সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ সহ. Sontaner Jonno Dua Bangla
সন্তানের জন্য দোয়া, সন্তানের কল্যাণের জন্য দোয়া, সন্তানের নিরাপত্তার জন্য দোয়া, সন্তানের মঙ্গলের জন্য দোয়া, ছেলে সন্তানের জন্য দোয়া, অবাধ্য সন্তানের জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ, নেক সন্তানের জন্য দোয়া, বাচ্চাদের জন্য দোয়া, গর্ভের সন্তানের জন্য দোয়া, বাচ্চার জন্য দোয়া, sontaner jonno dua, sontaner jonno dua bangla, nek sontaner jonno dua, sontan er jonno dua, sontaner susthotar jonno dua, nekkar sontaner jonno dua
সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ সহ. Sontaner Jonno Dua Bangla
বিসমিল্লাহির রহমানির রহিম, আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তিনটি দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোন সন্দেহ নাই। (১) মযলুম বা নির্যাতিতের দোয়া, (২) মুসাফিরের দোয়া এবং (৩) সন্তানের জন্য পিতা-মাতার দোয়া (দারিমী, তিরমিযী, ইবনে মাজাহ)।
উত্তম সন্তান পেতে দোয়া
আদর্শ, সৎ, নিষ্ঠাবান বা উত্তম সন্তানের প্রত্যাশা সবার থাকে। তাই মা বাবার উচিত উত্তম সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। পবিত্র কুরআনের সুরা সাফফাতে এমন একটি দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলোঃ-
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস স্ব-লিহীন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন।
সুরা সাফফাত: ১০০
সন্তানের নিরাপত্তার জন্য দোয়া
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণঃ উইজুকুমা বিকালিমাতিল-লাহিত-তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মা, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
অর্থ: “আমি আল্লাহর নিখুঁত বাণীতে তোমাদের জন্য প্রত্যেক শয়তান ও প্রতিটি জন্তু থেকে এবং প্রতিটি ঈর্ষাকাতর নিন্দনীয় চোখ থেকে নিরাপত্তা চাই।”
(জামে আত-তিরমিযী)
মা বাবা সন্তানের জন্য এবং সন্তান যে দেশে বাস করে, সে দেশের নিরাপত্তার জন্য দোয়া করবেন। এবং সন্তান যেন মূর্তি পূজা থেকে রক্ষা পায় সেজন্য দোয়া করবেন। পবিত্র কোরআনে এমন একটি দোয়ার উল্লেখ আছে। ইব্রাহীম আঃ তার সন্তানদের জন্য দোয়াটি করেছিলেন। দোয়াটি হলোঃ-
رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّ اجۡنُبۡنِیۡ وَ بَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ
উচ্চারণ: রাব্বিজআল হাজাল বালাদা আ-মিনাও ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন না-বুদাল আসনা-ম।
অর্থ: হে আমার পালনকর্তা! এ নগরকে নিরাপদ-শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখুন।
সূরা ইব্রাহীম: ৩৫
সন্তানের কল্যাণের জন্য দোয়া
সন্তান যেন শয়তানের প্ররোচনা, মানুষের কুদৃষ্টি ও সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পায় সেজন্য আল্লাহ তাআলার কাছে নিচের দোয়াটি করতে হবে। যে দোয়াটি হাসান-হুসাইনের জন্য মহানবী (সঃ) করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত হাদিসে দোয়াটি এসেছে এভাবেঃ-
أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিঁও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
অর্থ: আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তি কামনা করছি।
সুনানে আবু দাউদ: ৪৭৩৭
সন্তানের দীনদারির জন্য দোয়া
সন্তান যেন দীনদার হয় এবং দীনের দায়িত্বে উদাসীন না হয় সে জন্য দোয়া করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ইব্রাহিম আঃ তার সন্তানদের জন্য এ মর্মে দোয়া করেছিলেন। দোয়াটি হলোঃ-
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
উচ্চারণ: রাব্বিজ আলনী মুকীমাস সালা-তি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন।
সুরা ইব্রাহিম: ৪০
মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ হওয়ার দোয়া
এমন স্ত্রী ও সন্তান প্রার্থনা করতে আল্লাহ তায়ালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাদেরকে দেখে চক্ষু শীতল হয়ে যায় এবং তারা যেন মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ হতে পারে। দোয়াটি হলোঃ-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররাতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
সূরা ফুরকান: ৭৪
সন্তানের উত্তম রিযিকের জন্য দোয়া
সন্তানের উত্তম রিজিকের জন্য আল্লাহর নিকটে দোয়া করা আমাদের একান্ত কর্তব্য। যেমনটি ইব্রাহীম আঃ তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। দোয়াটি হলোঃ-
رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
উচ্চারণ: রাব্বানা লিয়ুক্বিমুস সালাতা ফাঝআল আফ্ইদাতাম মিনান নাসি তাহ্ওয়ি ইলাইহিম ওয়ারযুক্হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
অর্থ: হে আমার প্রতিপালক! তারা (সন্তান-সন্তুতি) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।
সুরা ইবরাহিম: আয়াত ৩৭
শিশুদের স্বাস্থ্যের জন্য দুআ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
আল্লাহুম্মা রাব্বান-নাসি মুজহিবাল বা’সি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফায়ান লা য়ুগাদিরু সুকমা।
হে আল্লাহ! তুমি মানুষের রব, রোগ নিরাময়কারী, আরোগ্য দান কর, তুমি আরোগ্য দানকারী। তুমি ব্যতীত আর কেউ আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দাও, যা কোন রোগ অবশিষ্ট রাখে না।
(সহীহ আল-বুখারী)
শিশুদের সাফল্যের জন্য দুআ
اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ سَهْلاً
আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলান, ওয়া আনতা তাজ-আলুল হাজনা ইজা সিয়তা সাহলা।
“হে আল্লাহ! তুমি যা সহজ করেছ তা ছাড়া কিছুই সহজ নয়। তুমি চাইলে কঠিনকে সহজ করে দিতে পারো।”
(সহীহ ইবনে হিব্বান)
সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ সহ. Sontaner Jonno Dua Bangla
সন্তানের জন্য দোয়া, সন্তানের কল্যাণের জন্য দোয়া, সন্তানের নিরাপত্তার জন্য দোয়া, সন্তানের মঙ্গলের জন্য দোয়া, ছেলে সন্তানের জন্য দোয়া, অবাধ্য সন্তানের জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া বাংলা উচ্চারণ, নেক সন্তানের জন্য দোয়া, বাচ্চাদের জন্য দোয়া, গর্ভের সন্তানের জন্য দোয়া, বাচ্চার জন্য দোয়া, মেয়ে সন্তানের জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া আরবি, স্ত্রী সন্তানের জন্য দোয়া, চক্ষু শীতলকারী সন্তানের জন্য দোয়া, শিশু সন্তানের জন্য দোয়া, কন্যা সন্তানের জন্য দোয়া, স্ত্রী ও সন্তানের জন্য দোয়া, সুসন্তানের জন্য দোয়া, নেককার সন্তানের জন্য দোয়া
sontaner jonno dua, sontaner jonno dua bangla, nek sontaner jonno dua, sontan er jonno dua, sontaner susthotar jonno dua, nekkar sontaner jonno dua
ইসমে আজম দোয়া বাংলা উচ্চারণ সহ. Isme Azam Dua Bangla
সূরা কাহাফ এর ফজিলত. সূরা কাহাফের প্রথম ১০ আয়াত এর ফজিলত
ফি আমানিল্লাহ অর্থ কি? Fi Amanillah meaning Bangla
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন অর্থ কি
সন্তানের জন্য পাঁচটি দোয়া করতে ভুলবেন না – Dhaka Mail