ইমাম মালেক শরীকানায় ফলের বাগানে উৎপাদন অধ্যায় হাদিস নং ১৩৮৫ – ১৩৮৭

পরিচ্ছেদঃ ১ ফলের বাগানে শরীকানার বর্ণনা [১] [১] যদি কোন ব্যক্তি স্বীয় বাগানের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কারো প্রতি সোপর্দ করে দেয় এবং বিনিময়ে ফলের একাংশ তাকে দিয়ে দেয় একে ‘মুসাকাত’ বলা হয়। প্রায় সকল ইমামই একে জায়েয বলেন। কিন্তু ইমাম আবূ হানীফা (র) একে নাজায়েয (অবৈধ) বলেন। ১৩৮৫ حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ … বিস্তারিত পড়ুন