কুরআন

১১৪ সূরা আন নাস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, ২. مَلِكِ النَّاسِ মানুষের অধিপতির, ৩. إِلَٰهِ النَّاسِ মানুষের মা’বুদের ৪. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, ৫. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ যে কুমন্ত্রণা দেয় মানুষের…

১১৩ সূরা আল ফালাক বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, ২. مِنْ شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, ৩. وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, ৪. وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ গ্রন্থিতে ফুঁৎকার…

১১২ সূরা আল ইখলাস বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক, ২. اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী, ৩. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ৪. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এবং তার সমতুল্য কেউ নেই।  

১১১ সূরা আল লাহাব বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, ২. مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। ৩. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে ৪. وَامْرَأَتُهُ…

১১০ সূরা আন নাসর বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ১. 110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ২. 110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, ৩. 110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন…

১০৯ সূরা আল কাফিরুন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 109:1 قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ বলুন, হে কাফেরকূল, 109:2 لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। 109:3 وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি 109:4 وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। 109:5 وَلَا أَنْتُمْ…

১০৮ সূরা আল কাওসার বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 108:1 إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। 108:2 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। 108:3 إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

১০৭ সূরা আল মাউন বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 107:1 أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? 107:2 فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় 107:3 وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। 107:4 فَوَيْلٌ لِلْمُصَلِّينَ অতএব দুর্ভোগ সেসব নামাযীর, 107:5 الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ…

১০৬ সূরা আল কুরাইশ বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 106:1 لِإِيلَافِ قُرَيْشٍ কোরাইশের আসক্তির কারণে, 106:2 إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। 106:3 فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার 106:4 الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

১০৫ সূরা আল ফীল বাংলা অনুবাদ সহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? 105:2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? 105:3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, 105:4 تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ যারা…