বিসমিল্লাহির রহমানির রহিম, মুজাফফর বিন মহসিন সংকলিত বই নির্বাচিত হাদিস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুজাফফর বিন মহসিন |
| ধরণ | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আছ ছিরাত প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ৪২ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া রাজশাহীতে ২০১০ সালে ‘বুলূগুল মারাম’-এর দারস প্রদান করতে গিয়ে বিশুদ্ধ আক্বীদা ও আমল বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ হাদীছ নির্বাচন করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। উদ্দেশ্য ছিল এই যে, জীবনের শুরুতেই ছাত্ররা হাদীছগুলো মুখস্থ করে নিতে পারবে এবং যথা স্থানে দলীল ভিত্তিক জবাব প্রদান করতে পারবে। এ জন্য ছাত্ররাও মাঝে মাঝে স্মরণ করিয়ে দিত । দীর্ঘ পরে হলেও তা সম্ভব হল । ফালিল্লা-হিল হামদ। আল্লাহ তা’আলা কবুল করুন-আমীন!!
(৩) মু’আবিয়া বিন হাকাম আস-সুলামী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমার একজন দাসী ছিল। ওহুদ ও জাওয়ানিয়্যাহ নামক স্থানে সে আমার ছাগল চরাত। একদিন দেখি, নেকড়ে বাঘ একটি ছাগল ধরে নিয়ে গেছে। আমি একজন আদম সন্তান হিসাবে অনুরূপ রাগান্বিত হই যেভাবে তারা হয়। ফলে আমি তাকে এক থাপ্পড় মারি। অতঃপর রাসূল (ছাঃ)-এর নিকট আসলে একে তিনি বড় অন্যায় মনে করলেন। তাই আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আমি কি তাকে আযাদ করব না?
তিনি বললেন, তাকে আমার নিকট নিয়ে আস। আমি তাকে রাসূল (ছাঃ)-এর নিকট নিয়ে আসলাম। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায়? সে বলল, আসমানে। তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, আমি কে? তখন সে বলল, আপনি আল্লাহ্র রাসূল (ছাঃ)। তখন নবী করীম (ছাঃ) বললেন, তাকে মুক্ত করে দাও, কারণ সে একজন ঈমানদার মেয়ে’।
(৪) আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, দয়াশীল মানুষদের উপর দয়াময় আল্লাহ রহম করেন। সুতরাং তোমরা পৃথিবীবাসীর উপর দয়া কর, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর অনুগ্রহ করবেন।
নির্বাচিত হাদিস pdf
