বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া। মসজিদে প্রবেশ করা ও মসজিদ থেকে বের হওয়ার একাধিক দোয়া সহীহ হাদিস সমূহে বর্ণিত হয়েছে। তার কয়েকটি নিম্নরূপ।
Table of Contents
Toggleমসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ১
আবু উসায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে,
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: আল্ল-হুম্মাফতাহলী আবওয়া-বা রহমাতিক।
অর্থ: হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।
আর যখন বের হবে, তখন যেন বলে,
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিং ফাযলিক।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।
আবূ দাঊদ ৪৬৫, নাসায়ী ৭২৯, আহমাদ ১৬০৫৭, দারেমী ২৭৩৩, সহীহ ইবনু হিব্বান ২০৪৯, মিশকাত ৭০৩; সনদ সহীহ।
মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ২
ফাতেমা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,
رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: রব্বিগফিরলী যুনুবী ওয়াফতাহলী আবওয়া-বা রহমাতিক।
অর্থ: হে আল্লাহ! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।
আর যখন বের হতেন তখনও রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন,
رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
উচ্চারণ: রব্বিগফিরলী যুনূবী ওয়াফতাহলী আবওয়া-বা ফাযলিক।
অর্থ: হে আমার প্রতিপালক ! আমার পাপ সমূহ ক্ষমা করে দাও এবং তোমার অনুগ্রহের দরজাসমূহ আমার জন্য খুলে দাও।
তিরমিজি ৩১৪, মিশকাত ৭৩১; সনদ সহীহ।
মসজিদে প্রবেশের দোয়া ৩
আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন,
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ: আউজু বিল্লা-হিল আযীম ওয়াবি ওয়াজ হিহিল কারীম, ওয়া সুলত্ব-নিহিল কদীমি মিনাশ্ শায়ত্ব-নির রজীম।
অর্থ: আমি মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সর্বদা রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী।
আবু দাউদ ৪৬৬, মিশকাত ৭৪৯, সহীহ আত তারগীব ১৬০৬; সনদ সহীহ।
মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া নং ৪
উপরোক্ত হাদিস সমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দোয়া হবে নিম্নরূপ:
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهُ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: আউযু বিল্লা-হিল আযীম ওয়াবি ওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্ব-নিহিল ক্বদীমি মিনাশ্ শায়ত্ব-নির রজীম। বিসমিল্লা-হি ওয়াস্ব স্বলা-তু ওয়াস সালা-মু আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মাফ্তাহলী আবওয়া-বা রহমাতিক।
আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হবে নিম্নরূপ:
بسم الله والصلاةُ والسَّلامُ عَلَى رَسُولِ اللَّهِ اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ اللَّهُم اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّحِيم
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস স্বলাতু ওয়াস সালামু আলা- রসূলিল্লা-হি, আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিং ফাযলিকা আল্ল-হুম্মা আ‘সিমনী মিনাশ শায়ত্ব-নির রজীম।
মিশকাত ৭০৩, ৭৩১, ৭৪৯; সনদ সহীহ।