তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল

তাহাজ্জুদ-নামাজ-সুন্নত-নাকি-নফল-বা-তাহাজ্জুদ-নামাজের-বিধান

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল বা তাহাজ্জুদ নামাজের বিধান। তাহাজ্জুদের সালাত সুন্নাতে মুয়াক্কাদাহ। কুরআন, সুন্নাহ ও উম্মতের ইজমা দ্বারা তা প্রমাণিত। আল্লাহ তা’আলা রহমানের বান্দাদের গুণাগুণ সম্পর্কে বলেন, আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দন্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।

সূরা আল-ফুরকান, আয়াত: ৬৪

অন্যত্র তিনি মুত্তাকীদের গুণাগুণ আলোচনায় বলেন,

রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাত আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত।

সূরা আয-যারিয়াত, আয়াত: ১৭-১৮

তিনি অন্যত্র বলেন,

তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তারা সেজদা করে। 

সূরা আলে ইমরান, আয়াত: ১১৩

তিনি আরো বলেন,

এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 

সূরা আলে ইমরান, আয়াত: ১৭

আল্লাহ তাআলার নিকট রাতের সালাতের গুরুত্ব অধিক, তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,

হে চাদর আবৃত! রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি করো। 

সূরা আল-মুযযাম্মিল, আয়াত: ১-৪

তিনি আরো বলেন,

আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর তােমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। 

সূরা আল-ইসরা, আয়াত: ৭৯

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাতের সালাতের প্রতি উদ্বুদ্ধ করে বলেন,

রমজানের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, আর ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। 

সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৩

আল্লাহ তায়ালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার ও আমল করার তাওফীক দান করুক; আল্লাহুম্মা আমীন।

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল, তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নত, তাহাজ্জুদ নামাজ সুন্নত না নফল, তাহাজ্জুদের নামাজ সুন্নত না কি নফল, তাহাজ্জুদ সুন্নত না কি নফল, তাহাজ্জুদ নামাজ কি নফল না কি সুন্নত, তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নত, তাহাজ্জুদ নামাজ কি সুন্নত না নফল, তাহাজ্জুদ নামাজ কি নফল না সুন্নত, তাহাজ্জুদ নামাজ সুন্নাত না কি নফল, তাহাজ্জুদ নামাজ সুন্নত না ফরজ, তাহাজ্জুদ নামায সুন্নত ইয়া নফল, তাহাজ্জুদ নামাজ সুন্নাত বা নফল, তাহাজ্জুদ নামাজের বিধান, 

তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত | প্রথম আলো

তাহাজ্জুদ-নামাজ নফল না কি সুন্নত? | NTV Online

তাহাজ্জুদ নামাজ সুন্নত না কি নফল – প্রবাসীর দিগন্ত

তাহাজ্জুদ নামাজ নফল না সুন্নত? – our Islam

তাহাজ্জুদ-নামাজ কি সুন্নত না কি নফল? – Bissoy