Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

দুধ খাওয়ার দোয়া ও খাবার খাওয়ার দোয়া

দুধ খাওয়ার দোয়া ও খাবার খাওয়ার দোয়া Info

Join us on Telegram

দুধ খাওয়ার দোয়া ও খাবার খাওয়ার দোয়া Description

দুধ-খাওয়ার-দোয়া-ও-খাবার-খাওয়ার-দোয়া

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে দুধ খাওয়ার দোয়া ও খাবার খাওয়ার দোয়া। যেকোন খাবার বা পানীয় খাওয়া বা পান করার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলতে হয়। এবং খাওয়া বা পান করার মাঝে অথবা পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। এছাড়াও দুধ বা যেকোন খাবার খাওয়ার সময় নিম্নোক্ত দোয়া পড়া সুন্নাত।

দুধ খাওয়ার দোয়া

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ ‏

উচ্চারণ: আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া যিদনা মিনহু।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়ে আরো বৃদ্ধি করে দিন।

খাবার খাওয়ার দোয়া

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া আত্বয়িমনা খাইরাম মিনহু।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাবার দান করুন।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব আমানী হা-যা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়া লা কুউওয়াতিন।

অর্থ: সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযক দিয়েছেন, আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত।

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا

উচ্চারণ: আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব আমা ওয়া সাক্বা ওয়া সাউওয়াগাহু ওয়া জা’আলা লাহু মাখরাজা।

অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি খাওয়ালেন, পান করালেন, পেটে প্রবেশ করা সহজ করে দিলেন এবং এগুলো বের হওয়ারও ব্যবস্থা রাখলেন।

দুধ ও খাবার খাওয়ার দোয়া হাদিস

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য দুধ আনা হলো। তিনি তা পান করলেন এবং তোমাদের কেউ খাবার খাওয়ার সময় যেন বলে : ‘আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া আত্বয়িমনা খাইরাম মিনহু’ অর্থাৎ ‘হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাবার দান করুন’। এবং দুধ পানের সময় যেন বলে : ‘আল্লাহুম্মা বারিকলানা ফিহি ওয়া যিদনা মিনহু’ অর্থাৎ ‘হে আল্লাহ! আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়ে আরো বৃদ্ধি করে দিন’। কেননা একমাত্র দুধই খাদ্য ও পানীয় উভয়ের কাজ দেয়।

আবু দাউদ ৩৭৩০

হাদিসের মান : সহিহ হাদিস

মুআয ইবন আনাস (রাঃ) হতে তার পিতা থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক আহার করার পর বলল, ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব আমানী হা-যা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়া লা কুউওয়াতিন’ অর্থাৎ ‘সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিযক দিয়েছেন, আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত’, তার আগের সকল অপরাধ ক্ষমা করা হয়।

তিরমিজি ৩৪৫৮

হাদিসের মান: হাসান হাদিস

আবূ আইয়ূব আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাওয়া বা পান করার পর বলতেনঃ ‘আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব আমা ওয়া সাক্বা ওয়া সাউওয়াগাহু ওয়া জা’আলা লাহু মাখরাজা’ অর্থাৎ ‘সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি খাওয়ালেন, পান করালেন, পেটে প্রবেশ করা সহজ করে দিলেন এবং এগুলো বের হওয়ারও ব্যবস্থা রাখলেন’।

আবু দাউদ ৩৮৫১

হাদিসের মান: সহিহ হাদিস

Similar Posts

Related posts

Latest Tafsir

Latest Book

Scroll to Top