কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ ও কবর জিয়ারতের নিয়ম

কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ, কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের দোয়া ও মোনাজাত, কবর জিয়ারত করার নিয়ম, কবর জিয়ারতের দোয়া pdf, মা বাবার কবর জিয়ারত করার নিয়ম, কবর জিয়ারতের নিয়ম ও দোয়া, কবর জিয়ারতের দোয়া ও নিয়ম, kobor jiyaroter dua, kobor jiyaroter niyom, kobor jiaroter dua

কবর-জিয়ারতের-দোয়া-ও-কবর-জিয়ারত-করার-নিয়ম

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ ও কবর জিয়ারতের নিয়ম

বিসমিল্লাহির রহমানির রহিম; আজকের আলোচনা করতে চাই কবর জিয়ারতের দোয়া বা মোনাজাত বাংলা উচ্চারণ সহ ও কবর জিয়ারত করার নিয়ম সম্পর্কে। কবর জিয়ারতের শারঈ পদ্ধতি হলো, মৃত ব্যক্তিকে সালাম দিবে এবং তার জন্য দোয়া করবে, যেরূপে জানাজার সালাতে করা হয়। আর অনুরূপই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারত করার সময় তাঁর সাহাবীগণ কে শিক্ষা দিয়েছেন। যেন তারা বলে,

اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَ الْمُسْلِمِيْنَ وَ اِنَّا اِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَ – نَسْأَلُ اللهَ لَنَا وَ لَكُمُ الْعَافِيْة

উচ্চারণ: আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মু’মিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইংশাআল্লাহু বিকুম লালাহিকুনা – নাসআলুল্লাহা লানা ও লাকুমুল আফিয়াহ।

অর্থ: হে কবরবাসী মুমিন মুসলমান! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক; আর যখন আল্লাহ চাইবেন, আমরাও অবশ্যই তোমাদের সঙ্গে মিলিত হবো; আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তি প্রার্থনা করছি।

সহীহ মুসলিম হাদিস নং ২১৪৭, আবু দাউদ হাদীস নং ৩২৩৭।

অন্য হাদিসে এসেছে-

اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ المُّؤْمِنِيْن اَنْتُمُ السَّابِقُوْنَ وَ نَحْنُ لَلَاحِقُوْنَ بِكُمْ اِنْ شَاءَ اللهُ – نَسْأَلُ اللهَ لَنَا وَ لَكُمُ الْعَافِيْة

উচ্চারণ: আসসালামু আলাইকুম দারা ক্বাউমিম মু’মিনিনা আংতুমুস সাবিকুনা ওয়া নাহনু লালাহিকুনা বিকুম ইংশাআল্লাহ – নাসআলুল্লাহা লানা ও লাকুমুল আফিয়াহ।

অর্থ: হে মুমিন কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক; তোমরা এখানে (কবরে) আগে এসেছ; আর যখন আল্লাহ চাইবেন, আমরাও অবশ্যই তোমাদের সঙ্গে মিলিত হবো; আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য শান্তি প্রার্থনা করছি।

সুনানে আন নাসাঈ হাদিস নং ২০৩৯

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আছে, তিনি বলতেন,

যে কোন ব্যক্তি পরিচিত কোনো বান্দার কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং সালাম দেয় তখন আল্লাহ তাআলা তার প্রতি উত্তর দেওয়ার জন্য কবরস্থ ব্যক্তির রুহ বা আত্মা তার কাছে ফেরত দেন।

হাদীসটি ইবনে আব্দুল বার বর্ণনা করেছেন। শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ সহ অনেকেই সহীহ বলেছেন, আর শাইখ আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন।

আর মহান আল্লাহ মৃত মুমিন ব্যক্তির জন্য দোয়া কারী জীবিত ব্যক্তিকে সাওয়াব দেন; যেমনটি যখন সে জানাযার সালাত পড়লে সাওয়াবপ্রাপ্ত হয়; একারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কাজটি মুনাফিকের জন্য করতে বারণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন,

আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।

সূরা আত তাওবা আয়াত নং ৮৪

সুতরাং শরী’আত সমর্থিত জিয়ারতে মৃত ব্যক্তির নিকট জীবিত ব্যক্তির কোনো প্রয়োজন, কোনো চাওয়া, কোনাে ওসীলা প্রদান ইত্যাদি কিছুই নেই; বরং সেখানে জীবিত ব্যক্তির দ্বারা মৃত ব্যক্তির উপকৃত হওয়ার বিষয়টি রয়েছে, যা তার জন্য জানাযার সালাত আদায় করার মতােই; আর আল্লাহ তা’আলা এ ব্যক্তির দো’আ ও ইহসানের কারণে তার প্রতি রহম করেন এবং এ কাজের বিনিময়ে ব্যক্তিকে সওয়াব প্রদান করেন; যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। তিনি বলেন,

যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার তিনটি আমল ব্যতীত সব বন্ধ হয়ে যায়, সদকা জারিয়া, উপকারী ইলম অথবা নেক সন্তান যা তার জন্য দো’আ করবে।

সহীহ মুসলিম, হাদীস নং ১৬৩১; মুসনাদে আহমাদ (২/৩৭২)।

কবর-জিয়ারতের দোয়া pdf download

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ ও কবর জিয়ারতের নিয়ম

কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ, কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের দোয়া ও মোনাজাত, কবর জিয়ারত করার নিয়ম, কবর জিয়ারতের দোয়া pdf, মা বাবার কবর জিয়ারত করার নিয়ম, কবর জিয়ারতের নিয়ম ও দোয়া, কবর জিয়ারতের দোয়া ও নিয়ম, কবর জিয়ারতের সময় কি কি দোয়া পড়তে হয়, পিতা মাতার কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারত করার সূরা, কবর জিয়ারতের নিয়ম-নিয়ত, কবর জিয়ারত করার সঠিক-শুদ্ধ নিয়ম, কবর জিয়ারতের মোনাজাত, কবর জিয়ারতের দোয়া আরবিতে, কবর জিয়ারতের হাদিস, কবর জিয়ারতের সূরা সমূহ, কবর জিয়ারতের আরবী দোয়া, কবর জিয়ারত করার নিয়ম ও দোয়া, কিভাবে কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের দোয়া সমূহ, কবর জিয়ারতের সময় কোন দোয়া পড়তে হয়, কবর জিয়ারতের সময় কি কি পড়তে হয়, কবর জিয়ারতের মুনাজাত, কবর জিয়ারত pdf, কবর জিয়ারতের দোয়া বাংলা, কবর জিয়ারত কিভাবে করতে হয়, কবর জিয়ারত করার দোয়া

আরবিতে কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের সময় কি কি পাঠ করতে হয়, কবর জিয়ারতের দুরুদ শরীফ, কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ, কবর জিয়ারতের সুরা, কবর জিয়ারতের কি কি দোয়া পড়তে হয়, কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারত সম্পর্কে হাদিস, করব জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের সুন্নাত পদ্ধতি, কবরের জিয়ারতের দোয়া, কবর জিয়ারতে কি কি পড়তে হয়, কবর জিয়ারতের নিয়মাবলী, কবর জিয়ারত কিভাবে করে, করব জিয়ারতের দোয়া, কবর জিয়ারত দোয়া, কবর জিয়ারতের সহিহ হাদিস, কবর জিয়ারত এর দোয়া, মা বাবার কবর জিয়ারতের দোয়া, বাবা মার কবর জিয়ারতের দোয়া, বাবার কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের সালাম, কবর জিয়ারতের সহীহ দোয়া, কবর জিয়ারত এর নিয়ম, কবর জিয়ারতের দোয়া আরবি, বাবা মায়ের কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারত সম্পর্কিত হাদিস, কবর জিয়ারতের সহীহ নিয়ম, কবরে জিয়ারত করার নিয়ম

কবর জিয়ারতের দোয়া বাংলা উচ্চারণ সহ ও কবর জিয়ারতের নিয়ম

kobor jiyaroter dua, kobor jiyaroter niyom, kobor jiaroter dua, kobor jiaroter niyom, kobor jiyarot, kobor jiyaroter dua bangla, kobor jiarot er niom, kobor jiyarot er dua, kobor jiyarot er niyom, kobor jiyaroter niom, kobor jiarot er dua, kobor ziarat dua, kobor jiyarot ar niyom, kobor jiyaroter dua bangla pdf, kobor jiarot, kobor jiaroter niom, kobor ziarot, kobor jiyaroter duya, kobor jiaroter dua bangla, kobor ziarat er niom, kobor basir jonno dua, kobor jiyaroter sura, islamic kobor ziarat dua bangla, kabar ziarat dua pdf bangla, kabar ziarat dua, kabar ziyarat dua, kabar ziarat dua bangla

যানবাহনে উঠার দোয়া. গাড়িতে উঠার দোয়া. Garite uthar Dua Bangla

ঘর থেকে বের হওয়ার দোয়া. Ghor theke ber hobar Dua

মৃত ব্যক্তির জন্য দোয়া ও মোনাজাত আরবি ও বাংলায়

ছানা দোয়া নামাজের সানা বাংলা উচ্চারণ ও অর্থসহ

মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া

আসতাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা. Astaghfirullah Dua Bangla meaning

রোগ থেকে মুক্তির দোয়া. Rog Theke Muktir Dua Bangla

মাথা ব্যথার দোয়া পাঠের নিয়ম. Matha bethar Dua Bangla

বাথরুমে প্রবেশ করার দোয়া ও বাথরুম থেকে বের হওয়ার দোয়া

কবর জিয়ারতের দোয়া ও নিয়ম – Dhaka Post

কবর জিয়ারতের নিয়ম ও দোয়া – RTV

কবর-জিয়ারত যেভাবে করবেন – Jagonews24

কবর জিয়ারত করবেন যেভাবে – Jugantor

কবর জিয়ারতের দোয়া – kalerkantho

Similar Posts