Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ইমাম মালেক নবী সাঃ এর পবিত্র নামসমূহ অধ্যায় হাদিস নং ১৮৩২

ইমাম মালেক নবী সাঃ এর পবিত্র নামসমূহ অধ্যায় হাদিস নং ১৮৩২ Info

Join us on Telegram

ইমাম মালেক নবী সাঃ এর পবিত্র নামসমূহ অধ্যায় হাদিস নং ১৮৩২ Description

পরিচ্ছেদ ১:

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র নামসমূহের বর্ণনা

১৮৩২

حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ.

মুহাম্মাদ ইবনু যুবাইর ইবনু মুত্ইম (রহঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার পাঁচটি নাম রয়েছে। আমি মুহাম্মাদ [১] আর আমি আহমাদ, [২] আমি মাহী– আমার দ্বারা আল্লাহ্ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির– লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হবে আমার কদমের উপর [৩] আর আমি আকিব। [৪] (বুখারী ৩৫৩২, ইমাম মুসলিম মুত্তাসিল সনদে বর্ণনা করেন ২৩৫৪, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)

  •  
  •  
  •  
  •  

[১] যেহেতু নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গুণাবলি অনেক, যেহেতু তাঁর প্রচুর প্রশংসা বারংবার করা হয়েছে, যেহেতু আল্লাহ্ তা’আলা স্বয়ং এবং নবীগণ, ফেরেশতাগণ ও আওলিয়াগণ তাঁর প্রচুর ও ভূয়সী প্রশংসা করেছেন তাই তাঁর নাম মুহাম্মাদ বা বহুল প্রশংসিত।

[২] সর্বাপেক্ষা অধিক প্রশংসাকারী।

[৩] আল্লাহ্ তা’আলা কিয়ামত দিবসে সর্বপ্রথম নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর পবিত্র রওযা হতে উঠাবেন, অন্য সব লোকের পুনরুত্থান হবে তাঁর পর।

[৪] আকিব -সবার পেছনে অর্থাৎ যাঁর পর কোন নবীর আগমন হবে না।

হাদিসের মানঃ নির্ণীত নয়

 

Similar Posts

Related posts

Latest Tafsir

Latest Book

Scroll to Top