জানাজার নামাজের নিয়ত
জানাজার নামাজের নিয়ত: প্রত্যেক ইবাদাতের জন্য নিয়ত করা ফরজ। মহান আল্লাহ বলেন, তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
কুরআন ৯৮/৫
নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। আর তার স্থান হল অন্তর; মুখ নয়। মহানবী সঃ ও তার সাহাবীদের কেউই কোন নির্দিষ্ট শব্দ মুখে উচ্চারণ করতেন না; তাই তা মুখে উচ্চারণ করা বিদআত; তাছাড়া নিয়তের জন্য কোন বাধা-ধরা শব্দাবলীও নেই; যেকোন ইবাদাতের জন্য মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যাবে; মুখে কিছু উচ্চারণের প্রয়োজন নেই।
আলক্বামাহ ইবনে ওয়াক্কাস আল-লায়সী (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,
আমি উমর ইব্নুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।
সহীহ বুখারী হাদিস নং ১
নিয়ত প্রসঙ্গে একটি সতর্কতা জরুরী এই যে, প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব হল, আল্লাহর প্রতি ঈমান, তার সওয়াবের আশা এবং কেবল তারই সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কোন ইবাদত করা। কাউকে দেখাবার বা শােনাবার উদ্দেশ্যে, অথবা কেবলমাত্র লোকের দেখাদেখি অন্ধ অনুকরণ করে, অথবা দেশ বা পরিবারের পরিবেশের অনুকরণ করে কোন ইবাদত করা শিরক।
জানাজার নামাজের নিয়ত, জানাজার নামাজের নিয়ত আরবিতে, জানাযার নামাজের নিয়ত, জানাযার নিয়ত, জানাজার নামাযের ইমামতির নিয়ত, জানাজার নিয়ত, জানাযার নামাযের আরবি নিয়ত, জানাজার নিয়ত, জানাজার নামাযের আরবি নিয়ত,
janajar niyat bangla, janajar namajer niot, janajar niyot, janaza niyat bangla, janajar namazer niyat bangla, janajar niyat, janajar namazer niyat,
জানাযার নামাজের দোয়া, নিয়ম, নিয়ত ও ফজিলত – প্রবাসীর দিগন্ত
জানাযার নামাজের নিয়ত ও ছানা – Jagonews24
জানাজার নামাজ পড়ার নিয়ত নিয়ম দোয়া (আরবি এবং বাংলা)
জানাযার নামাজের নিয়ম ও দোয়া সমূহ – Daily Bangladesh
জানাযা নামাজ পড়ার সহীহ নিয়ম নিয়ত ও দোয়া সহ – janaza namaz
জানাজার নামাজ পড়ার নিয়ম | 1056593 | কালের কণ্ঠ
জানাযা নামাজ পড়ার নিয়ম – QnABangla.com