বিসমিল্লাহির রহমানির রহিম; আবু তাহের মিসবাহ লিখিত বই ইসলামকে জানতে হলে pdf free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
ইসলামকে জানতে হলে pdf
ইসলামকে জানতে হলে pdf: আল্লাহ তা’আলার অসংখ্য শোকর যে, তিনি আমাকে মুসলিম ঘরে জন্মদান করেছেন; তারপর মুসলিম পরিবারে এবং ইসলামী পরিবেশে প্রতিপালনের ব্যবস্থা করেছেন; সর্বোপরি সামান্য পরিমাণে হলেও দ্বীনের ইলম হাছিল করার, দ্বীনের পথে চলার এবং দ্বীনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেছেন। হামদ ও প্রশংসা তোমারই হে আল্লাহ! শোকর ও কৃতজ্ঞতা তোমারই হে আল্লাহ!
ইসলামকে জানতে হলে pdf download
ইসলাম আমি নিজের সাধনায় অর্জন করিনি; ইসলাম আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে, বিনা তলবে, বিনা মেহনতে, যেমন পেয়েছি আলো, বাতাস এবং মায়ের বুকে দুধ। আমার কানে প্রথম যে শব্দ প্রবেশ করেছে তা হলো আযান। যখন আধো আধো বোল ফোটবে, তখন আম্মা-আব্বা চেয়েছেন, আমার মুখে প্রথম শব্দটি যেন হয় আল্লাহ! যখন হরফ শেখার সময় হলো, মা বললেন, বলো বিসমিল্লাহ !!
মাকে মুছল্লায় দেখেছি, আর তাঁকে অনুসরণ করে, না বুঝেই সিজদা করেছি, অবুঝ শিশুর সিজদা ! অথচ আল্লাহর এক বান্দা ইসলাম গ্রহণ করার পর লিখেছেন, ‘আমার আল্লাহকে আমি প্রথম সিজদা করেছি, জীবনের দীর্ঘ চল্লিশটি বছর পার করার পর; আর আমার মা-বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কালিমাহীন অবস্থায়। অথচ স্বভাব ও প্রকৃতিতে তাঁরা এত ভালো মানুষ ছিলেন যে, আমার বিশ্বাস, ইসলামের দাওয়াত পেলে প্রথম সুযোগেই তাঁরা বলতেন, লাব্বাইক’! ইসলামকে জানতে হলে pdf
ইসলাম যে আল্লাহ তা’আলার পক্ষ হতে কী মহামূল্যবান নেয়ামত, তা আমাদের মত ‘ঘরোয়া মুসলিম’ হয়ত বুঝতে পারে না; কিন্তু জিজ্ঞাসা করুন সেই নও মুসলিম ভাইদের, জীবনের বহু বছর যারা জানতে পারেনি ইসলামের পরিচয়, ইসলাম কী? কাকে বলে ঈমান ও তাওহীদ? কে নবী মুহম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)? জিজ্ঞাসা করুন তাদের, বহু কষ্ট-যাতনার মধ্যে যারা পাড়ি দিয়েছে দ্বিধা-দ্বন্দ্বের সুদীর্ঘ পথ।
তারপর হৃদয় যখন এ বিশ্বাস ও প্রত্যয় অর্জন করেছে যে, ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং ইসলাম ছাড়া নাজাতের কোন পথ নেই, তখন দেখতে পেলেন, সামনে বহু বাধা-প্রতিকূলতা; অনেক শঙ্কা ও আশঙ্কা; নির্যাতন-নিপীড়নের ভয়, এমনকি জীবনেরও ঝুঁকি। তারপর যখন সবকিছু উপেক্ষা করে দৃপ্তকণ্ঠে ‘বুকের ঈমান মুখে উচ্চারণ করলেন তখন তাদের জিজ্ঞাসা করুন, ইসলাম কত বড় নেয়ামত এবং তা কবুল করা কত কঠিন !! জিজ্ঞাসা করুন, শুধু ইসলামের পরিচয় জানার জন্য তাদের পাড়ি দিতে হয়েছে কত কষ্ট-সাধনার পথ?
ইসলামকে জানতে হলে pdf download
মুসলিম ঘরে জন্মগ্রহণ করা তো আমার নিজের কোন পুণ্য নয়! অমুসলিম ঘরে জন্ম নেয়াও তো নয় কারো পাপ! সে তো মহাপ্রজ্ঞার অধিকারী আল্লাহই জানেন, কেন তিনি কী করেন?! কিন্তু প্রশ্ন হলো, এ মহানেয়ামতের শোকর হিসাবে আমাদের কি দায়িত্ব নয় হিকমত ও প্রজ্ঞার সঙ্গে তাদের কাছে ঈমানের দাওয়াত পেশ করা এবং ইসলামের সহজ-সরল পরিচয় তুলে ধরা? অবশ্যই আল্লাহ তা’আলার পক্ষ হতে এটা আমাদের উপর অর্পিত বিরাট দায়িত্ব, বিশেষ করে দয়াময় আল্লাহ অনুগ্রহ করে যাদের হাতে কলম দিয়েছেন। ইসলামকে জানতে হলে pdf
একটা সময় ছিলো যখন আলাদা করে ইসলামের পরিচয় পেশ করার প্রয়োজন হতো না; মুসলিমই ছিলো ইসলামের জীবন্ত পরিচয়। মানুষ তখন কিতাব খুলে ইসলামের পরিচয় নিতো না, মুসলিমকে দেখেই বুঝে নিতো, এ-ই হলো ঈমান! এ-ই হলো ইসলাম এবং আখলাকে মুসলিম!
ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটেছে এবং বড় শোচনীয় পরিবর্তন! ইসলাম এখন মুসলিমের জীবন থেকে বিদায় নিয়ে কিতাবের পাতায় ঠাঁই নিয়েছে। তাই ইসলামের পরিচয় তুলে ধরার জন্য এখন এমন কিতাবের প্রয়োজন, যা কারো হাতে তুলে দিয়ে বলা যায়, ইসলাম শুধু আমার জন্য নয়, তোমারও জন্য! সমগ্র মানবজাতির জন্য! প্রতিটি উত্তপ্ত হৃদয় ও পিপাসার্ত আত্মার জন্য!! ইসলামকে জানতে হলে pdf
তোমার তো চাই শীতল পানি! এই নাও, এই যে তোমার জন্য তোমার স্রষ্টার দেয়া শীতল পানি! পান করে তৃপ্ত হও এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হও। কোন দুর্ভাগা মুসলিম যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়, তাতে কি ইসলামের মূল্য এবং স্রষ্টার প্রতি তোমার দায়িত্ব কমে যায়?! আমাদের জীবনের পাতায় যদি না পাও, অন্তত কিতাবের পাতা থেকে গ্রহণ করো তোমার প্রতি তোমার স্রষ্টার দাওয়াত ও আহ্বান।
ইসলামকে জানতে হলে: মাওলানা আবু তাহের মেছবাহ
মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার pdf free download
ইসলামকে জানতে হলে pdf
