Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তায়াম্মুমের নিয়ম কি এবং তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি?

তায়াম্মুমের-নিয়ম-ও-সংজ্ঞা.-তায়াম্মুমের-ফরজ-কয়টি-কি-কি

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে তায়াম্মুম শব্দের অর্থ কি, তায়াম্মুমের নিয়ম ও সংজ্ঞা, তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি, তায়াম্মুম কখন করা যাবে এবং কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়।

তায়াম্মুম শব্দের অর্থ কি

তায়াম্মুম অর্থ ‘সংকল্প করা’। পারিভাষিক অর্থে, পানি না পাওয়া গেলে ওযু বা গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জনের ইসলামী পদ্ধতিকে ‘তায়াম্মুম’ বলে। এটি মুসলিম উম্মাহর জন্য আল্লাহর অন্যতম বিশেষ অনুগ্রহ। যা ইতিপূর্বে কোন উম্মতকে দেওয়া হয়নি।

ফিকহুস সুন্নাহ ১/৫৯।

মহান আল্লাহ বলেন,

আর যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাক অথবা পায়খানা থেকে আস কিংবা স্ত্রী স্পর্শ করে থাক, অতঃপর পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা ‘তায়াম্মুম’ কর ও তা দ্বারা তোমাদের মুখমন্ডল ও হস্তদ্বয় মাসেহ কর।

মায়েদা ৫/৬, নিসা ৪/৪৩।

তায়াম্মুমের নিয়ম

পবিত্রতা অর্জনের নিয়তে ‘বিসমিল্লাহ’ বলে মাটির উপর দু’হাত মেরে তাতে ফুঁক দিয়ে মুখমণ্ডল ও দু হাতের কব্জি পর্যন্ত একবার বুলাবে।

মুত্তাফাক্ব ‘আলাইহ, তিরমিযী, ইবনে মাজাহ প্রভৃতি মিশকাত হা/৪০২ ‘পবিত্রতা’ অধ্যায়-৩, অনুচ্ছেদ-৪; আবু দাউদ হা/১০১-০২; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৫২৮ ‘তায়াম্মুম’ অনুচ্ছেদ-১০।

দুইবার হাত মারা ও কনুই পর্যন্ত মাসেহ করার হাদিস যঈফ।

আবু দাউদ হা/৩৩০, অনুচ্ছেদ-১২৪; ঐ, মিশকাত হা/৪৬৬ ‘পবিত্রতা’ অধ্যায়-৩, অনুচ্ছেদ-৬।

তায়াম্মুমের ফরজ কয়টি

তায়াম্মুমের ফরজ দুটি। যথা:

১. নিয়ত করা

২. বিসমিল্লাহ বলে মাটির উপর দু’হাত মেরে তাতে ফুঁক দিয়ে মুখমণ্ডল ও দু হাতের কব্জি পর্যন্ত একবার বুলানো।

তায়াম্মুম কখন করা যাবে

(১) যদি পাক পানি না পাওয়া যায়

(২) পানি পেতে গেলে যদি সালাত কাযা হওয়ার ভয় থাকে

(৩) পানি ব্যবহারে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে

(৪) যদি কোন বিপদ বা জীবনের ঝুঁকি থাকে ইত্যাদি।

উপরোক্ত কারণ সমূহের প্রেক্ষিতে ওযু বা ফরজ গোসলের পরিবর্তে প্রয়োজনে দীর্ঘদিন যাবত একটানা ‘তায়াম্মুম’ করা যাবে।

মায়েদা ৫/৬; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৫২৭ ‘পবিত্রতা’ অধ্যায়-৩, ‘তায়াম্মুম’ অনুচ্ছেদ-১০ ; বুখারী হা/৩৪৪, ১/৪৯ পৃঃ; আহমাদ, তিরমিযী ইত্যাদি মিশকাত হা/৫৩০।

রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,

নিশ্চয়ই পবিত্র মাটি মুসলমানদের জন্য অযুর মাধ্যম স্বরূপ। যদিও সে ১০ বছর পর্যন্ত পানি না পায়।

আহমাদ, তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, মিশকাত হা/৫৩০, ‘তায়াম্মুম’ অনুচ্ছেদ-১০।

কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়

আরবী পরিভাষায় ‘মাটি’ বলতে ভূ-পৃষ্ঠকে বুঝায়। আরব দেশের মাটি অধিকাংশ পাথুরে ও বালুকাময়। বিভিন্ন সফরে আল্লাহর নবী (ছাঃ) ও সাহাবীগণ বালুকাময় মরুভূমির মধ্য দিয়ে বহু দূরের রাস্তা অতিক্রম করতেন। বিশেষ করে মদিনা হতে প্রায় ৭৫০ কি: মি: দূরে ৯ম হিজরীর রজব মোতাবেক ৬৩০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তাবুক যুদ্ধের সফরে তারা মরুভূমির মধ্যে দারুণ পানির কষ্টে পড়েছিলেন। কিন্তু ‘তায়াম্মুমের’ জন্য দূর থেকে মাটি বহন করে নিয়ে গিয়েছিলেন বলে জানা যায় না। অতএব ভূ- পৃষ্ঠের মাটি, বালি বা পাথুরে মাটি ইত্যাদি দিয়ে ‘তায়াম্মুম’ করা যাবে। তবে ধুলা-মাটিহীন স্বচ্ছ পাথর, কাঠ, কয়লা, লোহা, মোজাইক, প্লাস্টার, টাইলস, চুন ইত্যাদি দ্বারা ‘তায়াম্মুম’ জায়েয নয়।

জ্ঞাতব্য

(১) ‘তায়াম্মুম’ করে সালাত আদায়ের পর ওয়াক্তের মধ্যে পানি পাওয়া গেলে পুনরায় ঐ ছালাত আদায় করতে হবে না।

আবু দাউদ, নাসাঈ, দারেমী, মিশকাত হা/৫৩৩; আবু দাউদ হা/৩৩৮।

(২) ওযুর মাধ্যমে যেসব কাজ করা যায়, তায়াম্মুমের দ্বারা সেসব কাজ করা যায়। অমনিভাবে যেসব কারণে ওযু ভঙ্গ হয়, সেসব কারণে ‘তায়াম্মুম’ ভঙ্গ হয়।

(৩) যদি মাটি বা পানি কিছুই না পাওয়া যায়, তাহলে বিনা ওযূতেই সালাত আদায় করবে ।

বুখারী হা/৩৩৬; মুত্তাফাক্ব ‘আলাইহ ও অন্যান্য; নায়লুল আওত্বার ১/৪০০, ‘পানি ও মাটি ব্যতীত সালাত’ অনুচ্ছেদ।

Share the Post

Rate the Post

Rating Summary

0.0
0.0 out of 5 stars (based on 0 reviews)
Excellent0%
Very good0%
Average0%
Poor0%
Terrible0%

Latest Reviews

There are no reviews yet. Be the first one to write one.

Latest Post