বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হামীদ ফাইযী লিখিত বই মহান আল্লাহর নাম ও গুণাবলী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্দুল হামীদ ফাইযী |
| ধরণ | আসমাউল হুসনা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ১২৯ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
সাবালক মানুষের উপর সর্বপ্রথম যে জিনিস ফরয হয়, তা হল ইলম, অতঃপর আমল, অতঃপর প্রচার এবং এই তিনে সবর। ইলম অনুসন্ধান করার ব্যাপারে কুরআন আমাদেরকে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহ বলেন, জানো, শেখো ও শিক্ষা কর যে, আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই। (সূরা মুহাম্মাদ ১৯ আয়াত)।
মহান আল্লাহর নাম ও গুণাবলী pdf
কুরআন কারীমের প্রথম আদেশ ছিল ‘পড়’। কিন্তু কোন বিষয় দিয়ে পড়া শুরু করবেন? সর্বপ্রথম কোন বিষয় আপনার জানা ও পড়ার জন্য প্রাধান্য পাবে? নিশ্চয় যে জিনিস আপনার কাছে সবচেয়ে বড়, তা-ই আপনার কাছে সর্বপ্রথম শিক্ষণীয় হওয়া দরকার। আপনি বিশ্বাস করেন, ‘আল্লাহু আকবার’ (আল্লাহ সবার চেয়ে বড়), অতএব আল্লাহ সম্বন্ধে জ্ঞানলাভ আপনার কাছে সবার চেয়ে বেশী এবং সবার আগে প্রাধান্য পাওয়া প্রয়োজন।
‘আল্লাহ’ সম্বন্ধে জ্ঞান ঈমানের প্রথম রুকন। তাঁর নাম ও গুণাবলী সম্বন্ধে সঠিক ধারণা না হলে ঈমান সঠিক হয় না। আর ঈমান সঠিক না হলে হৃদয়ের জঞ্জাল দূর হয় না। আর তা না হলে তো বিপদ বটেই। মহান আল্লাহ বলেন, যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি কোন কাজে আসবে না; সেদিন উপকৃত হবে কেবল সেই; যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে। (সূরা শুআরা ৮৮-৮৯ আয়াত)
হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহতে, তাঁর রসূলে, তিনি যে কিতাব তাঁর রসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস কর; আর যে কেউ আল্লাহ, তাঁর ফিরিশ্তাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রসূলগণ এবং পরকালকে অবিশ্বাস করে, সে পথভ্রষ্ট হয়ে সুদূরে চলে যায়। (সূরা নিসা ১৩৬ আয়াত)। আর তাঁর প্রতি ঈমান আনার মৌলিক বিষয় হল তাঁর সত্তা, নামাবলী, গুণাবলী ও কর্মাবলী সম্বন্ধে সঠিক বিশ্বাস রাখা। এ পুস্তিকার অবতারণা এই গুরুত্বের কথা খেয়াল করেই।
মহান আল্লাহর নাম ও গুণাবলী pdf
