ফাযায়েলে সাদাকাত pdf free download. Fazail e Sadaqat Bangla
বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ যাকারিয়্যা ছাহেব কান্ধলভী রহঃ এর লেখা বই ফাযায়েলে সাদাকাত এর pdf ফাইল free ডাউনলোড করতে নিচে দেওয়া বইয়ের নামের উপর ক্লিক করুন; তারপর গুগল ড্রাইভ থেকে download করুন।
আল্লাহ তায়ালার খাছ মেহেরবানী ও অশেষ রহমতে দীর্ঘদিন অপেক্ষার পর হযরত শায়খুল হাদীস যাকারিয়্যা (রহ) এর ‘ফাযায়েলে সাদাকাত’ কিতাবের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ তরজমা প্রকাশিত হইল। মুফতি উবায়দুল্লাহ সাহেব ইহার বঙ্গানুবাদ করিয়াছেন অতঃপর মাওলানা হাফেজ মুহাম্মদ জুবায়ের ও মাওলানা রবিউল হক ছাহেবান আদ্যোপান্ত মূলের সহিত ইহাকে মিলিয়েছেন এবং প্রয়োজনীয় স্থানসমূহে পরিবর্তন, পরিমার্জন ও মূলানুগ করিবার ব্যাপারে রাত্র-দিন যথেষ্ট মেহনত করিয়াছেন।
দোয়া করি, আল্লাহ তায়ালা উক্ত মেহনতকে আখেরাতের যখীরা হিসেবে কবুল করুন এবং বিশ্বের বাংলাভাষী সকল মুসলমানকে ইহা দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমীন।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়্যা ছাহেব (রহঃ) এর ফাযায়েলে সাদাকাত’ কিতাব খানের তরজমা বাংলা ভাষায় পুরোপুরি ভাবে করা হইল। হাজী আব্দুল মুকিত সাহেব (রহঃ)এর একান্ত আগ্রহ ও আদেশে মুফতি উবায়দুল্লাহ সাহেব ইহার যথাযথ তরজমা করিয়াছেন। আল্লাহ তায়ালা তাহার এই প্রচেষ্টাকে কবুল করুন ও পুরা উম্মতকে ইহা দ্বারা উপকৃত করুন, আমীন।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়্যা ছাহেব (রহঃ) এর ‘ফাযায়েলে সাদাকাত’ কিতাব খানের মোকাম্মাল বাংলা তরজমা প্রকাশিত হল। হাজী আব্দুল মুকিত সাহেব (রহঃ) এর একান্ত আগ্রহ ও হুকুমে তাঁরই হেদায়েত মোতাবেক মুফতি উবায়দুল্লাহ সাহেব ইহার তরজমা করিয়াছেন। আল্লাহ তায়ালা তাঁহা মেহনতকে কবুল করুন এবং উম্মতকে ইহা দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দান করুন, আমীন।
আলহামদুলিল্লাহ, শাইখুল হাদীস হযরত মাওলানা যাকারিয়্যা (রহ) রচিত ঈমান আমল ও দাওয়াত-তাবলীগের জবা পয়দাকারী মশহুর কিতাব ‘ফাযায়েলে সাদাকাত’ এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হয়। অনুবাদের ক্ষেত্রে মূল গ্রন্থকার হযরত শায়েখ (রহঃ) এর দেওয়া মৌলনীতি ও দিক নির্দেশনা যথাযথ অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তিনি যে নীতিমালা দিয়াছেন, তাহা হইল—
হযরত হাজী আব্দুল মুকিত সাহেব (রহঃ) এর সরাসরি নির্দেশ, দিলি তামান্না ও ঐকান্তিক আগ্রহই কিতাবখানা তরজমার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে। ইন্তেকালের তিন মাস পূর্বেও তিনি এই বলিয়া বিশেষ তাম্বীহ ও খাছ হেদায়েত দিয়েছেন যে, তরজমা এমন সরল সহজ হইতে হইবে, যেন সাধারণ মানুষ অনায়াসেই পড়িতে ও তালিম করতে পারে।
আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের ছাহেব ও মাওলানা রবিউল হক ছাহেবকে, তাঁহারা কাকরাইলের বর্তমান মুরুব্বী গনের মানশা মোতাবেক পাণ্ডুলিপির আগাগোড়া মূল কিতাবের সহিত অক্ষরে অক্ষরে মিলাইয়া প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন করিয়া দিয়াছেন।
কাকরাইলের সকল আহলে শুরা, আকাবেরীন, অন্যান্য মুরুব্বিয়ান ও দোস্ত-আহবাবের নিকট আমি শোকর গুজার যে, তাঁহারা খাছ দোয়া ও তাওয়াজ্জুহ দ্বারা আমাকে হিম্মত দিয়াছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজানও ইহার জন্য আন্তরিক দোয়া করিয়াছেন। আল্লাহ পাক দোজাহানে তাহাদিগকে বহুত বহুত জাযায়ে খায়ের দান করুন ও দরজা বুলন্দ করুন! কিতাবখানার তরজমা ও প্রকাশের ব্যাপারে যে সকল আহবাব আমাকে সহযোগিতা করিয়াছেন আল্লাহ পাক তাঁহাদেরকেও উভয় জাহানের উত্তম বদলা দান করুন।
পাঠকবর্গের খেদমতে সবিনয় আবেদন যে, কোন প্রকার ভুল-ত্রুটি ধরা পড়লে জানাইয়া কৃতার্থ করিবেন। পরবর্তীতে সংশোধন করিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ।
পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে মিনতি পেশ করিতেছি, তিনি যেন আপন দয়ায় কিতাবখানা কবুল করিয়া নিন এবং ইহাকে সকল উম্মতের আমল, হেদায়েত ও নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমান।
Tags: ফাযায়েলে সাদাকাত pdf, ফাযায়েলে সাদাকাত pdf download, ফাজায়েলে সাদাকাত pdf, ফাযায়েলে সাদাকাত ২য় খন্ড pdf, ফাযায়েলে সাদাকাত ডাউনলোড, ফাজায়েলে সাদাকাত pdf download, ফাযায়েলে সাদাকাত pdf free download
Tags: fazail sadaqat bangla pdf, fazail e sadaqat part 2 pdf, fazail e sadaqat pdf, fazail sadaqat pdf, fazail e sadaqat bangla pdf