বিসমিল্লাহির রহমানির রহিম, ড. জাকির নায়েক লিখিত বই সুদমুক্ত অর্থনীতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. জাকির নায়েক |
| ধরণ | ইসলামী অর্থনীতি |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | পিস পাবলিকেশন-ঢাকা |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৫২ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
আজকের এ অনুষ্ঠানে ইসলামিক রিসার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্ব প্রেক্ষপটে মানব সমাজের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা ও তার সমাধানের ক্ষেত্রে অর্থনীতি এক বিরাট ভূমিকা পালন করে চলছে। বিশেষ করে, সামাজিক ন্যায়বিচার ও সামাজিক কল্যাণের মতো বিষয়গুলোর ক্ষেত্রে। আমাদের ইসলামিক রিসার্স ফাউন্ডেশন, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পণ্ডিতদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়ের ওপর সেমিনার আয়োজন করে চলছি।
আন্তর্জাতিকভাবে এসব আলোচিত বিষয়গুলো হলো : নারী অধিকার, মানবাধিকার এবং বিভিন্ন প্রকার সামাজিক ন্যায়বিচার ও সামাজিক পদ্ধতি। অর্থনীতি এসবের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ বর্তমান বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা- বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি যেমন বিশ্বব্যাংক, IMF, এরা বর্তমানে যে নীতি চলছে তার বাস্তবায়ন ও সমাধান করে থাকে এবং এসব সংস্থাগুলো প্রতিনিয়ত নানাবিধ সমস্যা এবং অদক্ষতার মোকাবিলা করে অগ্রগতির দিকে এগুচ্ছে।
এ দৃষ্টিকোণ থেকে অনেক লোক ইসলামিক অর্থব্যবস্থা অধ্যয়ন করছে এবং তুলনামূলক অধ্যয়নও করছে। ইসলামী অর্থব্যবস্থার মৌলিক একটি বৈশিষ্ট্য যে সুদমুক্ত অর্থব্যবস্থার বর্তমান প্রেক্ষাপটে সমাজের সাথে সঙ্গতিপূর্ণ কি-না এবং এর বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা, তাও ভাবতে শুরু করেছে। এ বিষয়েই কথা বলতে ডা. জাকির নায়েককে ‘কুরআনের আলোকে সুদমুক্ত অর্থনীতি’ বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। তিনি মূলত প্রথমে ইসলামী অর্থব্যবস্থার মৌলিক নীতির ওপর আলোচনা করবেন এবং এর বাস্তবায়ন সম্পর্কে প্রশ্নের উত্তর দিবেন।
পবিত্র কুরআনের সূরা বাকারার ২৭৮ নং আয়াতে বলা হয়েছে- “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় এবং সুদের অবশিষ্ট যা আছে তা মাফ করে দাও, যদি তোমরা মুমীন হও।” আজকের এ মহতি সভায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠানের চেয়ারম্যান আগেই উল্লেখ করেছেন, আজকের আলোচনার বিষয় হলো ‘কুরআনের আলোকে সুদমুক্ত অর্থনীতি’।
সুদমুক্ত অর্থনীতি pdf
