Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম. Matha bethar Dua Bangla

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম. Matha bethar Dua Bangla Info

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম. Matha bethar Dua Bangla Description

মাথা-ব্যথার-দোয়া-পাঠের-নিয়ম.-Matha-bethar-Dua-Bangla

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথা ব্যথার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ এবং মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম।

মাথা ব্যথার দোয়া আরবি

أَعُوذُ بِعِزَّةِ اللّهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

মাথা ব্যথার দোয়া বাংলা উচ্চারণ

আঊযু বিইযযাতিল্লাহি ওয়া কুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহাযির।

মাথা ব্যথার দোয়া বাংলা অর্থ

আমি আল্লাহর সম্মান ও তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি, যা আমি অনুভব করছি ও আশংকা করছি তাঁর ক্ষতি হতে।

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম

وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّه شَكَا إِلى رَسُولِ اللّهِ ﷺ وَجَعًا يَجِدُه فِي جَسَدِه فَقَالَ لَه رَسُولُ اللّهِ ﷺ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِىْ يَأْلَمُ مِنْ جَسَدِكَ وَقُلْ: بِسْمِ اللّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ: أَعُوذُ بِعِزَّةِ اللّهِ وَقُدْرَتِه مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ». قَالَ: فَفَعَلْتُ فَأَذْهَبَ اللّهُ مَا كَانَ بِىْ. رَوَاهُ مُسْلِمٌ

উসমান ইবন আবুল আস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একবার তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁর শরীরে অনুভূত একটি ব্যথার কথা জানালেন। এ কথা শুনে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, যে জায়গায় তুমি ব্যথা অনুভব করো সেখানে তোমার হাত রাখো। তারপর তিনবার ‘‘বিসমিল্লা-হ’’ (অর্থাৎ আল্লাহর নামে) আর সাতবার বলো, ‘‘আ‘ঊযু বি‘ইযযাতিল্ল-হি ওয়া কুদ্‌রাতিহী মিন্ শার্‌রি মা- আজিদু ওয়াউহা-যির’’ (অর্থাৎ আমি আল্লাহর সম্মান ও তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি, যা আমি অনুভব করছি ও আশংকা করছি তাঁর ক্ষতি হতে)।

উসমান ইবন আবুল ‘আস বলেন, আমি তা করলাম। ফলে আমার শরীরে যে ব্যথা-বেদনা ছিল তা আল্লাহ দূর করে দিলেন।

মুসলিম ২২০২, আবূ দাঊদ ৩৮৯১, আত তিরমিযী ২০৮০, ইবনে মাজাহ ৩৫২২, মুয়াত্ত্বা মালিক ৭৪২, ইবনু আবী শায়বাহ ২৩৫৮৩, আহমাদ ১৬২৬৮, ইবনু হিব্বান ২৯৬৫, মুসতাদরাক লিল হাকিম ১২৭১, শারহুস সুন্নাহ ১৪১৭, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৪৯, সিলসিলাহ আস সহীহাহ ১২৫৮, সহীহ আত তারগীব ৩৪৫৩, সহীহ আল জামি ৩৪৬, মিশকাত ১৫৩৩।

হাদিসের মানঃ সহিহ হাদিস

Rate the Post

Latest Book

Latest Post

Latest Post

Scroll to Top