বিসমিল্লাহির রহমানির রহিম, নূর আয়েশা সিদ্দিকা লিখিত বই পরকালের প্রস্তুতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | নূর আয়েশা সিদ্দিকা |
| ধরণ | আমল |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আহসান পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০১৭ |
| পৃষ্ঠা | ৭৩ |
| ফাইল সাইজ | ২.৫ MB |
| ফাইল টাইপ |
আমাদের জীবন থেকে খুব দ্রুত বরফের মতো করেই সময়গুলো গলে যাচ্ছে। প্রতিদিন, প্রতিমুহূর্তে আমরা বিন্দু বিন্দু করে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। অথচ এই অনিবার্য মৃত্যুকেই আমরা ভুলে থাকি সবচেয়ে বেশী। অবহেলা করি মহান রবের সামনে হিসাব দেবার প্রস্তুতি নিতে।
পরকালের প্রস্তুতি pdf
গত ২৭ এপ্রিল ২০১৬ আমার প্রিয় বাবা চলে গেলেন মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আব্বার এই হঠাৎ চলে যাওয়া আমার দুনিয়ার মোহে ডুবে থাকা নাফসকে নতুন করে নাড়া দিলো। কি করে ভুলে থাকি আমরা এই অবশ্যম্ভাবী মৃত্যুকে ? হঠাৎ করেই খবর পেলাম আব্বা অসুস্থ। আই.সি.ইউ-তে। বেশ মুমূর্ষু অবস্থায় রয়েছেন। ২/৩ টি দিন লেগে গেল সিদ্ধান্ত নিতে। বড় মেয়েটির আই.জি.সি. এস.সি পরীক্ষা। ছোট মেয়ে দু’টোরও ফাইনাল পরীক্ষা কয়েকদিনের মধ্যেই। সব কিছুকে পেছনে ফেলে আমি একাই বাংলাদেশে ছুটে গেলাম।
আমাদের প্রতিদিনের সুখময় জীবন যা নিয়ে রঙিন স্বপ্নে আমাদের সারাটা সময় কেটে যায়। এর পাশাপাশিও যে অন্য এক জগৎ রয়েছে তা যেন মহান প্রভু আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আই.সি.ইউ’র রোগীদের মৃত্যুযন্ত্রণায় ছটফটানোর দৃশ্য কি যে অবর্ণনীয় কষ্ট! আর আই.সি.ইউ’র বাইরে রোগীদের স্বজনদের হৃদয় বিদারক কান্না, হাহাকার সব কিছুর মধ্য দিয়ে মাত্র ৭ দিনে যেন এক কঠিন বাস্তবতার কশাঘাতে আমি নতুন এক আমি হয়ে গেলাম। খুব কাছ থেকে আমাকে ছুঁয়ে গেল মৃত্যুর হিমশীতল অনুভব।
আব্বার আই.সি.ইউ-তে নানারকম মেশিনে জড়ানো কঠিন পরিস্থিতি দেখে প্রতিমুহূর্তে মনে হত মানুষ হিসেবে আমাদের ক্ষমতা কত ক্ষুদ্র। প্রিয়জনের কঠিন কষ্টকর মুহূর্তে পাশে দাঁড়িয়ে শুধুই অশ্রু ঝরাচ্ছি। অথচ একবিন্দু ক্ষমতা নেই তাকে এই অবস্থা থেকে সারিয়ে তোলার। আমার বিবেককে আমি সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করেছি— একটি রোগীর আই.সি.ইউ’র ভাড়া যদি এক রাতে প্রায় ৪০ হাজারের মতো হয়। তবে এত জীবনে কোন মেডিকেল সাপোর্ট ছাড়া সুস্থ রাখলেন যে আল্লাহ আমাকে, তার পথে সারা জীবনে কতদিন আই.সি.ইউ’র সমপরিমাণের অর্থ দান আমি করেছি?
পরকালের প্রস্তুতি pdf
