নফসের বিরুদ্ধে লড়াই বই pdf download. nofser biruddhe lorai
মাহমুদ বিন নূর এর লেখা নফসের বিরুদ্ধে লড়াই বই pdf download করুন এই পোস্ট থেকে। nofser biruddhe lorai
আচ্ছা বলুন তাে শুধুমাত্র শয়তান-ই যদি আমাদেরকে গুমরাহ করে, তাে শয়তানকে গুমরাহ করেছে কে? শয়তান-ই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তাে শয়তানকে পথভ্রষ্ট করলাে কে? শয়তানের পূর্বে তাে কোনাে শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলাে কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে। নফস তাকে উদ্যত করেছে। নফস তাকে দিশেহারা করেছে। নফস তাকে পথভ্রষ্ট করেছে। এতদসত্ত্বেও, কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন?!
কেন আজ আমরা সবাই নফসের কাছে শেকলবন্দি? উচিত তাে ছিল, আমরা নফসকে শেকলবন্দি করব; কিন্তু উল্টো, সে আমাদের শেকলবন্দি করেছে। তাই তাে, আমরা নামাজ থেকে দূরে; নেক কাজ থেকে বিরত। অশ্লীল কাজে জড়িত; পাপের সাগরে ডুবন্ত।
নফসের বিরুদ্ধে লড়াই বই pdf download, নফসের বিরুদ্ধে লড়াই মাহমুদ বিন নূর pdf, nofser biruddhe lorai
বইটিতে যা আছে
প্রথম পরিচ্ছেদ
১. নফস কী? তা কীভাবে ডাইভার্ট করবেন?
২. কে সবচে বড় শত্রু, শয়তান নাকি নফস?
৩. নফসের ভিত্তিতে সৃষ্টির সেরা জীব
৪. নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র
৫. আজ-ই ফাস্ট আজ-ই লাস্ট
৬. নফস ঠিক তাে, সব ঠিক
৭. নফসের গােলামী করাও এক প্রকার শিরক
৮. মােকাবেলা
৯. নফসের খােরাক, রুহের খােরাক
১০. নফসের হাতিয়ার
১১. নফসের চিকিৎসা করুন, নয়তাে পচন ধরবে
১২. শেকলবন্দি—আমার কাছে নফস, নাকি নফসের কাছে আমি?
১৩. নফসের ব্যাপারে সতর্ক হােন
১৪. এই গােনাহের পিছনে ইন্ধনদাতা কে?
১৫. নফসের গােলামীর কারণ
দ্বিতীয় পরিচ্ছেদ
১. নফসের ধোঁকায় পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ
২. নফসের ধোঁকায় আযীযের স্ত্রী জুলাইখার পদস্খলন
৩. নফসের ধোঁকায় অপবাদ রটানাে
তৃতীয় পরিচ্ছেদ
১. নফসের ব্যাধি: ১
২. নফসের ব্যাধি: ২
৩. নফসের ব্যাধি: ৩
৪. নফসের ব্যাধি: ৪
৫. নফসের ব্যাধি: ৫
৬. নফসের ব্যাধি: ৬
৭. নফসের ব্যাধি: ৭
চতুর্থ পরিচ্ছেদ
১. নফস নিয়ন্ত্রণ করতে জরিমানা আরােপ করুন
২. নফস নিয়ন্ত্রণ করতে বেশি বেশি আত্মসমালােচনা করুন
৩. রিমাইন্ডার
৪. নফস নিয়ন্ত্রণে নামাজের ভূমিকা
৫. নফস নিয়ন্ত্রণে যাকাতের ভূমিকা
৬. লাগামহীন নফস বিষাক্ত সাপের মতাে
৭. কিছু কথন
নফসের বিরুদ্ধে লড়াই বই pdf download, নফসের বিরুদ্ধে লড়াই মাহমুদ বিন নূর pdf, nofser biruddhe lorai
নফস কী? তা কীভাবে ডাইভার্ট করবেন?
নফস বলা হয়, মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদি -কে। এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন। যেমন: আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লােভ-লালসা ইত্যাদি। সব গুলােকে এক কথায়, ‘জৈবিক চাহিদা’ বলা যায়। আর এগুলােই হলাে নফস বা প্রবৃত্তি।
নফস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল পরিক্রমায়, স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রুপ ধারণ করে। তাই বলা যায়—অবস্থানের দিক দিয়ে নফস তিন প্রকার।
১. নফসে আম্মারাহ
২. নফসে লাওয়্যামাহ
৩. নফসে মুত্বমায়িন্নাহ
নফসের বিরুদ্ধে লড়াই বই pdf, নফসের বিরুদ্ধে লড়াই মাহমুদ বিন নূর pdf, nofser biruddhe lorai