ইমাম মালেক জানাজা অধ্যায় হাদিস নং ৫০৫ – ৫৬০

পরিচ্ছেদঃ ১ মৃতের গোসল ৫০৫ حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسِّلَ فِي قَمِيصٍ. মুহাম্মদ ইবনু বাকির (র) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে কোর্তা পরিহিত অবস্থায় গোসল দেওয়া হয়েছে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)         হাদিসের মানঃ …

ইমাম মালেক জানাজা অধ্যায় হাদিস নং ৫০৫ – ৫৬০ Read More »