প্যারাডক্সিক্যাল সাজিদ ১ম পর্ব pdf: আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন টাইপ করছে হয়তাে! আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচন্ড রকম তৃষ্ণার্ত! তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়! সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বললাে,- ‘কি রে, কিছু হইলাে?’
আমি হতাশ গলায় বললাম,- ‘নাহ।’ তার মানে তােকে একবছর ড্রপ দিতেই হবে?’- সাজিদ জিজ্ঞেস করলাে। আমি বললাম,- ‘কি আর করা। আল্লাহ যা করেন ভালাের জন্যই করেন।’ সাজিদ বললাে,- ‘তােদের এই এক দোষ, বুঝলি? দেখছিস পুওর এ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস, আল্লাহ যা করেন ভালাের জন্যই করেন! ভাই, এইখানে কোন ভালােটা তুই পাইলি, বলতাে?’
সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রো বায়ােলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিলাে। নামাজকালাম করতাে। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন এগনােষ্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরােপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ। আর ‘ইশ্বর’ ধারনাটাই এইরকম স্বার্থান্বেষী কোন মহলের মস্তিষ্কপ্রসূত।
এরকমও তাে হতে পারতাে, ধর, আমি সারাবছর একদমই পড়াশুনা করলাম না। পরীক্ষায় ফেইল মারলাম। এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ যেতাে। হয়তাে ফেইলের অপমানটা আমি নিতে পারতাম না। আত্মহত্যা করে বসতাম।’ সাজিদ হা হা হা হা করে হাসা শুরু করলাে। বললাে,- ‘কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই।’ এই বলে সে আবার হাসা শুরু করলাে। বিদ্রুপাত্মক হাসি।
প্যারাডক্সিক্যাল সাজিদ বই ১ম পর্ব ও ২য় পর্ব pdf – আরিফ আজাদ