জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ. Janajar Namazer Dua Bangla
জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ, জানাজার দোয়া, জানাজার নামাজের তৃতীয় দোয়া, জানাজার নামাজের দোয়া আরবিতে, জানাযার দোয়া আরবি, janajar dua bangla, janajar namazer dua, janaja namajer dua, janaza namaz dua bangla
জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ. Janajar Namazer Dua Bangla
বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ।
১. অনেকগুলো দুআর মধ্যে নিম্নের দোয়াটি সুপরিচিত
اَللّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا. اَللّهُمَّ مَنْ أَحْيَيْتَه مِنَّا فَأَحْيِه عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَه مِنَّا فَتَوَفَّه عَلَى الْإِيْمَانِ, اَللّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَه وَلَا تَفْتِنَّا بَعْدَه
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিহাইয়িনা- ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা-ওয়া গ-য়িবিনা- ওয়া স্বগীরিনা- ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা ওয়া উনছা-না, আল্লাহুম্মা মান আহ:ইয়াইতাহু মিন্না ফাআহ:য়িহী ‘আলাল ইসলাম, ওয়া মাং তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু ‘আলাল ঈমান, আল্ল-হুম্মা লা- তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিন্না বা’দাহ।
অনুবাদ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত এবং (এই জানাযায়) উপস্থিত-অনুপস্থিত আমাদের ছোট ও বড়, পুরুষ ও নারী সকলকে আপনি ক্ষমা করুন। যাকে আপনি বাঁচিয়ে রাখবেন, তাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন এবং যাকে মারতে চান, তাকে ঈমানের হালতে মৃত্যু দান করুন। হে আল্লাহ! এই মাইয়েতের (জন্য দো’আ করার) উত্তম প্রতিদান হ’তে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তারপরে আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না।
আহমাদ, আবু দাউদ, তিরমিযী, মিশকাত হা/১৬৭৫ ‘জানায়েয’ অধ্যায়-৫, অনুচ্ছেদ-৫।
২. আরেকটি গুরুত্বপূর্ণ দো’আ যা প্রথমটির সাথে যোগ করে পড়া যায়
اللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْهُ وَعَافِه وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَه وَوَسِّعْ مُدْخَلَه وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّه مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِه وَأهْلًا خَيْرًا مِّنْ أَهْلِه وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِه وَأدْخِلْهُ الْجنَّةَ وَأعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ
উচ্চারণ: আল্লা-হুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া ফু আনহু ওয়া আকরিম নুযুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু, ওয়াগসিলহু বিলমা-এ ওয়াচ্ছালজে ওয়াল বারাদি; ওয়া নাকৃদ্ধৃিহি মিনাল খাত্বা-ইয়া কামা ইউনাকুকৃাছ সাওবুল আবইয়ায়ু মিনাদ দানাসি, ওয়া আবদিলহু দা-রান খাইরান মিন দারিহী ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহী; ওয়া আদখিহুল জান্নাতা ওয়া আইযহু মিন ‘আযাবিল কৃাবরে ওয়া মিন ‘আযা-বিন না-রে।
অনুবাদ: হে আল্লাহ! আপনি এই মাইয়েতকে ক্ষমা করুন। তাকে অনুগ্রহ করুন। তাকে নিরাপদে রাখুন এবং তার গুনাহ মাফ করুন। আপনি তাকে সম্মানজনক আতিথেয়তা প্রদান করুন। তার বাসস্থান প্রশস্ত করুন। আপনি তাকে পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা ধৌত করুন এবং তাকে পাপ হ’তে এমনভাবে মুক্ত করুন, যেমনভাবে সাদা কাপড় ময়লা হতে সাফ করা হয়। আপনি তাকে দুনিয়ার গৃহের বদলে উত্তম গৃহ দান করুন। তার দুনিয়ার পরিবারের চাইতে উত্তম পরিবার এবং দুনিয়ার জোড়ার চাইতে উত্তম জোড়া দান করুন। তাকে আপনি জান্নাতে দাখিল করুন এবং তাকে কবরের আযাব হতে ও জাহান্নামের আযাব হতে রক্ষা করুন।
মুসলিম হা/২২৩৪, মিশকাত হা/১৬৫৫।
৩. জানাযার আরেকটি বিশেষ দোয়া
اللّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جَوَارِكَ فَقِه مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্না ফুলা-নাবনা ফুলা-নিন ফী যিম্মাতিকা ওয়া হাবলি জিওয়া-রিকা; ফাকিহী মিন ফিতনাতিল কাবরি ওয়া ‘আযা-বিন্না-রি; ওয়া আন্তা আহলুল ওয়াফা-ই ওয়াল হাক্কু। আল্লা-হুম্মাগফিরলাহু ওয়ারহামহু, ইন্নাকা আনতাল গাফুরুর রহীম।
অনুবাদ: হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার জিম্মায় ও আপনার তত্ত্বাবধানে আবদ্ধ। অতএব আপনি তাকে কবরের পরীক্ষা ও জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। আপনি ওয়াদা ও সত্যের মালিক। হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন ও তাকে অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।
আবু দাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/১৬৭৭।
৪. এই দোয়াটিও পড়া যায়
اللهم عبدك وابن أمتك احتاج إلى رحمتك، وأنت غني عن عذابه، إن كان محسنا فزد في حسناته، وإن كان مسيئا فتجاوز عنه
উচ্চারণ: আল্লাহুম্মা ‘আবদুকা ওয়া ইবনু আমাতিকা, ইহতা-জা ইলা রহমাতিকা ওয়া আনতা গানিয়্যুন ‘আন ‘আযা-বিহী। ইন কা-না মুহসিনান ফাযিদ ফী হাসানা-তিহী; ওয়া ইন কা-না মুসীআন, ফাতাজা-ওয়ায ‘আনহু।
অনুবাদ: হে আল্লাহ! মাইয়েত আপনার বান্দা এবং সে আপনার এক বান্দীর সন্তান। সে আপনার রহমতের ভিখারী। আপনি তাকে শাস্তি দিতে বাধ্য নন। অতএব যদি সে সৎকর্মশীল হয়, তাহলে তার নেকি বাড়িয়ে দিন। আর যদি অন্যায়কারী হয়, তাহলে তাকে আপনি ক্ষমা করে দিন।
হাকেম ১/৩৫৯, সনদ ছহীহ; তালখিছ ৫৬।
৫. ছোট বাচ্চাদের জানাজার নামাজের দোয়া
মাইয়েত শিশু হলে সূরা ফাতিহা, দরুদ ও জানাযার ১ম দো’আটি পাঠের পর নিম্নোক্ত দোয়া পড়বে
اَللّهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَفَرَطًا وُذُخُرًا وَأَجْرًا
উচ্চারণ: আল্লা-হুম্মাজ‘আলহু লানা সালাফাওঁ ওয়া ফারাত্বাওঁ ওয়া যুখরাওঁ ওয়া আজরান।
অনুবাদ: হে আল্লাহ! আপনি এই শিশুকে আমাদের জন্য (এবং তার পিতা মাতার জন্য) পূর্বগামী, অগ্রগামী এবং আখিরাতের পুঁজি ও পুরস্কার হিসাবে গণ্য করুন।
বুখারী তা’লীক ১/১৭৮, হা/১৩৩৫; মিশকাত হা/১৬৯০; মিরআত ৫/৪২৩।
লানা এর সাথে ‘ওয়া লে আবাওয়াইহে’ (এবং তার পিতা মাতার জন্য) যোগ করে বলা যেতে পারে।
ফিক্বহুস সুন্নাহ ১/২৭৪।
জানাযার দোয়ার আদব
রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, যখন তোমরা জানাযার সালাত আদায় করবে, তখন মাইয়াতের জন্য খালেস অন্তরে দুআ করবে।
আবু দাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/১৬৭৪।
অতএব মাইয়েত ভাল-মন্দ যাই-ই হোক না কেন, তার জন্য খোলা মনে দোয়া করতে হবে! কবুল করা বা না করার মালিক আল্লাহ! ছাহেবে ‘আওন বলেন, অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, মৃতের জন্য নির্দিষ্ট কোন দো‘আ নেই! বরং যেকোনো প্রার্থনা করা যেতে পারে। শাওকানীও এ কথা বলেন! তবে তিনি বলেন যে, হাদীছে বর্ণিত দো’আ সমূহ পাঠ করাই উত্তম! এই সময় সর্বনাম সমূহ পরিবর্তনের প্রয়োজন নেই। কেননা মাইয়েত’ এখানে উদ্দেশ্য। মাইয়েত আরবী শব্দ, যা স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গে ব্যবহৃত হয়।
আওনুল মাবুদ হা/৩১৮৪-এর ভাষ্য ৮/৪৯৬; নায়ল ৫/৭২, ৭৪।
জানাজার নামাজের দোয়া সমূহ pdf
জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ. Janajar Namazer Dua Bangla
জানাজার নামাজের দোয়া, জানাজার নামাজের দোয়া আরবিতে, জানাজার নামাজের দোয়া সমূহ pdf, জানাজার নামাজের তৃতীয় দোয়া, জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ, জানাজার দোয়া, জানাজার নামাজের দোয়া, জানাজার দোয়া, জানাজা নামাজের দোয়া, ছোট বাচ্চাদের জানাজার নামাজের দোয়া, মহিলাদের জানাজার নামাজের দোয়া, জানাজার নামাজের দোয়া বাংলা, জানাজার দুআ, জানাজার নামাজের দোয়া বাংলায়, জানাজা নামাজের দোয়া, জানাজার নামাজের দোয়া আহলে হাদিস, জানাজার নামাজের দোয়া অর্থ সহ, জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য দোয়া, জানাজার দুয়া, জানাজার নামাজের দোয়া সমূহ, জানাজার নামাজের আরবি দোয়া, জানাজা নামাজ দুআ, জানাজা দোয়া
জানাযার দোয়া, জানাযা নামাজের দোয়া, জানাযার দোয়া, জানাযার নামাজের দোয়া, ছোট বাচ্চার জানাযার দোয়া, জানাযার দোয়া বাংলা, নাবালক ছেলের জানাযার দোয়া, জানাযার দোয়া আরবি, জানাযার নামাজের দোয়া, জানাযার দোয়া অর্থ সহ, জানাযার দোয়া বাংলা উচ্চারণ, নাবালক শিশুর জানাযার দোয়া, জানাযার দোয়া আহলে হাদিস, বাচ্চাদের জানাযার দোয়া, নাবালিকা মেয়ের জানাযার দোয়া, জানাযা নামাজের দোয়া, নাবালকের জানাযার দোয়া, জানাযার দোয়া আরবিতে, জানাযার দোয়া বাংলা অর্থ, নাবালক বাচ্চার জানাযার দোয়া, জানাযার নামাযের দোয়া, জানাযা নামাযের দোয়া, শিশু বাচ্চার জানাযার দোয়া, জানাযার দুআ, শিশুদের জানাযার দোয়া, নাবালেগ বাচ্চার জানাযার দোয়া, জানাযার দোয়া বাংলায়, মেয়েদের জানাযার দোয়া, ছোট বাচ্চাদের জানাযার দোয়া, মৃত ব্যক্তির জানাযার দোয়া, শিশুর জানাযার দোয়া
জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ. Janajar Namazer Dua Bangla
janajar dua, janajar namazer dua, janajar dua bangla, janajar doa, janajar namajer dua, janajar doya, janajar dowa, janajar namazer dua bangla, janajar dua bangla pdf, janajar duya, janajar dua pdf, janajar namajer doya, janajar namaz dua, janajar namajer doa
janaja namajer dua, janaja namajer dua bangla, janaja namaj dua, janaja doa, janaja namajer doa, janaja namaj dua bangla, janaja dua, janaza namaz dua, janaza namaz dua bangla, janaza dua bangla, janaza dua, janaza ki dua, dua for janaza prayer
জানাজার নামাজের ফরজ কয়টি ও জানাজার নামাজের সুন্নাত কয়টি?
জানাজা শব্দের অর্থ কি, জানাজার নামাজ কি ফরজ?
জানাজার নামাজের নিয়ম দলিলসহ. janajar namajer niyom
জানাজা পড়ার নিয়ম-রীতি ও দোয়া – Jagonews24
জানাজার নামাজে মহানবী (সা.) যে দোয়া পড়তেন – kalerkantho
জানাজার নামাজের দোয়া ও ফজিলত – Dhaka Post
জানাযার নামাজের দোয়া, নিয়ম, নিয়ত ও ফজিলত – প্রবাসীর দিগন্ত