ত্বরই তারা জানতে পারবে, 78:5 ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। 78:6 أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا আমি কি করিনি … বিস্তারিত পড়ুন

৭৭ সূরা আল মুরসালাত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 77:1 وَالْمُرْسَلَاتِ عُرْفًا কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, 77:2 فَالْعَاصِفَاتِ عَصْفًا সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, 77:3 وَالنَّاشِرَاتِ نَشْرًا মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ 77:4 فَالْفَارِقَاتِ فَرْقًا মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং 77:5 فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- 77:6 عُذْرًا أَوْ نُذْرًا ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। 77:7 إِنَّمَا تُوعَدُونَ … বিস্তারিত পড়ুন

৭৬ সূরা আল ইনসান বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 76:1 هَلْ أَتَىٰ عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। 76:2 إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব … বিস্তারিত পড়ুন

৭৫ সূরা আল কিয়ামাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 75:1 لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ আমি শপথ করি কেয়ামত দিবসের, 75:2 وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- 75:3 أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? 75:4 بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ পরন্ত আমি … বিস্তারিত পড়ুন

৭৪ সূরা আল মুদ্দাসসির বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 74:1 يَا أَيُّهَا الْمُدَّثِّرُ হে চাদরাবৃত! 74:2 قُمْ فَأَنْذِرْ উঠুন, সতর্ক করুন, 74:3 وَرَبَّكَ فَكَبِّرْ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, 74:4 وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন 74:5 وَالرُّجْزَ فَاهْجُرْ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। 74:6 وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। 74:7 وَلِرَبِّكَ فَاصْبِرْ এবং আপনার পালনকর্তার উদ্দেশে … বিস্তারিত পড়ুন

৭৩ সূরা আল মুযযাম্মিল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 73:1 يَا أَيُّهَا الْمُزَّمِّلُ হে বস্ত্রাবৃত! 73:2 قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; 73:3 نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম 73:4 أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। 73:5 إِنَّا سَنُلْقِي عَلَيْكَ … বিস্তারিত পড়ুন

৭২ সূরা আল জিন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 72:1 قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি; 72:2 يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ ۖ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا যা … বিস্তারিত পড়ুন

৭১ সূরা নূহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 71:1 إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ আমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে। 71:2 قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ সে বলল, হে আমার সম্প্রদায়! … বিস্তারিত পড়ুন

৭০ সূরা আল মাআরিজ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 70:1 سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত- 70:2 لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। 70:3 مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী। 70:4 تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ … বিস্তারিত পড়ুন

৬৯ সূরা আল হাক্কাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 69:1 الْحَاقَّةُ সুনিশ্চিত বিষয়। 69:2 مَا الْحَاقَّةُ সুনিশ্চিত বিষয় কি? 69:3 وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি? 69:4 كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। 69:5 فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা। 69:6 وَأَمَّا … বিস্তারিত পড়ুন

৬৮ সূরা আল ক্বালাম বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 68:1 ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, 68:2 مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। 68:3 وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। 68:4 وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। … বিস্তারিত পড়ুন

৬৭ সূরা আল মূলক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 67:1 تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। 67:2 الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, … বিস্তারিত পড়ুন

৬৬ সূরা আত তাহরীম বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 66:1 يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। 66:2 قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ … বিস্তারিত পড়ুন

৬৫ সূরা আত তালাক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 65:1 يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ … বিস্তারিত পড়ুন

৬৪ সূরা আত তাগাবুন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 64:1 يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 64:2 هُوَ الَّذِي خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَمِنْكُمْ مُؤْمِنٌ ۚ … বিস্তারিত পড়ুন

৬৩ সূরা আল মুনাফিকুন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 63:1 إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। … বিস্তারিত পড়ুন

৬২ সূরা আল জুমা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 62:1 يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমন্ডলে ও যা কিছু আছে ভূমন্ডলে। 62:2 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا … বিস্তারিত পড়ুন

৬১ সূরা আস সাফ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 61:1 سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান। 61:2 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল? 61:3 كَبُرَ مَقْتًا عِنْدَ … বিস্তারিত পড়ুন

৬০ সূরা আল মুমতাহিনা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 60:1 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ ۙ أَنْ تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي وَابْتِغَاءَ مَرْضَاتِي ۚ تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ ۚ وَمَنْ … বিস্তারিত পড়ুন

৫৯ সূরা আল হাশর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 59:1 سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। 59:2 هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ ۚ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا ۖ وَظَنُّوا أَنَّهُمْ … বিস্তারিত পড়ুন

৫৮ সূরা আল মুজাদালাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 58:1 قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেন। নিশ্চয় আল্লাহ সবকিছু … বিস্তারিত পড়ুন

৫৭ সূরা আল হাদীদ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 57:1 سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি শক্তিধর; প্রজ্ঞাময়। 57:2 لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يُحْيِي وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন … বিস্তারিত পড়ুন

৫৬ সূরা আল ওয়াকিয়া বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 56:1 إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ যখন কিয়ামতের ঘটনা ঘটবে, 56:2 لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ যার বাস্তবতায় কোন সংশয় নেই। 56:3 خَافِضَةٌ رَافِعَةٌ এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে। 56:4 إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী। 56:5 وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। 56:6 فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا অতঃপর … বিস্তারিত পড়ুন

৫৫ সূরা আর রহমান বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 55:1 الرَّحْمَٰنُ করুনাময় আল্লাহ। 55:2 عَلَّمَ الْقُرْآنَ শিক্ষা দিয়েছেন কোরআন, 55:3 خَلَقَ الْإِنْسَانَ সৃষ্টি করেছেন মানুষ, 55:4 عَلَّمَهُ الْبَيَانَ তাকে শিখিয়েছেন বর্ণনা। 55:5 الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ সূর্য ও চন্দ্র হিসাবমত চলে। 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। 55:7 وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন … বিস্তারিত পড়ুন

৫৪ সূরা আল ক্বামার বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 54:1 اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। 54:2 وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। 54:3 وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। … বিস্তারিত পড়ুন

৫৩ সূরা আন নাজম বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 53:1 وَالنَّجْمِ إِذَا هَوَىٰ নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়। 53:2 مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। 53:3 وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। 53:4 إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। 53:5 عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ তাঁকে শিক্ষা দান … বিস্তারিত পড়ুন

৫২ সূরা আত তূর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 52:1 وَالطُّورِ কসম তূরপর্বতের, 52:2 وَكِتَابٍ مَسْطُورٍ এবং লিখিত কিতাবের, 52:3 فِي رَقٍّ مَنْشُورٍ প্রশস্ত পত্রে, 52:4 وَالْبَيْتِ الْمَعْمُورِ কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের, 52:5 وَالسَّقْفِ الْمَرْفُوعِ এবং সমুন্নত ছাদের, 52:6 وَالْبَحْرِ الْمَسْجُورِ এবং উত্তাল সমুদ্রের, 52:7 إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, 52:8 مَا لَهُ مِنْ دَافِعٍ তা কেউ প্রতিরোধ করতে … বিস্তারিত পড়ুন

৫১ সূরা আয যারিয়াত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 51:1 وَالذَّارِيَاتِ ذَرْوًا কসম ঝঞ্ঝাবায়ুর। 51:2 فَالْحَامِلَاتِ وِقْرًا অতঃপর বোঝা বহনকারী মেঘের। 51:3 فَالْجَارِيَاتِ يُسْرًا অতঃপর মৃদু চলমান জলযানের, 51:4 فَالْمُقَسِّمَاتِ أَمْرًا অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের, 51:5 إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য। 51:6 وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ ইনসাফ অবশ্যম্ভাবী। 51:7 وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ পথবিশিষ্ট আকাশের কসম, 51:8 إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُخْتَلِفٍ তোমরা … বিস্তারিত পড়ুন

৫০ সূরা কাফ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 50:1 ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ; 50:2 بَلْ عَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنْذِرٌ مِنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَٰذَا شَيْءٌ عَجِيبٌ বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার। 50:3 أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۖ ذَٰلِكَ رَجْعٌ … বিস্তারিত পড়ুন

৪৯ সূরা আল হুজরাত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 49:1 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। 49:2 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ … বিস্তারিত পড়ুন

৪৮ সূরা আল ফাতহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 48:1 إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট। 48:2 لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত … বিস্তারিত পড়ুন

৪৭ সূরা মুহাম্মদ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 47:1 الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ যারা কুফরী করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। 47:2 وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ আর যারা বিশ্বাস … বিস্তারিত পড়ুন

৪৬ সূরা আল আহকাফ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 46:1 حم হা-মীম। 46:2 تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। 46:3 مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُسَمًّى ۚ وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ নভোমন্ডল, ভূ-মন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যেই সৃষ্টি করেছি। … বিস্তারিত পড়ুন

৪৫ সূরা আল জাসিয়াহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 45:1 حم হা-মীম। 45:2 تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব। 45:3 إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِلْمُؤْمِنِينَ নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। 45:4 وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা … বিস্তারিত পড়ুন

৪৪ সূরা আদ দুখান বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 44:1 حم হা-মীম। 44:2 وَالْكِتَابِ الْمُبِينِ শপথ সুস্পষ্ট কিতাবের। 44:3 إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। 44:4 فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। 44:5 أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ আমার … বিস্তারিত পড়ুন

৪৩ সূরা আয যুখরুফ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 43:1 حم হা-মীম। 43:2 وَالْكِتَابِ الْمُبِينِ শপথ সুস্পষ্ট কিতাবের, 43:3 إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ আমি একে করেছি কোরআন, আরবী ভাষায়, যাতে তোমরা বুঝ। 43:4 وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ নিশ্চয় এ কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লওহে মাহফুযে। 43:5 أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَنْ كُنْتُمْ قَوْمًا … বিস্তারিত পড়ুন

৪২ সূরা আশ শুরা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 42:1 حم হা-মীম। 42:2 عسق আইন, সীন ক্বা-ফ। 42:3 كَذَٰلِكَ يُوحِي إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ এমনিভাবে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন। 42:4 لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে … বিস্তারিত পড়ুন

৪১ সূরা ফুসসিলাত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 41:1 حم হা-মীম। 41:2 تَنْزِيلٌ مِنَ الرَّحْمَٰنِ الرَّحِيمِ এটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে। 41:3 كِتَابٌ فُصِّلَتْ آيَاتُهُ قُرْآنًا عَرَبِيًّا لِقَوْمٍ يَعْلَمُونَ এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবী কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য। 41:4 بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে … বিস্তারিত পড়ুন

৪০ সূরা গাফির বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 40:1 حم হা-মীম। 40:2 تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। 40:3 غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ إِلَيْهِ الْمَصِيرُ পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ?476;ান। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। … বিস্তারিত পড়ুন

৩৯ সূরা আয যুমার বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 39:1 تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। 39:2 إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ আমি আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি। অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর এবাদত করুন। 39:3 أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا … বিস্তারিত পড়ুন

৩৮ সূরা সদ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 38:1 ص ۚ وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ ছোয়াদ। শপথ উপদেশপূর্ণ কোরআনের, 38:2 بَلِ الَّذِينَ كَفَرُوا فِي عِزَّةٍ وَشِقَاقٍ বরং যারা কাফের, তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। 38:3 كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ فَنَادَوْا وَلَاتَ حِينَ مَنَاصٍ তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আর্তনাদ করতে শুরু করেছে … বিস্তারিত পড়ুন

৩৭ সূরা আস সাফফাত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 37:1 وَالصَّافَّاتِ صَفًّا শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, 37:2 فَالزَّاجِرَاتِ زَجْرًا অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের, 37:3 فَالتَّالِيَاتِ ذِكْرًا অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের- 37:4 إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ নিশ্চয় তোমাদের মাবুদ এক। 37:5 رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের। 37:6 إِنَّا زَيَّنَّا … বিস্তারিত পড়ুন

৩৬ সূরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 36:1 يس ইয়া-সীন 36:2 وَالْقُرْآنِ الْحَكِيمِ প্রজ্ঞাময় কোরআনের কসম। 36:3 إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন। 36:4 عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ সরল পথে প্রতিষ্ঠিত। 36:5 تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, 36:6 لِتُنْذِرَ قَوْمًا مَا أُنْذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, … বিস্তারিত পড়ুন

৩৫ সূরা ফাতির বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 35:1 الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۚ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও যমীনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক-তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। … বিস্তারিত পড়ুন

৩৪ সূরা সাবা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 34:1 الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَهُ الْحَمْدُ فِي الْآخِرَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। 34:2 يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ … বিস্তারিত পড়ুন

৩৩ সূরা আল আহযাব বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 33:1 يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا হে নবী! আল্লাহকে ভয় করুন এবং কাফের ও কপট বিশ্বাসীদের কথা মানবেন না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। 33:2 وَاتَّبِعْ مَا يُوحَىٰ إِلَيْكَ مِنْ رَبِّكَ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا আপনার … বিস্তারিত পড়ুন

৩২ সূরা আস সাজদাহ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 32:1 الم আলিফ-লাম-মীম। 32:2 تَنْزِيلُ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই। 32:3 أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَا أَتَاهُمْ مِنْ نَذِيرٍ مِنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ তারা কি বলে, এটা সে মিথ্যা রচনা … বিস্তারিত পড়ুন

৩১ সূরা লুকমান বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 31:1 الم আলিফ-লাম-মীম। 31:2 تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। 31:3 هُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ হেদায়েত ও রহমত সৎকর্মপরায়ণদের জন্য। 31:4 الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। 31:5 أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِنْ رَبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ … বিস্তারিত পড়ুন

৩০ সূরা আর রুম বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 30:1 الم আলিফ-লাম-মীম, 30:2 غُلِبَتِ الرُّومُ রোমকরা পরাজিত হয়েছে, 30:3 فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে, 30:4 فِي بِضْعِ سِنِينَ ۗ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ ۚ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। … বিস্তারিত পড়ুন

২৯ সূরা আল আনকাবুত বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 29:1 الم আলিফ-লাম-মীম। 29:2 أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? 29:3 وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আমি … বিস্তারিত পড়ুন

২৮ সূরা আল কাসাস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 28:1 طسم ত্বা-সীন-মীম। 28:2 تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। 28:3 نَتْلُو عَلَيْكَ مِنْ نَبَإِ مُوسَىٰ وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُؤْمِنُونَ আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্যে। 28:4 إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ … বিস্তারিত পড়ুন

২৭ সূরা আন নামল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 27:1 طس ۚ تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ ত্বা-সীন; এগুলো আল-কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের। 27:2 هُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ মুমিনদের জন্যে পথ নির্দেশ ও সুসংবাদ। 27:3 الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ যারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে। 27:4 إِنَّ … বিস্তারিত পড়ুন

২৬ সূরা আশ শুয়ারা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 26:1 طسم ত্বা, সীন, মীম। 26:2 تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। 26:3 لَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন। 26:4 إِنْ نَشَأْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে … বিস্তারিত পড়ুন

২৫ সূরা আল ফুরকান বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 25:1 تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্যে সতর্ককারী হয়,। 25:2 الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا তিনি … বিস্তারিত পড়ুন

২৪ সূরা আন নূর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 24:1 سُورَةٌ أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنْزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ এটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ। 24:2 الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ … বিস্তারিত পড়ুন

২৩ সূরা আল মুমিনুন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 23:1 قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ মুমিনগণ সফলকাম হয়ে গেছে, 23:2 الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ যারা নিজেদের নামাযে বিনয়-নম্র; 23:3 وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত, 23:4 وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ যারা যাকাত দান করে থাকে 23:5 وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। 23:6 إِلَّا عَلَىٰ … বিস্তারিত পড়ুন

২২ সূরা আল হাজ্জ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 22:1 يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ হে লোক সকল! তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ংকর ব্যাপার। 22:2 يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ … বিস্তারিত পড়ুন

২১ সূরা আল আম্বিয়া বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 21:1 اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ মানুষের হিসাব-কিতাবের সময় নিকটবর্তী; অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। 21:2 مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোন নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে। … বিস্তারিত পড়ুন

২০ সূরা ত্বাহা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 20:1 طه তোয়া-হা 20:2 مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি। 20:3 إِلَّا تَذْكِرَةً لِمَنْ يَخْشَىٰ কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে। 20:4 تَنْزِيلًا مِمَّنْ خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন। … বিস্তারিত পড়ুন

১৯ সূরা মারইয়াম বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 19:1 كهيعص কাফ-হা-ইয়া-আইন-সাদ 19:2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়ার প্রতি। 19:3 إِذْ نَادَىٰ رَبَّهُ نِدَاءً خَفِيًّا যখন সে তাঁর পালনকর্তাকে আহবান করেছিল নিভৃতে। 19:4 قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا সে বললঃ হে আমার … বিস্তারিত পড়ুন

১৮ সূরা আল কাহাফ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 18:1 الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَىٰ عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا ۜ সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি। 18:2 قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا একে সুপ্রতিষ্ঠিত করেছেন … বিস্তারিত পড়ুন

১৭ সূরা আল ইসরা বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 17:1 سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যান্ত-যার চার দিকে আমি পর্যাপ্ত বরকত … বিস্তারিত পড়ুন

১৬ সূরা আন নাহল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 16:1 أَتَىٰ أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ আল্লাহর নির্দেশ এসে গেছে। অতএব এর জন্যে তাড়াহুড়া করো না। ওরা যেসব শরীক সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু উর্ধ্বে। 16:2 يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنْذِرُوا أَنَّهُ لَا … বিস্তারিত পড়ুন

১৫ সূরা আল হিজর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 15:1 الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ আলিফ-লা-ম-রা; এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। 15:2 رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলমান হত। 15:3 ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ আপনি ছেড়ে দিন … বিস্তারিত পড়ুন