কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া
বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া;
কুরবানীর পশু যবেহ করার নিয়ম
১. কুরবানীদাতা নিজের কুরবানীর পশু নিজেই যবেহ করবেন, যদি তিনি ভালভাবে যবেহ করতে পারেন। কেননা রাসুল (স) নিজেই যবেহ করেছেন। আর যবেহ করা আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। তাই প্রত্যেকের নিজের কুরবানী নিজে যবেহ করার চেষ্টা করা উচিত।
ইমাম বুখারী (র) বলেছেন, সাহাবী আবু মুসা আশআরী (রা) নিজের মেয়েদের নির্দেশ দিয়েছেন তারা যেন নিজ হাতে নিজেদের কুরবানীর পশু যবেহ করেন। ফাতহুল বারী। তার এ নির্দেশ দ্বারা প্রমাণিত হয় যে, মেয়েরা কুরবানীর পশু যবেহ করতে পারেন। তবে কুরবানীর পশু যবেহ করার দায়িত্ব অন্যকে অর্পণ করা জায়েয আছে। কেননা সহীহ মুসলিমের হাদিসে এসেছে রাসুল (স) তেষট্টিটি কুরবানীর পশু নিজ হাতে যবেহ করে বাকিগুলো যবেহ করার দায়িত্ব আলী (রা) কে অর্পণ করেছেন। (সহীহ মুসলিম)
২. পশুর প্রতি দয়া করা ও অনুগ্রহ প্রদর্শন করা জরুরি। এমন ব্যবস্থা নিয়ে যবেহ করা যাতে পশুর অধিক কষ্ট না হয় এবং সহজেই প্রাণ ত্যাগ করতে পারে। যবেহ যেন খুব তীক্ষ্ণ ধারালো ছুরি দ্বারা করা হয় এবং তা খুবই শীঘ্রতা ও শক্তির সাথে যবেহ স্থলে পোঁচানো হয়।
৩. প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর অন্য কোন অঙ্গ কেটে কষ্ট দেওয়া হারাম; যেমন ঘাড় মটকানো, পায়ের শিরা কাটা, চামড়া ছাড়ানো ইত্যাদি কাজ জান যাওয়ার আগে করা যাবে না।
কোরবানির পশু জবাই করার দোয়া
যবেহ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। কারণ এটা বলা ওয়াজিব। কারণ আল্লাহ তায়ালা বলেন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা থেকে তোমরা আহার কর। (সূরা আনআম -১১৮)
এবং যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা হতে তোমরা আহার কর না, এটা অবশ্যই পাপ। (সূরা আনআমঃ আয়াত নং-১২১)
আর নবী (স) বলেছেন, যা খুন বহায় এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয় তা ভক্ষণ কর। (বুখারী, মুসলিম)
যবেহকালীন সময়ে বিসমিল্লাহ এর সাথে আল্লাহু আকবার যুক্ত করা মুস্তাহাব; অবশ্য এর সঙ্গে কবুল করার দুআ ছাড়া অন্য কিছু অতিরিক্ত করা বৈধ নয়।
জাবির (রা) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একটি দুম্বা আনা হল; রাসুল (স) নিজ হাতে যবেহ করলেন এবং বললেন, بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر বিসমিল্লাহ ওয়া আল্লাহু আকবার, হে আল্লাহ! এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মাঝে যারা কুরবানী করতে পারেনি তাদের পক্ষ থেকে। (আবু দাউদ)।
কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া, কোরবানির পশু জবেহ করার নিয়ম, কোরবানির পশু জবাইয়ের নিয়ম, কোরবানির পশু জবাইয়ের দোয়া, আরবি, কুরবানীর পশু জবাই করার দোয়া, কুরবানীর পশু যবেহ করার নিয়ম, কুরবানীর পশু জবাই করার নিয়ম, কুরবানীর পশু যবেহ করার দোয়া, কুরবানির পশু জবাইয়ের দোয়া, কুরবানির পশু জবাইয়ের নিয়ম, কোরবানির পশু জবেহ করার নিয়ম,
কুরবানির পশু জবাই করার নিয়ম-পদ্ধতি ও দোয়া – Jagonews24
কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি – Jagonews24
পশু কোরবানির নিয়ম-দোয়া – Somoy Tv News
কোরবানীর পশু জবাই করার সময় কি বলবে? – ইসলাম জিজ্ঞাসা ও জবাব
পশু কোরবানির দোয়া | 941231 | কালের কণ্ঠ
কোরবানীর পশু জবাই করার নিয়ম ও দোয়া – Dhakatimes24