ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা আব্দুল আলী লিখিত বই ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf

লেখকমাওলানা আব্দুল আলী
ধরণইসলামী অর্থনীতি
ভাষাবাংলা
প্রকাশক*
প্রকাশকাল২০০৯
পৃষ্ঠা৮০
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

দেশের জনসাধারণের অনুকূল মনোবৃত্তি, আন্তরিক সমর্থন ও সহায়তা ব্যতীত শুধু আইনের জোরে কোন ব্যবস্থা দেশে টিকিতে পারে না। এইজন্য ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় জনসাধারণের নৈতিক উন্নতি বিধান ও অর্থনৈতিক দায়িত্ব ও কর্তব্যবোধ জাগাইয়া তোলার বিশেষ ব্যবস্থা রহিয়াছে । ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় দেশবাসীর ব্যক্তিগত দায়িত্ব ও কর্তব্য এবং রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য সমানভাবেই রহিয়াছে।

এই পুস্তকের প্রথম খণ্ডে মাঝে মাঝে রাষ্ট্রীয় কর্তব্য ও আইনগত বিধানের কিছুটা উল্লেখ থাকিলেও ব্যক্তিগত দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধেই বেশী আলোচনা করা হইয়াছে। সমষ্টির প্রতি প্রত্যেকের দায়িত্ব এবং জনকল্যাণের প্রতি আন্তরিক আগ্রহ জাগাইয়া তুলিয়া জনসাধারণের অনুকূল মনোবৃত্তি সৃষ্টি করার ব্যবস্থাও ইসলামী অর্থনীতির অপরিহার্য অংশ।

দ্বিতীয় খণ্ডে আইনগতভাবে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রের অর্থনৈতিক দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে আলোচনা করা হইবে । বইখানা লিখিতে আল্লামা মানাজির আসান গীলানীর “ইসলামী মায়া‘শিয়াত’ ও মওলানা হিফজুর রহমান সাহেবের “ইসলাম কা ইতিসাদী নেজাম’ হইতেই বেশী সাহায্য পাইয়াছি। দলীল প্রমাণ প্রায় সবই এই দুইখানা গ্রন্থ হইতে উদ্ধৃত করা হইয়াছে।

১৯৭৪ সালের ১৮ নভেম্বর আমার বড় ছেলের জন্ম। ঐ বছর ২৩ নভেম্বর আব্বা হজ্বে যান। হজ্বের আনুষ্ঠানিকতার মধ্যেই মক্কাতে তিনি ইন্তিকাল করেন। মক্কার জান্নাতুল আহলায় তার দাফন হয়। আমার সন্তানেরা তাদের দাদাকে দেখেনি। কিন্তু বিভিন্নভাবে দাদা সম্পর্কে ধারণা পেয়েছে। এতে দাদার প্রতি তাদের আকর্ষণ খুবই তীব্র।

অনেকেই মরহুম আব্বার বই প্রকাশের জন্য আমাকে উৎসাহিত করেছেন। আমার সন্তানেরা নিয়মিত অনুরোধ করে থাকে। তাদের অনুরোধেই ‘কিভাবে নামাজ পড়িতে হয়’ বইটি নতুন করে প্রকাশ করি। এ পর্যায়ে ‘ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা’ বইটি পুনরায় প্রকাশ করার সাহস করলাম। অনেকেই বইটি বাস্তবধর্মী বলে মত প্রকাশ করেছেন।

ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf

মন্তব্য করুন